DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে মগ।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

received_168716392917513.jpeg

আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। রঙিন কাগজ মানেই রঙিন সব আকর্ষণীয় ডাইপোস্ট।এই রঙিন কাগজ দিয়ে ডাই-পোস্ট গুলো করতে আমার অনেকে ভালো লাগে। যদিও ডাই পোস্ট অনেক সময় সাপেক্ষ ব্যাপার তারপরও ভালো লাগার ব্যাপারগুলো থাকে অন্যরকম। রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট করে আমার বাংলা ব্লগের মাঝে হাজির হতে আরও বেশি ভালো লাগে। ডাই পোস্টগুলো করতে একদম সহজ তা কিন্তু নয়। কাগজের ভাঁজে ভাঁজে প্রত্যেকটি জিনিস মিলিয়ে তৈরি করতে হয়।অনেক সাবধানতা ও ধৈর্যের সঙ্গে ডাই পোস্ট গুলো তৈরি করতে হয়। আমি এর আগেও অনেকগুলো রঙ্গিন কাগজের ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি চেষ্টা করছি ইউনিট কিছু ডাইপোস্ট আপনাদের মাঝে তুলে ধরার। আজ আমি "রঙিন কাগজে মগ" আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আশা করবো আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজে মগ"টি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। রঙ্গিন কাগজ।
২। গাম।
৩। কাঁচি।

received_1748579178912009.jpeg

received_2758215590993739.jpeg

received_1096390001334177.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_243126858722726.jpeg

প্রথমে একটি রঙ্গিন কাগজ নিয়ে এক সাইডের মাথা থেকে ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_736038954951039.jpeg

এবার ভাঁজ করে নেওয়া কাগজের অংশটুকু রেখেছি এবং বাকি অংশটুকু কেটে ফেলে দিয়েছি।

তৃতীয় ধাপ

received_1187849828834520.jpeg

এবার চতুর্ভুজ কাগজটিকে ঠিক মাঝে ভাঁজ করে এবং দুই সাইডের কাগজটিকেও মুড়ে দিয়েছি ।

চতুর্থ ধাপ

received_282197464524486.jpeg

একই ভাবে আগের কাগজটি যেভাবে ভাঁজ করে নিয়েছি তার উল্টো সাইডে ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_627575586030941.jpeg

এবার সম্পূর্ণ কাগজটিকে ভাঁজ করে একদম ছোট করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_327738642979979.jpeg

ছোট করে নেওয়া কাগজটি এক সাইডের একটি অংশ কেটে ফেলে দিয়েছি।

সপ্তম ধাপ

received_1005754550741926.jpeg

এভাবে পর্যায়ক্রমে ভাঁজের বাকি কাগজগুলোকে কেটে
নিয়েছি ।

অষ্টম ধাপ

received_3284106578546986.jpeg

যে অংশটি কেটে নিয়েছি সেখানে গাম দিয়ে অপোজিট সাইডে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_267103299504396.jpeg

কেটে নেওয়া কাগজগুলো ফুলের শেপ করে ভাঁজ দিয়েছি।

দশম ধাপ

received_3579953242329682.jpeg

আর কেটে নেওয়া কাগজগুলো একটি একটি করে গাম লাগিয়ে মগের নিচের অংশে জয়েন দিয়ে নিয়েছি।

এগারো তম ধাপ

received_824403959141146.jpeg

received_679956444008918.jpeg

এবার আরেকটি ছোট টুকরো কাগজ ভাঁজ করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

বারো তম ধাপ

received_604035235229035.jpegreceived_1041870626983122.jpeg

received_994221541911406.jpeg

সেই ছোট টুকরো কাগজটির দুই সাইডে ভাঁজ করেছি এবং মাঝখানে একটু রাউন্ড সেভ করেছি।এরপর গাম দিয়ে মগের হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "রঙিন কাগজে মগ"।এবার এই "রঙিন কাগজে মগ" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে মগ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

আপু প্রথমে আপনাকে বলি আপনার টাইটেলে ভুল রয়েছে। রঙিন কাগজের মগ লিখতে গিয়ে আপনি রঙিন কাগজের মুখ লিখেছেন। তবে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে দেখতে ভীষণ ভালো লাগে। মগ তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি মগ বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে ডাই পোস্ট খুব দারুন ছিল।ধন্যবাদ আপনাকে দারুন ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার ডাই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 last year (edited)

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে আসলেই খুব ভালো লাগে । এগুলো সময় সাপেক্ষ কিন্তু বানাতে পারলে খুব ভালো হয় । আপনার রঙিন কাগজের তৈরি মগ টি কিন্তু খুবই সুন্দর হয়েছে ।
আপু আপনার টাইটেলটা ঠিক করে নিন রঙীন কাগজের মগের জায়গায় রঙীন কাগজে মুখ লিখে ফেলেছেন ।

 last year 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

প্রতিনিয়ত আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু ডাই তৈরি করছেন৷ আপনি আজকেও খুবই সুন্দর একটি ডাই তৈরি করে ফেলেছেন৷ একই সাথে এটি তৈরির প্রত্যেকটি ধাপ আপনি খুবই ভালোভাবে শেয়ার করেছেন৷ আপনার এটি তৈরি করতে অনেক সময় লেগেছে বলে আমি মনে করি৷।

 last year 

জি ভাই ডাই পোস্ট তৈরি করতে অনেক সময় লাগে। তবে তৈরি করার পরে যখন ভালো বলে সবাই তখন খুব ভালো লাগে।

 last year 

রঙিন কাগজে মুখ।

আপু আপনার টাইটেলে রঙিন কাগজের মগের জায়গায় মুখ হয়ে গিয়েছে। আশা করি ঠিক করে নেবেন। রঙিন কাগজের মগ কিন্তু খুব সুন্দর হয়েছে। মগটির প্রতিটি ভাঁজ খুব চমৎকার ভাবে দেখিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে তৈরি করেছেন এই কিউট মগটি। ভালো লাগলো দেখে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি মগ তৈরি করেছেন আপু। মগ টি দেখতে অনেক সুন্দর লাগছে। মগ তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেক সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে আমরা যাই তৈরি করি না কেন দেখতে ভীষণ ভালো লাগে। তবে রঙিন কাগজ দিয়ে আপনি একটি সুন্দর মগ আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 last year 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

বাহ্ রঙিন কাগজ ব্যবহার করে খুব সহজেই একটি মগ তৈরি করে ফেলেছেন আপু।আপনার তৈরি এই মুগটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর ভাবে মগটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।আপু আপনি মনে হয় টাইটেলে মগ লিখতে মুখ লিখে ফেলেছেন।ওটা একটু ঠিক করে নেবেন।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 last year 

রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই মগটি। ধাপে ধাপে শেয়ার করার কারণে এটা দেখতে আরো বেশি ভালো লাগছে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

রঙিন কাগজ ভাঁজ করে এরকম কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়। আর সময় এবং ধৈর্যেরও প্রয়োজন হয় এই ধরনের কাজ করতে। আপনি অনেক কষ্ট করে এবং সময় ব্যবহার করে এই মগ তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর ছিল সম্পূর্ণটা উপস্থাপনা দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে।

 last year 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91