সূর্য অস্ত যাওয়ার দৃশ্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

কমিউনিটির সকলে কি করছেন অবশ্যই সবাই কোন না কোন পোস্ট নিয়ে ব্যস্ত আছেন। আর অনেকেই ডিস্কডে অনেক সুন্দর সময় অতিবাহিত করছেন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই অনেক কর্মব্যস্ত সময় অতিবাহিত করেন।

আজকে আমি আপনাদের সামনে নতুন আঙ্গিকে নতুন ধাঁচে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছি।একদিন আমি বিকেলে বসে সূর্য অস্ত যাওয়া টি সম্পূর্ণভাবে অবলোকন করেছিলাম। আর এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি মনে গেঁথে নিয়েছিলাম। যেটিকে আমার হাতের অংকনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আপনাদের আমার এই অংকটি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দু' কলম লিখে দিবেন।

IMG_20211023_154847.jpg

উপকরণ সমূহঃ-

১। কাঠ পেন্সিল।

received_252362800176533.jpeg

২। রাবার।

received_943535316566044.jpeg

৩। বোতলের মুখ।

received_4389848187789795.jpeg

৪। স্কেল।

received_268623078512386.jpeg

৫। রং পেন্সিল।

received_4360563743999540.jpeg

৬। সাদা কাগজ।

IMG_20211024_125749.jpg

চিত্রাংকন এর ধাপসমূহঃ-

-----------------প্রথম ধাপ ----------------------

received_894326891213000.jpeg
একটি সাদা কাগজের চতুর সাইটে মারর্জেন দিয়েছি এবং নিচে একটি রাউন্ড দিয়েছি।

------------------দ্বিতীয় ধাপ---------------------

received_302708564726232.jpeg
এবার একটি নারিকেলের গাছ অংকন করেছি।

------------------তৃতীয় ধাপ-------------------

received_420624216360607.jpeg
এরপর আরেকটি নারিকেলের গাছ অর্থাৎ দুইটি নারিকেলের গাছ অংকন শেষ করলাম।

-----------------চতুর্থ ধাপ----------------------

received_4540914355987196.jpeg
নারিকেল গাছের নিচে একটি সোজা মারর্জেন দিয়েছি এবং সেখানে একটি দুরের গ্রামের অবয়ওফ অংকন করেছি।

-----------------পঞ্চম ধাপ----------------------

received_156609040004722.jpeg
এখানে দুই নারিকেল গাছের মাঝখানে বোতলের মুখ দিয়ে একটি সূর্য অংকন করেছি।

------------------ষষ্ঠ ধাপ -----------------------

received_387494389674750.jpeg

এরপরই বাম সাইড থেকে কালার করা শুরু করেছি।

-----------------সপ্তম ধাপ ----------------------

received_213042760937113.jpeg

বাম সাইড থেকে বরাবর ডান সাইড পর্যন্ত কালার করা শেষ করলাম।

-----------------অষ্টম ধাপ ----------------------

received_406603970869162.jpeg
এবার উপরের কালার করা শুরু করলাম।

------------------নবম ধাপ ----------------------

received_916955192577690.jpeg
এবার উপরের কালার চার ভাগের তিন ভাগ শেষ করলাম।

-----------------দশম ধাপ ----------------------

received_614012023056784.jpeg
উপরের সম্পূর্ণটা সূর্যের আভার কালার করা শেষ করলাম।

-------------- এগারো তম ধাপ -----------------

received_4272935456150487.jpeg

সূর্যের কালার সম্পন্ন করলাম।

--------------বারো তম ধাপ------------------

received_598839271558161.jpeg

বাম সাইড থেকে দূরের গ্রামের কালার করা শুরু করলাম।

---------------তেরো তম ধাপ------------------

received_606529954108080.jpeg
দূরের গ্রামের অবয়ওফের কালার করা শেষ করলাম।

---------------চৌদ্দ তম ধাপ----------------

received_1337898430001746.jpeg

নারিকেল গাছের পাতার রং করা শুরু করলাম ডান সাইড থেকে।

----------------পনের তম ধাপ------------------

received_249991580422993.jpeg

দুইটি নারকেল গাছের পাতার কালার করা শেষ করলাম।

-------------- ষোল তম ধাপ -------------------

received_416089356695438.jpeg

দুই নারিকেল গাছের মাঝখানে নদীর কালার করা শুরু করলাম।

---------------সতেরো তম ধাপ --------------

received_6290400037700663.jpeg
এবার নদীর পানির কালার করা মোটামুটি শেষের দিকে।

------------- আঠারো তম ধাপ -------------

received_588270455651754.jpeg

নদীর পানির কালার শেষ করে গাছের কালারও শেষ করলাম।

--------------- শেষ ধাপ------------------

received_895285651125453.jpeg
এই ভাবেই আমার পরিপূর্ণ সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি
অংকন এবং কালার করা শেষ করলাম।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি সব সময় স্বাধীন মতামত পোশন করতে ভালোবাসি।আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করি।আমি "আমার বাংলা ব্লগের" মত কমিউনিটির একজন সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি আমার বাংলা ব্লগের কাছে চির কৃতজ্ঞ কারন এখানে কবিতা, গল্প এবং রেসিপি উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে সময় বেড় করে আমার পোস্টটি পড়ার জন্য।

-----------------------ধন্যবাদ-------------------------

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার সূর্য অস্ত যাওয়ার দৃশ্য টা অনেক সুন্দর হয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটা দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার ছবিটি সুন্দর হয়েছে। কিন্তু ছবি তোলাটা ভালো হয়নি। আর একটা সমস্যা ছবি পুরোপুরি তৈরি হওয়ার পরের যে ছবিটা সেটা প্রথমে দেবেন। কারণ আপনার ওই ছবিটাই পোস্টে প্রথমে দেখা যায়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু দেখছি খুব সুন্দর আর্ট করতে পারেন।খুবই সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়ার আর্টটি।কিভাবে আর্ট করতে হবে ধাপে ধাপে তুলে ধরেছেন।
শুভকামনা রইলো

 3 years ago 

চেষ্টা করছি এভাবে সহযোগিতা পেলে অংকন করার আগ্রহ অনেক বেড়ে যাবে।

 3 years ago 

খুব সুন্দর ড্রইং করেছেন আপনি, দেখে খুব ভালো লাগছে ।গাছ দুটো দেখতে বেশি সুন্দর লাগছে। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে ।প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি দেখিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে দেখার জন্য।

 3 years ago 

আপনার সূর্য অস্ত যাওয়ার ছবিটি অনেক সুন্দর হয়েছে।খুব সুন্দর করে প্রতিটি স্টেপ শেষ করেছেন।আমার কাছে ভালো লেগেছে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

আপু অনেক সুন্দর একটা ড্রইং করেছেন। সূর্য অস্তের দৃশ্যটা সুন্দর রঙের মাঝে ফুটিয়ে তুলেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু আপনার এত সুন্দর একটি দৃশ্যের জন্য দু'কলম লিখলে কি হয়!
অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাকে দেখে মানুষের শিক্ষা উচিত যে দিন দিন কিভাবে উন্নতি করতে হয়। আপনার প্রথম কার পোস্টগুলো আর এখনের পোস্ট গুলোর মধ্যে আকাশ-পাতাল তফাৎ। শিক্ষার মধ্যে কোন ভুল নাই এবং শিক্ষার কোন শেষ নেই যা আপনাকে দেখেই বুঝা যায়। সত্যিই আপনি একজন খুব সুন্দর কাজ করেন এমন মানুষ। আপনার জন্য শুভকামনা রইল এবং সত্যি দৃশ্যটি আমার কাছে অন্তত খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আপনি। আমার খুবই ভালো লেগেছে আপনার অঙ্কিত চিত্রটি।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার সূর্যাস্ত হওয়ার দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে। খুব ভালোভাবে আর্ট করেছেন। আমি অবাক হয়ে গেলাম। যেন বাস্তবচিত্র।ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি। সূর্য অস্ত যাওয়ার প্রতিটি দৃশ্য আমার খুব প্রিয়। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আজকের আপনার সূর্য অস্ত যাওয়ার দৃশ্য।

 3 years ago 

মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63747.71
ETH 2543.33
USDT 1.00
SBD 2.66