DIY / এসো নিজে করি /কার্টুন পেপাড় ও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে আসসালামু আলাইকুম।

IMG_20220209_211526.jpg

এই শীতের দিনে আমাদের অনেকেরই বেশি সময় বাসার মধ্যেই কাটে। তাই আমরা এই সময়টাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।আমরা মেয়েরা মেক্সিমাম সময় রেসিপি তৈরিতে সময় কাটায় আর কিছু সময় আমরা দেখা যায় ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকি।অনেকে দেখা যায় হাতের কাজ করে আবার অনেকে হ্যান্ডিক্যাপের কিছু ডিজাইন করে অলমেট তৈরি করে।একটি রুমে সবচেয়ে বেশি সৌন্দর্য বর্ধন করে রুমে যদি সুন্দর ওয়ালমেট ঝুলানো থাকে। আর এই ওয়ালমেট গুলো বিভিন্ন জন বিভিন্নভাবে করে থাকে। তাই আজকে আমি আপনাদের মাঝে "কাটুন পেপার ও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট" টি উপস্থাপন করতে যাচ্ছি।আমি এই ওয়ালমেটটি একটু ব্যতিক্রম ভাবে করার চেষ্টা করেছি। জানিনা আমার এই ওয়ালমেট আপনাদের ভাল লাগবে কিনা।তবে আমি সব সময় একটু ব্যতিক্রম ভাবে কোন কিছু উপস্থাপন করার চেষ্টা করি ঠিক তারই ধারাবাহিকতায় ওয়ালমেটটি তৈরি করা।আর কথা না বলে এখন আপনাদের সঙ্গে আমার ওয়ালমেটের তৈরির প্রসেস নিয়ে আলোচনা করবো।

প্রয়োজনীয় উপকরন সমুহঃ-

১। কাটুন পেপার।
২। রঙিন কাগজ।
৩। চিকিমিকি স্টিকার।
৪। গাম।
৫। কাঁচি।

received_320612600014381.jpegreceived_434091635135158.jpeg
received_1031954300734853.jpegreceived_378566594107685.jpeg

received_4917383535008165.jpeg

--------- প্রস্তুত প্রক্রিয়া-------

-------------প্রথম প্রক্রিয়া------------

received_1119015265526478.jpegreceived_3116580861907541.jpeg

গোলাপী কালার কাগজ একটা মেজারমেন্ট করে লম্বালম্বি করে কেটে নিয়েছি এরপরে একটি কাটির সাহায্যে লম্বা লম্বা স্টিক বানিয়ে নিয়েছি।

---------------দ্বিতীয় প্রক্রিয়া------------

received_516829473096434.jpegreceived_456031159502351.jpeg

এবার হলুদ কালার কাগজ একটা মেজারমেন্ট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং একটি কাটির সাহায্যে লম্বা লম্বা স্টিক বানিয়ে নিয়েছি।

-----------তৃতীয় প্রক্রিয়া-----------

received_3120230971591979.jpeg

এবার গোলাপী কালার স্টিক গুলো দিয়ে ওয়ালমেট এর ডিজাইন করে নিয়েছি।

---------চতুর্থ প্রক্রিয়া---------

received_1376304192826801.jpeg

এবার গোলাপী কালার স্টিকগুলো এর ওপর হলুদ কালার স্টিক গুলো সমান মেজারমেন্ট করে একটি একটি করে সুন্দর করে লাগিয়ে নিয়েছি।

------------পঞ্চম প্রক্রিয়া------------

received_2215164511965677.jpegreceived_358374049444022.jpeg

কাটুন পেপারটি সুন্দর করে কেটে নিয়ে গোল চারটি বৃত্ত করে নিয়েছি।

-----------ষষ্ঠ প্রক্রিয়া------------

received_367005474858453.jpeg

হলুদ কালার চিকিমিকি স্টিকার ছোট ছোট পাতা আকারে কেটে নিয়েছি।

----------সপ্তম প্রক্রিয়া-----------

received_1391830574615174.jpeg

এই হলুদ পাতা গোল গোল বৃত্ত কাটুনের ওপরে সুন্দর করে লাগিয়ে দিয়ে একটি ফুল তৈরি করে ফেলেছি।

--------------অষ্টম প্রক্রিয়া--------------

received_336880311676515.jpeg

এই ফুল চারটি ওয়ালমেটের চার কোনায় সেট করে দিয়েছি।

-----------নবম প্রক্রিয়া----------

received_317862210302221.jpegreceived_1122633645165443.jpeg

এইবার লাল চিকিমিকি ইস্টিকার চিকন করে একটা মেজারমেন্ট করে কেটে নিয়েছি।

----------দশম প্রক্রিয়া-------------

received_710872860297823.jpegreceived_1045117386220088.jpeg

IMG_20220209_211614.jpg

এই লম্বা লাল চিকিমিকি স্টিকারগুলো ওয়ালমেটের মাঝখান দিয়ে সৌন্দর্যবর্ধনের জন্য একটির পর একটি লাগিয়ে দিয়েছি।আর এর মাধ্যমেই হয়ে গেল আমার "কার্টুন পেপার ও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট" তৈরি।এবার ওয়ালমেটের একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।আমি কবিতা লিখতে, রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি পরিবার যেখানে স্বাধীনভাবে কাজ করতে পারি এবং নিজের লেখা স্বাধীন ভাবে উপস্থাপন করতে পারি ।তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।

-------খোদা হাফেজ-------

Sort:  
 3 years ago 

কার্টুন পেপাড় ও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। ওয়ালমেট ঘরের দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি অনেকটা সময় নিয়ে ও ধৈর্য সহকারে সুন্দর একটি অলমেট তৈরি করেছেন। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর গুছিয়ে মন্তব্য করেছেন যে মন্তব্যটি পড়ে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপু।

 3 years ago 

কার্টুন পেপাড় ও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। আপনার দক্ষতা দেখে ভালো লেগেছে। সত্যিই অসাধারণ হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

খুব অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। অপার ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে। কার্টুন পেপাড় ও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট খুব সাধারণ ব্যাপার। ধাপে ধাপে খুব অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কার্টুন পেপার ও রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ।আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন টা দারুন ছিল ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

কার্টুন পেপার ও রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট টি আমার অনেক ভালো লেগেছে। আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আমার ওয়ালমেট আপনার ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর করে কার্টুন পেপার আর রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। এটি তৈরি করার পদ্ধতি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। কারন খুব সহজে এবং একই প্রক্রিয়ায় সবগুলো কাজ সম্পন্ন করেছেন। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।

 3 years ago 

কার্টুন পেপার দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 
বাহ চমৎকার হয়েছে আপনার পেপার ওয়াল হ্যাংগিং প্রজেক্টটি আপু। খুব সুন্দর করে আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। চাইলে যেকোন হালকা জিনিস সেখানে ঝুলিয়ে রাখতে পারবেন। শুভ হোক আপনার আগামীর পথচলা এই কামনা রইল আপু।
 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই। মূল্যবান মতামত দিয়ে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ আপু,দারুণ তো।আমার কাছে তো এটি খুবই ভালো লাগতেছে৷ কারণ কাগজ আর কার্টুন পেপার দিয়ে অসাধারণভাবে আপনি এটি তৈরি করেছেন।এর সাথে গ্লিটার পেপারগুলো দিয়ে তৈরি করা ফুলও বেশ আকর্ষণীয় হয়েছে।

 3 years ago 

মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কার্টুন পেপার ও রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য উপস্থাপন করলে কার না ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58836.39
ETH 2494.30
USDT 1.00
SBD 2.44