DIY /এসো নিজে করি / বাচ্চাদের ব্লক প্রিন্ট ফতুয়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

কমিউনিটির সকল ইউজারদের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানাই। আশা করি এই মূহূর্তে যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই পোষ্টটি দেখছেন বা পড়ছেন সবার জন্য রইলো আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও প্রার্থনা।

IMG_20211128_223530.jpg

আজকে কি পোস্ট করবো এই বিষয়টি নিয়ে অনেক চিন্তা করছিলাম। কি পোস্ট করা যায় সব সময় তো গতানুগতিক অনেক বিষয় পোস্ট করলাম কিন্তু ব্যতিক্রম কিছু করা দরকার।তখন মাথায় আসলো আমার তো ছোট্ট একটি ব্যবসা আছে, ছোট্ট একটি কারখানা আছে। যেখানে আমি কন্টিনিউ কিছু স্যাম্পল তৈরি করি যে স্যাম্পল কে ঘিরে অনেক প্রোডাকশন আমার কর্মীরা করেন। তখন চিন্তা করলাম কোন প্রোডাক্ট লাইনটি প্রথমেই পোস্ট করা যায়। আমি তো অনেক প্রডাক্ট লাইন নিয়ে কাজ করি যেমন শাড়ি, পাঞ্জাবি, ওয়ান পিস, থ্রি পিস,ফতুয়া,টপস্,কুড়তি,তাগা ইত্যাদি।সিদ্ধান্ত নিলাম আজকে প্রথম পোস্ট করবো আমরা সবাই তো আমাদের বাচ্চাকে ভালোবাসি। তাই "বাচ্চাদের ব্লক প্রিন্ট ফতুয়া" এই প্রোডাক্টটি সবার সামনে উপস্থাপন করবো। আর সবার উদ্দেশ্যে একটি কথা বলছি যে, যে কোন ডিজাইনের প্রথম প্রডাক্টিটি অর্থাৎ মাস্টার স্যাম্পল টি আমি নিজেই সব কিছু করে তৈরি করি।সবার কাছে আমার একটি অনুরোধ যদি আমার এই "বাচ্চাদের ব্লক প্রিন্ট ফতুয়া" টি ভালো লাগে তবে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখবেন এবং যদি খারাপও লেগে থাকে তবুও আপনার মন্তব্যটি লিখে সহযোগিতা করবেন।এবার চলেন কিভাবে "বাচ্চাদের ব্লক প্রিন্ট ফতুয়া "টি তৈরি করেছি পুরো প্রসেসটি আপনাদের জানাই।

প্রয়োজনীয় উপকরনসমুহঃ-

১। বেক্সি ভয়েল কালার কটন কাপড়।

IMG_20211129_012424.jpg

২। কাঠের ব্লক।

IMG_20211129_011034.jpg

৩। রং।

IMG_20211129_011002.jpg

৪। কাঁচি।

IMG_20211129_010839.jpg

৫। ইঞ্চি ফিতা।

IMG_20211129_011226.jpg

৬। আয়রন।

IMG_20211129_013032.jpg

৭। ট্রে।

IMG_20211129_011139.jpg

৮। ব্রাশ।

IMG_20211129_011049.jpg

৯। টেবিল।

IMG_20211129_011313.jpg
১০। টেইলারিং সুতা।

IMG_20211129_010759.jpg
১১। টেইলারিং মেশিন।

IMG_20211129_010708.jpg

-------তৈরীর প্রক্রিয়া--------

-----------প্রথম প্রক্রিয়া------------

বেক্সি ভয়েল কালার কটন কাপড়কে মেজারমেন্ট করে ২/৩ সাইজের ফতুয়া কেটে নিয়েছি।

------------দ্বিতীয় প্রক্রিয়া------------

IMG_20211105_122959.jpgIMG_20211105_123028.jpg
IMG_20211105_123037.jpgIMG_20211105_123053.jpg
IMG_20211105_160922.jpgIMG_20211105_160809.jpg
IMG_20211105_160732.jpgIMG_20211105_160715.jpg
IMG_20211105_154233.jpgIMG_20211105_154204.jpg
IMG_20211105_154140.jpgIMG_20211105_154134.jpg

এবার ফতুয়ার হাতা, পকেট এবং বডিতে ব্লক করেছি কাঠের ব্লক দিয়ে।

-------------তৃতীয় প্রক্রিয়া-------------

IMG_20211105_165056.jpg

এবার ব্লক করা ফতুয়ার হাতা, পকেট এবং বডি গুলো রৌদে শুকাতে দিয়েছি। শুখানো হয়ে গেলে এগুলো আয়রন করে নিয়েছি যাতে রং পাকা হয় অর্থাৎ রং ব্লিট না করে বা রং না উঠে যায়।

---------------চতুর্থ প্রক্রিয়া------------

IMG_20211128_220730.jpgIMG_20211128_220715.jpg
IMG_20211128_220605.jpgIMG_20211128_220555.jpg

IMG_20211128_222211.jpg

এবার পুরো ফতুয়াটি সুইং করার জন্য নিজেই টেলারিং মেশিনে সুইং করেছি এবং তুরপাই করেছি।

---------------পঞ্চম প্রক্রিয়া-------------

IMG_20211128_222403.jpgIMG_20211128_222332.jpg

IMG_20211128_222310.jpg

এবার ফতুয়াটি সুইং এবং ফিনিশ করে আয়রন করে নিয়েছি আর এই ভাবেই হয়ে গেল আমার "বাচ্চাদের ব্লক প্রিন্ট ফতুয়া"।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা এবং নারী উদ্যোক্তা।আমি একজন বাঙালি এবং বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। তাই বাংলা ভাষায় কথা বলতে এবং শুনতে স্বাচ্ছন্দবোধ করি।কোন কাজকে অবহেলা করি না এবং কোন কাজকে ছোট মনে করি না। নিজের কাজ নিজে করার চেষ্টা করি এবং অন্যের কাজে সহযোগিতা করার চেষ্টা করি।আমি বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজারদের কাছে দোয়াপ্রার্থী যেন আমি একজন উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত হতে পারি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় নষ্ট করে আমার এই পোস্টটি পড়ার জন্য এবং ধৈর্য সহকারে দেখার জন্য।

----------খোদা হাফেজ--------

Sort:  
 3 years ago 

ওয়াও আপু এতো সুন্দর ক্রেটিভিটি মুগ্ধ হয়ে গেলাম দেখে।আপনি খুবই দারুন একটি ডিজাইন করেছেন এবনহ মানিয়েছে বেশ।ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত দিয়ে আমার কাজে উৎসাহ এবং আগ্রহ বৃদ্ধি করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার সৃজনশীলতার পরিচয় ঘটিয়েছেন পোষ্টের মাধ্যমে। বাচ্চাদের ব্লকপ্রিন্ট ফতুয়া তৈরি টা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্লক প্রিন্ট করা টি। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

ওয়াও আপু সত্যিই প্রশংসনীয় একটি কাজ আপনি করেছেন। কাপড়ে ব্লক করে আবার ফতুয়া তৈরি করেছেন। সত্যি খুব সুন্দর হয়েছে আপনার হাতের কাজটি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

জি আপু নিজের কাজ নিজে করার চেষ্টা করি আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি।

 3 years ago 

আপু আপনি তো ডেঞ্জারেস মানুষ। আমাদেরকে একটা স্পেশাল গিফট দিলেন। আবার আমাদের মামাকে দুলা বানাইলেন। আবার আপনার প্রোডাক্টের একটা বিজ্ঞাপন হয়ে গেল। তারমানে আপনি এক ডিলে তিন পাখি মারলেন। সত্যিই অসাধারণ সব মিলিয়ে খুবই ভাল লেগেছে। আপনার চিন্তাধারা সত্যিই অতুলনীয় অসাধারণ ছিল। আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম।

 3 years ago 

বিষয়টি বুঝার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে দোয়া কামনা করি ভাই আর আপনি আমার জন্য দোয়া করবেন যেন সফল হতে পারি।

 3 years ago 

ব্লক প্রিন্ট ফতোয়াটি খুবই সুন্দর করে তৈরি করেছে। দেখে খুবই ভালো লাগলো। আপনার ছেলেকে সুন্দর মানিয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমি কখনো নিজের হাতে এমন কাজ করিনি। তবে আপনার কাজটি দেখে করার ইচ্ছে বেড়ে গেছে। আপনি খুব সুন্দর ভাবে একটি করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার কাজ দেখে আপনার কাজ করার ইচ্ছা জেগেছে আগ্রহ জেগেছে।

 3 years ago 

ওয়াও আপু আপনার ব্লকের ফতুয়াটি খুব চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যে আমার বাচ্চার জন্য একটি তৈরি করি। আমিও একসময় ব্লকের অনেক জামা পড়েছি এবং নিজে সেগুলো তৈরি করেছি। আপনার আজকের পোস্টটি দেখে সেই গুলো মনে পড়ে গেল। শুভকামনা রইল আপনার এবং আপনার কারখানার জন্য। যেন এটি আরো সফলতা লাভ করে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য পড়ে মনটা ভরে গেল অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

কি মিষ্টি আপনার হাতের কাজ দিদি 👌👌। বাবুটাকে কি অসধারণ মানিয়েছে । অনেক দূর এগিয়ে যাবেন আপনি সত্যি। ফতুয়া গুলো এত সুন্দর ফুটে উঠেছে । মনে ধরে গেল একদম। এত কাছে থাকে নকশার ডিজাইন দেখা এই প্রথম। খুব ভালো লাগছে। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

জি দিদি আমার জন্য দোয়া করবেন যাতে সফল হতে পারে।

আমি কি বলবো আমি আপনাকে দেখি আর অবাক হই, সব কাজে আপনি পারদর্শী। অনেক উৎসাহ লাগে আপনার বিভিন্ন পোস্ট দেখলে আজকেও তার বাহিরে না। সুন্দর ছিলো সব মিলিয়ে। খুব কিউট বাচ্চাদের ফতুয়াগুলো সাথে পারফেক্ট ব্লক প্রিন্ট।

 3 years ago 

আপনি অবাক হয়েছেন শুনে ভালো লাগলো।দোয়া করবেন যেন সবার সামনে উদ্যোক্তা হিসেবে পরিচয় টা দিতে পারি।

 3 years ago 

বাহ,আপনার কাজটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।খুবই সুন্দর ও নিখুঁত হয়েছে ফতুয়াটি।তাছাড়া এটি আপনার বাচ্চার গায়ে ও দারুণ মানিয়েছে ।দারুণ রঙের ব্যবহার করেছেন।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57544.69
ETH 3114.34
USDT 1.00
SBD 2.42