DIY /এসো নিজে করি / ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন নং-০৩.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?বর্তমান সময়টা অনেক খারাপ যাচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে।তাই সকলেই নিজের এবং পরিবারের যত্ন নিবেন আশা করি।আর মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভাল রাখুক।

IMG_20220112_231634.jpg

বর্তমান সময়টা উদ্যোক্তা জীবনের খুব ব্যস্ততম একটি সময়।কারণ আগামী ঈদকে লক্ষ করে প্রত্যেকটি উদ্যোক্তা নিজ নিজ কারখানায় প্রায় ২৪ঘন্টা সময় অতিবাহিত করছেন ক্রেতার চাহিদা এবং মনের মত প্রোডাক্ট তৈরি করার জন্য।ঠিক তারই ধারাবাহিকতায় আমার ছোট্ট কারখানায় আমার এই গ্রামের অবহেলিত মহিলারা অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে।আমি তাদের চাহিদা মত সময় দিতে পারছি না, তবে উদ্যোক্তা জীবনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে যতটুকু সময় এবং শ্রম দেওয়ার দরকার তার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করছি।ইতিপূর্বে আমি আপনাদের সামনে ডিজাইন সংক্রান্ত কিছু পোস্ট উপস্থাপন করেছি।ঠিক তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমি আপনাদের সামনে "ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন নং-০৩" উপস্থাপন করতে যাচ্ছি। তবে আমি আশা করব আপনাদের সুচিন্তিত মতামত, দিকনিদেশনামূলক কিছু মন্তব্য এবং উপদেশ মূলক মূল্যবান মতামত। তাই এখন আর আলোচনা না বাড়িয়ে চলেন আমি "ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন নং-০৩" কিভাবে তৈরি করেছি তার পুরো প্রসেসটি নিয়ে আলাপ করা যাক।

প্রয়োজনীয় উপকরনসমুহঃ-

১। পেস্ট কালার।
২। গোল্ডেন কালার।
৩। এন কে।
৪। ব্লক।
৫। ব্রাশ।
৬। ট্রে।
৭। টেবিল।
৮। আয়রন।

IMG_20220112_225155.jpgIMG_20220112_225133.jpg
IMG_20220112_225036.jpgIMG_20220112_225002.jpg
IMG_20220112_224840.jpgIMG_20220112_230057.jpg

IMG_20220112_225456.jpg

---------- প্রস্তুত প্রক্রিয়া-------

-------------প্রথম প্রক্রিয়া-------------

IMG_20220109_211258.jpgIMG_20220109_211237.jpg

IMG_20220109_211231.jpg

প্রথমে ট্রেতে গোল্ডেন কালার নেওয়ার পরে এর ভিতর একটু এন কে দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি।এরপর দোপাট্টা টি টেবিলে বিছিয়ে নিয়ে চিকোন ব্লক দিয়ে গোল্ডেন কালার রং নিয়ে দোপাট্টার দুই পাশে এবং চতুর পাশ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।

--------------দ্বিতীয় প্রক্রিয়া-------------

IMG_20220109_224309.jpgIMG_20220109_224234.jpg
IMG_20220109_224217.jpgIMG_20220109_224212.jpg

IMG_20220109_224201.jpg

এবার ওই গোল্ডেন কালার ট্রেতে একটি ছোট্ট ফুলের ব্লক দিয়ে রং নিয়ে দোপাট্টার মাঝখানে দুই সাইট থেকে ডিজাইন করে নিয়েছি যাতে দোপাট্টার মাঝখানে পুরোটা অনেক সুন্দর দেখা যায়।

------------তৃতীয় প্রক্রিয়া-------------

IMG_20220110_132021.jpgIMG_20220110_132018.jpg
IMG_20220110_132007.jpgIMG_20220110_132005.jpg

IMG_20220110_132002.jpg

এবার গোল্ডেন কালার ট্রেটি পরিষ্কার করে নিয়ে এতে পেস্ট কালার রং এবং এন কে দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে রং ব্রাশ করে নিয়েছি। এরপর চিকোন একটি ব্লকে পেস্ট কালার রং লাগিয়ে গোল্ডেন কালারের মাঝখান দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি যাতে পেস্ট কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশনে ডিজাইনটি আকর্ষণীয় হয়ে ওঠে।

--------------চতুর্থ প্রক্রিয়া------------

IMG_20220110_132454.jpgIMG_20220110_132449.jpg

IMG_20220110_132447.jpg

এবার দোপাট্টার দুই আঁচলের সাইডে গোল্ডেন কালারের মাঝখানে পেস্ট কালার এর বল প্রিন্ট একটি ব্লক দিয়ে সুন্দর করে পেস্ট কালার প্রিন্ট করে দিয়েছি। আর এতে পুরো দোপাট্টা টি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে।

-------------পঞ্চম প্রক্রিয়া---------------

IMG_20220110_154111.jpgIMG_20220110_154102.jpg

IMG_20220110_154052.jpg

এবার দোপাট্টা টি পুরো রৌদে তিন-চার ঘণ্টা রৌদ দিয়েছি। যাতে ব্লকের রং শুখিয়ে কাপড়ের সঙ্গে সুন্দর ভাবে লেগে যায়।

---------------ষষ্ঠ প্রক্রিয়া-------------

IMG_20220112_232607.jpgIMG_20220111_201326.jpg

IMG_20220112_231543.jpg

এইবার দোপাট্টাটি সুন্দরভাবে আয়রন করে রংটি পাকা করে নিয়েছি। যাতে দোপাট্টা থেকে ব্লকের রং কোন ভাবেই উঠে না যায়।আর এইভাবে হয়ে গেল আমার"ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন নং-০৩"।এবার পুরো দোপাট্টার একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে পারলে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বাংলা ব্লগ এমন একটি প্লাটফর্ম সৃষ্টি করে দিয়েছে যেখানে আমি আমার মতামত স্বাধীন ভাবে উপস্থাপন করতে পারি। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই পোস্ট টি দেখার জন্য এবং পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

--------খোদা হাফেজ-------

Sort:  
 3 years ago 

প্রিয় আপুমনি আপনার ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন দেখে মনে পড়ে গেল আমিও একসময় অনেক কাজ করেছি এগুলো।পাঞ্জাবি, ফতুয়া থ্রি পিস শাড়ি ওড়না বেডশীট অনেক করেছি আপু আপনার কাজ দেখে মনে পড়ে গেল আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল মন থেকে ভালোবাসা অবিরাম।

♥♥

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে মনটা অনেক ভালো হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ব্লক প্রিন্টের দোপাট্টা ডিজাইনটি ছিলো প্রশংসনীয়। বিশেষ করে, দোপাট্টার মাঝখানের প্রিন্টটা খুবই চমৎকার ছিল, যা পুরো কাপরকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ শ্রদ্ধেয়, এমন একটি সৌন্দর্যপূর্ণ বিষয়, আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও শ্রদ্ধেয়,আমন্ত্রন রইলো।

 3 years ago 

প্রিয় আপু আপনার জন্য শুভকামনা রইল, আপনি খুবই সুন্দর ভাবে ব্লক প্রিন্ট দোপাট্টা ডিজাইন খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সম্পূর্ণ ইউনিক পোস্ট বলে মনে হয়েছেআমার কাছে। সম্পূর্ণ নিজের দক্ষতা আপনি আপনার কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত কাজে আগ্রহ বাড়িয়ে দিল ধন্যবাদ ভাই।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে এই কাজগুলোর জন্য আপনি প্রশংসার দাবিদার। খু্বই দক্ষতার সহিত আপনি কাজ তুলে করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন


IMG_20220106_113311.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ব্লগ প্রিন্ট দোপাট্টা উপর ডিজাইন থেকে আমি অবাক! এতো সহজ ভাবে তাহলে এই ডিজাইন গুলো করা হয়। আপনার পোস্টের মাধ্যমেই বিষয় সম্পর্কে জানা হলো। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24