DIY / এসো নিজে করি / দোচালা ঘর।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন?

আমার জীবনের খুব কম সময়ই গ্রামে কাটিয়েছি। তবে গ্রামের স্মৃতিগুলো এখনো মনে পরে আর যখন গ্রামে স্মৃতিগুলো মনে পড়ে তখন অনেক ভালো লাগে গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে। এখনও মাঝে মাঝে গ্রামে যাওয়া হয় কিন্তু কিছু সময় পর আবার ফিরে চলে আসি এই আবদ্ধ ইট-পাথরে ঘেড়া কঠিন শহরের ঘরগুলোর ভিতরে।গ্রামের আকর্ষণীয় জিনিস গুলো এখন শহরের কিছু পার্কে বা কিছু বিশ্রামাগারে সাজানো হয় ভালোলাগার জন্য। যেখানে আমরা বাচ্চাকাচ্চা নিয়ে যায় ভালো সময় কাটানোর জন্য। আর এখন বর্তমানে আমরা একটি কথা বলি শহর থেকে যখন গ্রামে যাই সবাই বলে একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য গ্রামের বাড়ি যাচ্ছি।কথাটির সঙ্গে আমি ১০০% সহমত পোষণ করি। গ্রামে থাকার সময় দেখেছি অনেক দোচালা ঘর। তাই আজকে একটি "দোচালা ঘর" বানানোর চেষ্টা করেছি। জানি না এটি কি আসলেই গ্রামের দোচালা ঘরের মতো হলো কিনা।তবে একটি কথা বলি এই ঘরটি আমার নিজস্ব ডিজাইন চিন্তা করেই "দোচালা ঘর" তৈরি করেছি। তাই আর কথা না বলে চলেন কিভাবে ঘরটি তৈরি করলাম পুরো প্রক্রিয়াটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি।

IMG_20211121_213843.jpg

ঘর তৈরীর উপকরণসমূহঃ-

১। কাটুন পেপার।

২। রঙিন কাগজ

৩। গাম।

৪। এন্টিকাটার।

৫। কাঁচি।

-----------প্রস্তুত প্রণাল-------------

-------------------প্রথম ধাপ-----------------

received_167333938919372.jpegreceived_1260163627798718.jpeg

সাইডের ওয়াল এর মেজারমেন্ট করে কার্টুন পেপারে আর্ট করে সেটাকে কেটে নিয়েছি।

--------------------দ্বিতীয় ধাপ-------------------

received_418036723306773.jpegreceived_421883742916439.jpeg

এক সাইডের ওয়ালে জানালা গোল করে মেজারমেন্ট করে কেটে নিয়েছি।

------------------তৃতীয় ধাপ------------------

received_642580380444895.jpegreceived_407272714439617.jpeg

এবার ওয়াল গুলোর জন্য রঙিন কাগজ মেজারমেন্ট করে কেটে নিয়ে গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি।

--------------------চতুর্থ ধাপ-------------------

received_435831387993036.jpegreceived_297121372309745.jpeg

কাটুন পেপারকে দুই চালের জন্য মেজারমেন্ট করে কেটে নিয়েছি। রঙিন কাগজ মেজারমেন্ট করে কেটে নিয়ে চাল দুটিকে সুন্দর করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

-------------------- পঞ্চম ধাপ-------------------

received_488936132436503.jpegreceived_1251800815338861.jpeg
received_991809458346863.jpegreceived_899496564272424.jpeg

সাইড ওয়াল দুটি গাম দিয়ে আটকে নিয়েছি পেপার কাটুনের ওপরে । এরপর বাকি দুটি ওয়াল আবার গাম দিয়ে আটকিয়ে নিয়েছি। এইভাবে দুইটি অংশকে একত্রিত করে গাম দিয়ে সুন্দর করে আটকে নিয়েছি।

-------------------ষষ্ঠ ধাপ--------------------

received_633598371015437.jpegreceived_625519515254392.jpeg

এইবার চার ওয়ালে ঘেরা ঘরের উপর দোচালা উঠিয়ে দিয়ে সুন্দর করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবে একটি ঘরের ডিজাইন করে নিয়েছি।

-------------------সপ্তম ধাপ-------------------

received_2323765981098959.jpegreceived_221805630094344.jpeg
received_985256102025892.jpegreceived_204489701757690.jpeg

জানালাটা কে সৌন্দর্য বর্ধনের জন্য কাটুন পেপার গোল করে কেটে। সেটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে রঙিন কাগজ লাগিয়ে নিয়েছি এবং এটাকে জানালার সাইডে লাগিয়ে দিয়েছি সৌন্দর্য বর্ধনের জন্য।

--------------------অষ্টম ধাপ------------------

received_594521625088180.jpegreceived_949845995938748.jpeg

received_3020920771555608.jpeg

কাটুন পেপারে গাছের ডিজাইন করে কেটে নিয়েছি এবং এই কার্টুন পেপারের ওপর রঙিন কাগজ লাগিয়ে নিয়ে একটি গাছ তৈরি করে ফেলেছি।

------------------- নবম ধাপ--------------------

received_615607219864243.jpeg

এইবার ঘরের পাশে গাছটি সুন্দর ভাবে সেট করে একটি ছবি ধারণ করেছি। যে ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আর এইভাবে হয়ে গেল আমার "দোচালা ঘর"।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা এবং উদ্যোক্তা।সব সময় নিত্য নতুন কিছু তৈরি করে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে যে প্লাটফর্মে আমি আমার মতামত স্বাধীন ভাবে উপস্থাপন করতে পারি। আজকে আমি আপনাদের সামনে "দোচালা ঘর" ডাই প্রজেক্টটি উপস্থাপন করলাম জানিনা কেমন হয়েছে।

আমি জানি আমার পোস্টটি পড়ে আপনার অনেক ভালো লেগেছে। তাই আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম।

---------খোদা হাফেজ---------

Sort:  
 3 years ago 

আসলেই গ্রামে অনেক দোচালা ঘর রয়েছে,এখনও আছে। আপনি পুরো কাজটা খুব সুন্দর করে ধাপে ধাপে তৈরি করেছেন আপু। ঘরটা দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে।অনেক ধন্যবাদ আপু, সুন্দর একটি কাজ শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার গ্রামের দোচালা ঘর টি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর করে আপনি ঘরটি তৈরি করেছেন। মন থেকে কোন কিছু করলে সত্যি সেটা অনেক ভালো হয়। যেটা আপনি করে দেখিয়েছেন ।আমার কাছে এটা গ্রামের দোচালা ঘরের মতোই লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি দোচালা ঘর শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। মল্যবান মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 3 years ago 

খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেক সুন্দর একটা দুচালা ঘর তৈরি করেছেন। যা এই প্রথম এমন একটি পোস্ট আপনার মাধ্যমে দেখলাম। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দোচালা ঘর বাস্তবতায় এখন খুব কমই দেখা যায়। রঙিন কাগজ দিয়ে দোচালা ঘর তৈরি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনার ধরণ চমৎকার ছিল। অনেক অনেক শুভকামনা আপু।😍😍

 3 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর ভাবে আপনি নিপুন হাতের সাহায্যে দোচালা ঘর তৈরি করেছেন। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দোচালা ঘরের জানালার করার স্টাইল টি। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

মুল্যবান মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দরভাবে দোচালা ঘর তৈরি করেছেন। দেখে আমার অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

ম্যাডাম আপনি আসলেই খুব সুন্দর পারেন এসব, আপনি দেখি সবকিছুতেই অনেক দক্ষ। কাহজ কেটে এমন দোচালা ঘর খুব সুন্দর হয়েছে । শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62804.67
ETH 2444.00
USDT 1.00
SBD 2.71