DIY ||| এসো নিজে করি ||| নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-১২ ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার বাংলা ব্লগে নতুন কিছু নিয়ে হাজির হতে পারলে আমার অনেক ভালো লাগে।তাইতো আমি যখনি নতুন কিছু তৈরি করি তখনই আপনাদের মাঝে সেটি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি।

received_570756741777881.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি নতুন শাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি।নিজের জ্ঞানে কিছু তৈরি করা বা সৃষ্টি করার আনন্দই অন্যরকম। আমার তৈরি করা ডিজাইনের শাড়ি যদি কেউ পড়ে ফটোশুট করে অথবা মার্কেটে ডিজাইনের শাড়ীর চাহিদার পরিমাণ যদি বেশি থাকে।সেই মুহূর্তে এই রাত জেগে ডিজাইন করার কষ্ট গুলো আর কষ্ট মনে হয় না।তখন মনে হয় আমি সার্থক।আমি নিজেকে কিছু না কিছু শান্তনা দিতে পারব।জীবন যুদ্ধে নেমে একটি কথাই শিখেছি এবং বুঝেছি কষ্ট না করলে কেষ্ট মিলে না এবং টাকা না থাকলে কেউ আপন হয় না।আমরা বাঙালি শাড়ি পড়তে ভালোবাসি।শাড়ি পরলে বাঙালি নারীদের লাগে রূপে অনন্যা।আমার নিজেরও শাড়ি অনেক প্রিয় একটি পোশাক।আমি নিজে শাড়ি পড়তে যেমন ভালোবাসি অন্যকে পড়ালেও আমার অনেক ভালো লাগে।চলুন আর কথা না বাড়িয়ে এই "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-১২" শাড়ীটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। ডিপ সবুজ রং।
২। হালকা পেস্ট রং।
৩। এন কে।
৪। ব্লক।
৫। ব্রাশ।
৬। ট্রে।
৭। টেবিল।

received_584238393748089.jpegreceived_856529642104484.jpeg
received_757096288913074.jpegreceived_1570826080060618.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

🥻প্রথম প্রক্রিয়া🥻

received_724569945710965.jpeg

প্রথমে শাড়িটির আঁচল টেবিলে বিছিয়ে মেজারমেন্ট করে একটি ঢেউ এর মত ব্লক দিয়ে বক্স তৈরি করে নিয়েছি।

🥻দ্বিতীয় প্রক্রিয়া🥻

received_1227109711550717.jpegreceived_887721055772392.jpeg

শাড়ির আঁচলের বক্সের মধ্যে আবার ঢেউের মত ব্লক দিয়ে সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি।

🥻তৃতীয় প্রক্রিয়া🥻

received_1521202195053241.jpegreceived_492065599804099.jpeg

received_710261800748999.jpeg

এবার আঁচলের বক্সের মধ্যে এবং মাঝখানের এই সুন্দর ডিজাইন এই দুইটির মাঝে।বড় একটি ফুলের ডিজাইন ব্লক দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি পুরো শাড়ির আঁচলটিতে।

🥻চতুর্থ প্রক্রিয়া🥻

received_752540382967288.jpegreceived_1390103531724534.jpeg

এবার এই ঢেউ এর মত ব্লগ দিয়ে শাড়ির উপরের পাড়ের অর্ধেক এবং নিচের পাড় পুরোটা ডিজাইন করে নিয়েছি।

🥻পঞ্চম প্রক্রিয়া🥻

received_3472156756365932.jpegreceived_2314515512043893.jpeg

এবার আঁচলের পর থেকে ছোট ছোট ফুলের একটি ব্লক দিয়ে পুরো শাড়ির জমিনটি ডিজাইন করে নিয়েছি।

🥻ষষ্ঠ প্রক্রিয়া🥻

এভাবে ডিজাইন করা শেষ হয়ে গেলে শাড়ীটিকে রোদে ৪/৫ ঘণ্টা শুকিয়ে নিয়েছি।

🥻সপ্তম ধাপ🥻

received_1250340222232619.jpegreceived_737224337747741.jpeg

এর পর শাড়ীটিকে আয়রন টেবিলে নিয়ে সুন্দর ভাবে আয়রন করে নিয়েছি যাতে শাড়িটি দেখতে মসৃণ লাগে এবং রং পাকা হয়ে যায়।

🥻অষ্টম ধাপ🥻

orca-image--795599765.jpeg

এবার শাড়ীটির সাথে টেইলারিং সুতা ম্যাচিং করে কিছু টারর্সেল তৈরি করে নিয়েছি এবং টারর্সেল গুলো ম্যাচিং সুতা দিয়ে ফাঁস দিয়ে নিয়েছি আর এগুলো শাড়ির আঁচলে মেজারমেন্ট করে লাগিয়ে নিয়েছি যাতে শাড়িটি দেখতে সুন্দর লাগে আর এই ভাবেই হয়ে গেল আমার "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-১২"।এবার এই "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-১২" এর একটি সম্পন্ন ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-১২"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 3 years ago 

গতকালকে আড্ডা ঘরে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং আপনার কর্মসংস্থান সম্পর্কে জানতে পারলাম। যাই হোক অনেক চমৎকার একটি শাড়ি ডিজাইন করেছেন এবং সেটি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

আমার ডিজাইন যে আপনার ভালো লেগেছে এটি শুনে আমার ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

এর আগেও আপনার শাড়ির কিছু ডিজাইন আমি দেখেছিলাম।আমার এমন ব্লকের শাড়ি বেশ ভালো লাগে।আজকের শাড়ির ডিজাইন টা সুন্দর। আমি নিজেও মাঝে মাঝে করার চেষ্টা করি এমন ব্লকের কাজ।যদিও অনেক ঝামেলার কাজ,তবে চাহিদা থাকলে বেশ ভালো লাগে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন কাজটি অনেক ঝামেলার কিন্তু কাস্টমার যখন অনেক ভালো বলে তখন আর সে কষ্টের কথা মনে থাকে না।

 3 years ago 

কথাগুলো একদম ঠিক বলছেন আসলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। এ জীবনে সফলতা আনতে হলে অনেক পরিশ্রমের প্রয়োজন পরিশ্রম হচ্ছে সাফল্যের সৌভাগ্যের চাবিকাঠি। টাকা না থাকলে কেউ মূল্যায়নও করে না সেটা একদম পারফেক্ট কথা বলছেন। অনেক সুন্দর করে শাড়ির পেইন্টিং করছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। শাড়ির কালারটাও অসাধারণ হয়েছে আপু অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সাথে আমি একমত আপু আসলে এটাই বাস্তবতা।

 3 years ago 

সত্যি আপু এটা ঠিক বলেছেন,যখন আপনার ডিজাইন করা শাড়ি পরে ফটোশুট করেন,তখন যেই আনন্দ টা আপনি পান সেটা দিয়েই আপনার কষ্ট সার্থক হয়।শুধুমাত্র আপনার ক্ষেত্রেই না যারা এসমস্ত কাজের সাথে যুক্ত আছেন তারা সবাই।আপনি সুন্দর ব্লকের কাজ পারেন।ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ইউনিক ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111130.52
ETH 4299.27
SBD 0.83