যমুনা নদীর কিছু ফটোগ্রাফি ||| Original Photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা কেমন আছেন? আশা রাখি মহান সৃষ্টিকর্তার রহমতে সকলে পরিবারসহ সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছে।আমিও আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ ভালো সময় পার করছি।


আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে।জানিনা আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে চেষ্টা করে যাচ্ছি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার জন্য।আজকে আমি আপনাদের সঙ্গে "যমুনা নদীর কিছু ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েতে যাচ্ছি।আমি সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি ন্যাচারাল কিছু বিষয় নিয়ে।নদী পথে ভ্রমণ করতে ভালো লাগে,তবে নদী পথে যখন নদীর ঢেউ জোরে জোরে ওঠে তখন নৌকাতে বসে থাকতে অনেক ভয় লাগে কারণ নৌকার ভিতরেও তখন নদীর পানি চলে আসে।চলুন আর কথা না বাড়িয়ে "যমুনা নদীর কিছু ফটোগ্রাফি"তে কি কি আছে তা দেখে নেওয়া যাক।

IMG_20240623_125037.jpg

ঘাটে নৌকা বাঁধান

ঘাটে যাওয়ার পরে ঘাটে নৌকা বাঁধানো দেখে অনেক ভালো লাগলো।তাই তার একটি ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

IMG_20240619_160510.jpg

নদীর পানিসহ মেঘলা আকাশ

নদীর মাঝ পথে যাওয়ার পরে মেঘলা আকাশসহ নদীর একটি ছবি নিলাম।যেটি দেখতে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
IMG_20240619_160239.jpg

নদীর কূলে নৌকা মানুষ

নদীর কূলে নৌকা বাঁধানো আর সেই নৌকা বাঁধানোর উপরে কিছু লোক বসে আছে এবং কূলে কিছু লোক দাঁড়িয়ে আছে।যে দৃশ্যটি আমার চোখে পড়লো আর একটি ফটোগ্রাফি করে ফেললাম।যে ফটোগ্রাফিটি আপনাদের দেখার সুযোগ করে দিলাম।
IMG_20240619_160222.jpg

ছই আলা নৌকা

নদীর কূল ঘেঁষে একটি ছই আলা নৌকা বেঁধে রাখা হয়েছে। যেটিকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর ফটোগ্রাফি করার পরে ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
IMG_20240619_160035.jpg

নদীর পাশে পাট ক্ষেত

নদীর পাশে সবুজ পাট ক্ষেত এবং নৌকাটি দেখতে অনেক সুন্দর লাগছিল।তাই দৃশ্যটি ধারণ করে আপনাদের সাথে শেয়ার করলাম।
IMG_20240619_133535.jpg

নৌকায় যাত্রী ভরপুর

ঘাটে সবে মাত্র নৌকাতে লোকজন ওঠা শুরু করেছে আর সমস্ত লোক নৌকাতে ওঠার পরে নৌকাটি একদম কানায় কানায় পূর্ণ ছিল।আর সেই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম।
IMG_20240619_133509.jpg

ঘাটে ও নৌকায় ওঠার দৃশ্য

ঘাটে অনেক নৌকা ছিল যে নৌকাগুলো এক একটি ঘাটে যাবে।তাই প্রত্যেকটি নৌকায় যাত্রীরা উঠছিল আর এমন অবস্থার একটি দৃশ্য ধারণ করে আপনাদের দেখার সুযোগ করে দিলাম।

তারিখঃ জুন,১৯, ২০২৪ইং।
লোকেশনঃ সারিয়াকান্দি, বগুড়া।
ক্যামেরাঃ Redmi-9T

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 5 months ago 

অন্য সময় এর থেকে বর্ষার সময় নদী দেখতে অনেক সুন্দর লাগে এবং সময় বিশেষ এ নদী ভয়ংকর রুপ ও নেয়।আপনার তোলা ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি বেশ দারুণ। নদীতে নৌকা ভ্রমনে অনুভূতি খুবই অন্যরকম হয়ে থাকে। যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন আপনি বেশ সুন্দর করে। আপনার যমুনা নদীর কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। নদীর ভাসমান নৌকার সৌন্দর্য বেশ দারুন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার জন্য বড় পাওয়া।

 5 months ago 

কথায় আছে বর্ষায় নদী তার যৌবন ফিরে পায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগলো আপু। নদী দেখছি কানায় কানায় ভরে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু যমুনা নদী থেকে কিছু ফটোগ্রাফি সংগ্রহ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

নদী পথে ভ্রমণ করতে অনেক ভালো লাগে। আর যখন নদীতে পানি বেড়ে যায় তখন নদী ভ্রমন করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো আপু।

 5 months ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 5 months ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে সব সময় অনেক ভালো লাগে। আপনি আজকে অনেকগুলো যমুনা নদী এর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। এটা সত্যি বলেছেন নদীতে ভ্রমণ করার সময় ঢেউ আসলে একটু ভয় লাগবে এটাই স্বাভাবিক। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে।এটি শুনে অনেক ভালো লাগছে।

 5 months ago 

বর্ষার সময় নদীর পানি অনেক বেড়ে যায়। আর তখন দেখতে অনেক বেশী সুন্দর লাগে। নদীর পানি সম্পূর্ণভাবে বৃদ্ধি পেলে অনেক সুন্দর হয়। আজ আপনি অনেক সুন্দর করে যমুনা নদীর বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি হয়েছে অনেক বেশি সুন্দর। যমুনা নদীর সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমেই উপভোগ করতে পারলাম খুব ভালোভাবে। এত সুন্দর সৌন্দর্য দেখে সত্যি আমি জাস্ট মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। নদীর সৌন্দর্য, নৌকার ফটোগ্রাফি গুলো খুব ই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে এটি আমার জন্য বড় হওয়া।

 5 months ago 

আপু নদী ভ্রমণ করতে কম বেশি সবাই খুব পছন্দ করে। কিছু যমুনা নদীর কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আসলে নদীতে গেলে নদীর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করে। আর ওই সময় ফটোগ্রাফি করলে নিজের কাছেও ভালো লাগে। যাই হোক সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এ ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।

 5 months ago 

সব সময় সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

যমুনা নদীর কিছু ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক এই পরিবেশ গুলো মন ভরিয়ে দেয়। প্রতিটি ফটোগ্রাফির সাথে বর্ণনা দিয়েছেন খুবই চমৎকার ভাবে। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা💞

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

নদী, নৌকা, প্রকৃতি ও নদীর পানি সব কিছুই আমার ভালো লাগে। নদীর তীরে নৌকা বাধাঁর দৃশ্য গুলো দারুন ছিল। আর নৌকা ভ্রমনটা খুবই আরাম দায়ক। এগুলো হলো আমাদের সোনার বাংলার ঐতিহ্য। ধন্যবাদ।

 5 months ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91022.78
ETH 3148.10
USDT 1.00
SBD 2.96