DIY ||| এসো নিজে করি ||| পাখির একাকীত্ব।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে অনেক কিছু অর্জন করেছি। যে বিষয় সম্পর্কে জ্ঞান বা ধারণা আমাদের মাথায় ছিল না কিন্তু ব্লগে সেই বিষয় সম্পর্কে এক্সপার্ট অনেকে। তাদের এই যেকোনো বিষয়ের অভিজ্ঞতার ওপর এক্সপার্ট ও সৌন্দর্য জিনিস দেখে মন কেড়ে নেয়। তাইতো মনের ভেতরে না পারার কষ্টটা বাসা বাঁধে। তবে আমি একটি কথা সবসময় বিশ্বাস করি মানুষ পারেনা এমন কোন জিনিস নেই । চেষ্টা শক্তি ও সৎ সাহস দ্বারা অনেক কিছুই করা সম্ভব। আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা অনেক সুন্দর করে অংকন করেন। আমার সেই অংকন গুলো দেখে অনেক ভালো লাগে। তাই তো আমি বাসায় নিজেই মাঝে মাঝে অংকনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমি আরো কিছুদিন কন্টিনিউ করলে হয়তো বা এর থেকে আরও বেশি সুন্দর কিছু করতে পারবো। কারণ আমার বিশ্বাস চেষ্টা করলে সবই সম্ভব। আমি আজ আপনাদের মাঝে "পাখির একাকীত্ব" তার একটি চিত্র অংকন নিয়ে হাজির হয়েছি।আসলে একাকীত্ব অনেক কষ্টের। প্রতিটি মানুষ,বা পশু পাখি যাই বলি না কেন একাকীত্ব অনেক কষ্ট দেয়। তাইতো আপনাদের মাঝে "পাখির একাকীত্ব" থাকার কষ্টের মুহূর্তটা শেয়ার করলাম। চলুন আর কথা না বাড়িয়ে এই অংকনটি কিভাবে করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

received_643177927525152.jpeg

উপকরণ সমূহ

১।পেন্সিল।
২।রাবার।
৩।খাতার পেজ।
৪।রং পেন্সিল।
৫।স্কেল।

received_537044655180262.jpegreceived_612416064306627.jpeg
received_1685866711928130.jpegreceived_1033913427500085.jpeg

প্রস্তুত প্রণালীর

প্রথম ধাপ

received_807494401012136.jpeg

প্রথমে একটি পেজে গোল বৃত্ত এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_599006419083693.jpeg

এবার গোল বৃত্তের ঠিক মাঝে একটি দাগ দিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_981777292865807.jpeg

received_799084738421853.jpeg

এবার মাঝে দাগ দেওয়ার বৃত্তের নিচের দিকে মোটা চিকন করে স্কেল দিয়ে লম্বা করে এঁকে নিয়েছি ।

চতুর্থ ধাপ

received_588111653509315.jpeg

বৃত্তের এক সাইটে একটি চাঁদ এঁকে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_662488602114460.jpeg

বৃত্তের এক সাইডে একটি গাছ অঙ্কন করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_193844776733993.jpeg

এবার গাছের পাতা দিয়ে নিয়েছি।

সপ্তম ধাপ

received_193844776733993.jpeg

received_265687612743149.jpeg

বৃত্তের নিচের দিকে লম্বা দাগ গুলো কালো রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি ।

অষ্টম ধাপ

received_745534163992531.jpeg

এবার গাছ ও গাছের পাতা রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।

নবম ধাপ

received_745534163992531.jpeg

চাঁদটাকে সম্পূর্ণ করে রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি ।

দশম ধাপ

received_1061988901431504.jpegreceived_2375920499264884.jpeg
received_658156286191660.jpegreceived_2845516942252150.jpeg

received_810694777457681.jpeg

এবার একটি পাখির অঙ্কন করেছি এবং পাখির একাকীত্ব মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "পাখির একাকীত্ব"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLR...iwkAgvYEzmYSST8DyNUvARfVHi817Kui6K3LAMUfTNjGyfb8skvWpChEnpc8jhy7qCGjqU7LHDVMeTuRJVgevX2S4cwbBmpUsLDLU5BK4y3Aj77xmXMFwrHhE6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 last year 

আসলে যে কোন কিছুই হোক না কেন একাকীত্ব সবাইকে অনেক বেশি কষ্ট দেয় এটা সত্যি। আপনি একাকীত্ব একটা পাখির আর্ট করেছেন। পাখিটা একা একা রয়েছে। সম্পূর্ণটা অনেক সুন্দর করে অংকন করেছেন আপনি যা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আর্টগুলো করতে কিন্তু ও নিজেদের ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেখে আরও বেশি ভালো লাগলো।

 last year 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

পাখির একাকীত্ব অংকনের চেষ্টা দারুন ছিল। আসলে যে কোন ধরনের চিত্র অংকন নিজের দক্ষতা বাড়ে ঠিক তেমনি আপনি সুন্দর একটি চিত্র অংকন করেছেন অনেক ভালো লেগেছে।

 last year 

আমার ডাই পোস্টটা আপনার ভালো লেগেছে এটা আমার জন্য বড় পাওয়া।

 last year 

মানুষ হই বা যেকোনো প্রাণী হয় না কেন, একাকীত্ব সবাইকে অনেক বেশি কষ্ট দেয়। অনেকেরই জীবন তিলে তিলে নষ্ট করে ফেলে এই একাকীত্ব। বেশিরভাগ মানুষ একাকীত্ব অনুভব করার কারণে কাউকে পাশে পায় না তখন তার মনে অনেক বেশি কষ্ট হয়। আপনি একাকীত্ব পাখির আর্ট করলেন খুব সুন্দর করে। গোল বৃত্তের ভেতরে আকার কারণে খুব ভালো লেগেছে।

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই একাকীত্ব অনেক বেশি কষ্ট দেয়।

 last year 

আসলে প্রতিটা মানুষ তার জীবনে একটা সময় একাকীত্ব অনুভব করে । আপনি আজ পাখির একাকীত্ব চিত্র অংকনের মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন । বেশ ভালো লাগলো আমার কাছে । প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভাল ছিল। ধন্যবাদ।।

 last year 

আমার ডাই পোস্ট আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগছে।

 last year 

পাখি গাছ এবং অর্ধ সূর্যের দারুন একটি চিত্র প্রস্তুত করেছেন কালার কম্বিনেশন টাও দারুন ভাবে ফুটেছে।
চিত্র প্রস্তুতির ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

পৃথিবীতে সৃষ্টির সব জীবজন্তু একা থাকতে পছন্দ করে না। সবাই দলবদ্ধ হয়ে বসবাস করতেই ভালোবাসে। যাহোক আপনি পাখির একাকীত্ব ছবির আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর দেখে ভীষণ ভালো লেগেছে। খুব স্বাভাবিক এবং সিম্পল ভাবে আপনি এটি তৈরি করেছেন। তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনি কিন্তু ডাই পোস্ট খুবই সুন্দর করে করেন ভালো লাগে। মাঝে মাঝে ভিন্ন ধরনের কিছু শেয়ার করলে সবার সাথে বেশ ভালোই হয়। খুব সুন্দর করে পাখির একাকীত্ব নিয়ে একটি আর্ট করলেন দেখে অনেক ভালো লেগেছে। আসলে প্রকৃতিতে সবারই সঙ্গ দরকার। কারো একাকীত্ব জীবন ভালো লাগেনা। আপনি পাখির একাকীত্ব দৃশ্য অংকন করলেন খুব সুন্দর হয়েছে।

 last year 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপু ঠিকই বলেছেন, মানুষ পারে না এমন কোন কাজ নেই। চেষ্টা করলে অনেক সময় অসম্ভবকেও সম্ভব করতে পারে। আপনার মত আমিও ইউটিউব দেখে মাঝে মাঝে অংকনের চেষ্টা করছি। জানিনা সফল হতে পারব কিনা তবে আপনার সফলতা দেখে আমার বেশ ভালো লাগছে। পাখির একাকীত্ব অংকনের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

চেষ্টা করে যান ভাই একদিন দেখবেন সফল হবেন।

 last year 

ওয়াও! বৃত্তের মধ্যে দারুণ একটি আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট আমার খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে বৃত্তের ভিতরে আর্ট করে থাকি। পাখিটি দেখতে বেশ কিউট লাগছে। তবে পাখি হোক আর মানুষই হোক, একা থাকা সত্যিই বেশ কষ্টের। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63