DIY ||| এসো নিজে করি ||| ক্লে দিয়ে সুন্দর একটি টবসহ সূর্যমুখী ফুল গাছ।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি এই বর্ষার দিনে পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন অতিক্রম।আমি আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।বর্তমান সময়টা ভালো থাকাটা অনেক কঠিন। কারণ এই আবহাওয়ায় প্রতিটি ঘরে অসুস্থতা বেড়েই চলছে। কারণ বর্ষাকালে বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে এবং অসুখ-বিসুখ বাসা বাধে।আবহাওয়ার কারণে এবং চার দিকটা পানির জন্য পরিবেশের বিভিন্ন জায়গায় নোংরা হয়ে থাকে। আর সেখান থেকেই বিভিন্ন জীবাণুর সংক্রমণ ঘটে।তাই আমাদেরকে শরীর সুস্থ রাখার জন্য সব দিকে সতর্কতা অবলম্বন করে থাকতে হবে।অনেক কথা লিখে ফেললাম চলুন পোষ্টের কথায় যাওয়া যাক।

Messenger_creation_b17197a3-2763-42e9-aac8-4713911593fa.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাইপোস্ট নিয়ে।ক্লে দিয়ে যে কোনো কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। একটি সময় গ্রাম বাংলার ছোট ছোট বাচ্চারা কাদামাটি দিয়ে খেলতো এবং এই মাটিগুলো দিয়ে তারা বিভিন্ন রকমের হাড়ি পাতিল অনেক কিছু তৈরি করত। সেই সময়টা আনন্দ ছিল অনেক। মাটি দিয়ে কিছু বানানো বা তৈরি করার ভিতরে আনন্দই আলাদা আর এখনকার যুগের ছেলেমেয়েরা মাটি ধরবে তো দূরের কথা মাটি একটু টাচও করতে চায়না।ছোট্ট বেলায় স্মৃতিগুলো আসলেই অন্যরকম।ক্লে দিয়ে সূর্যমুখির গাছটি বানানোর সময় সেই স্মৃতিগুলো হঠাৎ মনে পড়ে গেল।ক্লে দিয়ে বাচ্চারা খেললে তাদের বুদ্ধি অনেক বিকাশ ঘটবে।কারণ ক্লে ব্যবহার করে বুদ্ধি খাটিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করাও একটি সাধারন কাজ নয়।আর হাতে ময়লা লাগার ভয় থাকে না।ক্লে দিয়ে নানান ধরনের শোপিস তৈরি করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। আমি আজ আপনাদের মাঝে "ক্লে দিয়ে সুন্দর একটি টবসহ সূর্যমুখী ফুল গাছ" এর ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে ডাই পোষ্টটি তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।ক্লে।
২।বোতলের মুখ।
৩।ঝাড়ুর কাঠি।

Messenger_creation_ab36fea1-1861-435b-af0b-74b0f289baa4.jpegMessenger_creation_3fa2b13d-d411-455d-899d-343fbecfeac1.jpeg

Messenger_creation_95bcf292-6d7d-410f-b166-b736fbc0b99c.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🌻প্রথম ধাপ🌻

Messenger_creation_8760bb09-e23f-46b0-b1ec-ed1b0c490daf.jpeg

প্রথমে কালো রঙ্গের ক্লে গোল করে নিয়েছি।

🌻দ্বিতীয় ধাপ🌻

Messenger_creation_0894ba3b-c371-40c3-8511-6c1510970b2c.jpeg

এবার গোল করে নেওয়া ক্লে হালকা হাতের উপর চাপ দিয়ে নিয়েছি।

🌻তৃতীয় ধাপ🌻

Messenger_creation_242c2da4-abb0-4e04-9c9a-29aab92645ff.jpeg

এবার প্লাস্টিকের ছুরির সাহায্যে কালো ক্লের উপরে লম্বা দাগ দিয়ে নিয়েছি এবং পাতালেও দাগ করে দিয়ে নিয়েছি। সূর্যমুখী ফুলের ভেতরটার জন্য।

🌻চতুর্থ ধাপ🌻

Messenger_creation_dd05c5c4-05d5-41cd-a9ee-b430ab41475f.jpeg

হলুদ কালার ক্লে হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি।

🌻পঞ্চম ধাপ🌻

Messenger_creation_8a74df32-5ebd-454d-8240-557c9069f746.jpeg

এই লম্বা ক্লেগুলো ছোট ছোট পরিমাপ করে কেটে নিয়েছি।

🌻ষষ্ঠ ধাপ🌻

Messenger_creation_30a907b0-e87c-4837-9cd6-4f9cb05abe9a.jpeg

Messenger_creation_6ec6d0b0-76e2-4d0b-9814-89c7f37b94c1.jpeg

এবার কেটে নেওয়া ক্লেগুলো হাতের সাহায্যে গোল করে নিয়েছি ।

🌻সপ্তম ধাপ🌻

Messenger_creation_3d198bc2-0670-4d56-8be1-cdda0f4586e4.jpeg

গোল করে নেওয়া ক্লেগুলো সূর্যমুখী ফুলের সেভ করে পাপড়ি বানিয়ে নিয়েছি ।

🌻অষ্টম ধাপ🌻

Messenger_creation_4cae87a9-c7f8-4375-9838-812a9b97556f.jpeg

সেই পাপড়ি গুলো কালো ক্লের সাইডে একটির পর একটি লাগিয়ে নিয়েছি।

🌻নবম ধাপ🌻

Messenger_creation_4e6b17a6-cf23-40ab-8ba9-0822c7878a92.jpeg

Messenger_creation_7797ec22-ae9c-4df0-871e-b7938d68ddba.jpeg

ঠিক একই রকম করে দুটো ফুল বানিয়ে নিয়েছি।

🌻দশম ধাপ🌻

Messenger_creation_76fc104d-e15d-4a4c-807f-87eab1d8bad2.jpeg

Messenger_creation_edbdc212-29d2-4cc2-8006-06668b3b2151.jpeg

এবার সবুজ কালার ক্লে দিয়ে গোল করে নিয়ে তারপর পাতার সেভ করে নিয়েছি।

🌻এগারো তম ধাপ🌻

Messenger_creation_2ad3ab91-673d-4f05-8db8-026f7600092e.jpeg

ঝাড়ুর কাঠিতে ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি।

🌻বারো তম ধাপ🌻

Messenger_creation_cb5f22f7-637b-454c-b198-b64d00e98745.jpeg

এবার সেই ঝাড়ুর কাঠিতে সূর্যমুখী ফুল অ্যাডজাস্ট করে নিয়েছি।

🌻তেরো তম ধাপ🌻

Messenger_creation_c7bffcfd-5f57-4582-bf77-a6e4f3dd7fe4.jpeg

সূর্যমুখী ফুলের সেই কাঠিতে সবুজ পাতাগুলো লাগিয়ে নিয়েছি।

🌻চৌদ্দ তম ধাপ🌻

Messenger_creation_f98ec7af-80a4-4d79-9c17-aeb36f4bdc5d.jpeg

একটি বোতলের ঢাকনায় কালো ক্লে লাগিয়ে নিয়েছি।

🌻পনের তম ধাপ🌻

Messenger_creation_4e2d9315-ff5d-4638-8ebd-4a5020a0cc02.jpegMessenger_creation_e414c415-4cbf-477e-ac09-f798a6470c6e.jpeg

Messenger_creation_3430419c-2713-4af9-a247-448a0f25c251.jpeg

বোতলের সাইডে সাদা ক্লে হাতের সাহায্যে লম্বা করে নিয়ে বোতলের মুখের সাইডে লাগিয়ে নিয়েছি। সেই টবে গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "ক্লে দিয়ে সুন্দর একটি টবসহ সূর্যমুখী ফুল গাছ"। এবার এই "ক্লে দিয়ে সুন্দর একটি টবসহ সূর্যমুখী ফুল গাছ" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 days ago 

আমরা ইতিমধ্যে কমিউনিটির মধ্যে ক্লে ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিস পত্র দেখতে পেরেছি। আজকে আমরা আপনার মাধ্যমে ক্লে দিয়ে তৈরি সূর্যমুখী ফুলের দৃশ্য দেখতে পারলাম। আপনি দেখছি খুবই সুন্দর করে ক্লে দিয়ে সুন্দর একটি টবসহ সূর্যমুখী ফুল গাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলের গাছ টি সত্যি অসাধারণ হয়েছে।

 yesterday 

আপনার কাছে আমার ডাইটি ভালো লেগেছে এটা আমার বড় সার্থকতা।

পোস্টটি অনেক সুন্দর হয়েছে। এর মাধ্যমে আপনার থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে।

 yesterday 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

ক্লে দিয়ে খুব সুন্দর একটি সূর্যমুখী ফুল গাছ তৈরি করেছেন। বেশ দারুণ লাগছে টব সহ সূর্যমুখী ফুল টা দেখতে। খুব সুন্দর ভাবে সূর্যমুখী ফুলটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 yesterday 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

বাহ্,সুন্দর হয়েছে তো।ক্লে দিয়ে বেশ সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন। খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ

 yesterday 

আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

 2 days ago 

ক্লে দিয়ে কিছু বানালে সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে।বিশেষ করে ফুল পাখি বানালে। আপনার বানানো ফুলটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 yesterday 

সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাই।

 2 days ago 

সূর্যমুখী ফুল গাছ খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। ক্লে দিয়ে সবাই সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। এধরনের কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে আপু।

 yesterday 

সব সময় উৎস মূলক মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 days ago 

বাহ,সূর্যমুখী ফুল গাছটি অসাধারণ হয়েছে আপু।ক্লে দিয়ে যদিও এখনো পর্যন্ত আমি কিছু তৈরি করিনি,তবে আপনার তৈরি করা দেখে ভালো লাগলো।তাছাড়া বর্ষাকালে আসলেই নানা অসুখ হয় তাই সাবধানে থাকা জরুরি।আপনার বাচ্চারা বেশ খুশি হয়েছে আশা করি, ধন্যবাদ আপনাকে।

 yesterday 

জি দিদি বাচ্চারা আমার এই সূর্যমুখী ফুলের গাছটি দেখে অনেক খুশি হয়েছে।

 2 days ago 

ক্লে ব্যবহার করে চমৎকার একটি টপ সহ সূর্যমুখী ফুল তৈরি করেছে। যা দেখতে অসাধারণ লাগছে।ক্লে দিয়ে টপ সহ সূর্যমুখী তৈরির প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 days ago 

আমরা ছোট বেলায় মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম। আর এখনকার বাচ্চারা ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানায়। তবে এটা ঠিক ক্লে দিয়ে যখন বাচ্চারা বিভিন্ন জিনিস বানায় তখন তাদের বুদ্ধির বিকাশ ঘটে। তবে আপনার বানানো সুর্যমুখি ফুলের টবটি বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ ডাইটি শেয়ার করার জন্য।

 yesterday 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 days ago 

ক্লে দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ক্লে দিয়ে টবসহ সূর্যমুখী ফুল গাছ তৈরি করেছেন। টবসহ সূর্যমুখী ফুল গাছ দেখতে খুব অসাধারণ লাগছে। আপনার ক্লে দিয়ে সুন্দর একটি টবসহ সূর্যমুখী ফুল গাছ তৈরি করার দক্ষতা বেশ অসাধারণ। সূর্যমুখী ফুল গাছ তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 yesterday 

ঠিক বলেছেন ক্লে দিয়ে যে কোন কিছু জিনিস তৈরি করলে ভালো লাগে।তবে চেষ্টা করেছি ভালো কিছু করার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63476.83
ETH 3413.43
USDT 1.00
SBD 2.50