ডাই পোস্ট |||| রঙ্গিন কাগজে নীল গোলাপ ।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা আশা করছি মেঘলা দিনে কুয়াশা ঢাকা আকাশ এবং শীতের আমেজ নিয়ে পরিবার সহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে বেশ ভাল আছি।

received_1409584403004841.jpeg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন পোস্ট নিয়ে। আমি আজ আপনাদের মাঝে "রঙ্গিন কাগজে নীল গোলাপ" নিয়ে হাজির হয়েছি। অতি অল্প সময়ে এবং সহজ ভাবেও যে আমাদের কিছু কাজ করা যায়।তারি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মূলত ডাই পোস্ট গুলো তৈরি করতে অনেক সময় লেগে যায়।আমি আজ আপনাদের মাঝে একটি সহজ পদ্ধতির ডাই পোষ্ট নিয়ে হাজির হয়েছি। এভাবে গোলাপ ফুল তৈরি করতে সহজ হয় এবং পরিশ্রম কম হয়। আর অতি অল্প সময়ে এই কাজটি করাও সম্ভব। ডাই পোস্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময় নিয়ে করতে হয়। আমি আজ আপনাদের মাঝে গ্লাসে সহজ পদ্ধতিতে একটি গোলাপের ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।

চলুন আর কথা না বাড়িয়ে আমি "রঙ্গিন কাগজে নীল গোলাপ" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেয়া যায় ।

উপকরণসমূহঃ-

১। গ্লাস।
২। রঙ্গিন কাগজ।
৩। কাঁচি।
৪। গাম।

received_1062101248173165.jpegreceived_1152108692425424.jpeg
received_247120035099377.jpegreceived_314407244353305.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_220047487844443.jpeg

প্রথমে একটি রঙিন কাগজের অর্ধেক কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_400943405941531.jpeg

এবার সেই রঙিন কাগজটি আবারো ভাঁজ করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_904960607846739.jpeg

received_288959050832058.jpeg

এবার সমান করে একই মাপে অনেকগুলো কাগজ একত্রে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_701077972212701.jpeg

received_1823150574786461.jpeg

এবার সেই ছোট কাগজটি মাঝখানে ভাঁজ করে এবং তার দুই সাইডে ভাঁজ করে গোল সেভ করে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_723014336473117.jpeg

এবার অনেকগুলো গোল বৃত্ত আকৃতি করে কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_744239423952149.jpeg

এবার একটি গ্লাস নিয়ে প্রথম একটি গোল পাপড়ি গ্লাসে ভাঁজ করে নিয়েছি দুই সাইডে সমান রেখে ।

সপ্তম ধাপ

received_926005035110405.jpegreceived_1095849081415728.jpeg

received_388556056919373.jpeg

ঠিক একইভাবে গ্লাসের সমস্ত মুখে এভাবে পাপড়ি গুলো লাগিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ

received_909006707540057.jpeg

received_947351086759290.jpeg

এবার তার ওপরে আবারো একটি মাপ রেখে পাপড়িগুলো সামান্য পরিমাণ ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_893805675547989.jpeg

লাস্ট মুহূর্ত পর্যন্ত এইভাবে পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি।

দশম ধাপ

received_6423380647761535.jpegreceived_345449338276254.jpeg
received_865437112248134.jpegreceived_891179736136477.jpeg

received_751372463571821.jpeg

এবার মাঝের অংশের জন্য আরেকটি কাগজ কেটে এবং ছোট ছোট করে ঘাম দিয়ে আবার কলি লাগিয়ে দিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "রঙ্গিন কাগজে নীল গোলাপ" ডাই।এবার এই "রঙ্গিন কাগজে নীল গোলাপ" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে এবং নতুন কোনো রেসিপি তৈরি করতে ও নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে চেষ্টা করি এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষদের নিয়ে কাজ করার চেষ্টা করি এবং তাদের সহযোগিতা করতে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙ্গিন কাগজে নীল গোলাপ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Sort:  
 6 months ago 

ভাই পোস্টগুলো করতে ভালো লাগে তবে সময় কিন্তু একটি বেশি লাগে এজন্য করতে ইচ্ছা করে না । আপনি আজকে একেবারে ভিন্ন পদ্ধতিতে একটি ফুল তৈরি করেছেন । ফুলের কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে । এভাবে তো কখনো তৈরি করা হয়নি । খুবই ভালো লাগলো আপু আপনার রঙীন কাগজের তৈরি ফুলটি ।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু তবে কমেন্টটিতে মনে হয় কিছু ভুল আছে সংশোধন করবেন প্লিজ ।

 6 months ago 

রঙিন কাগজের সাহায্যে খুব সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন আপু । গোলাপ ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা গোলাপ ফুলটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তৈরি করার পদ্ধতি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন। গোলাপ ফুলের কালার হিসেবে নীল কাগজ বেছে নিয়েছেন বলে দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো ফুল দেখতে খুব চমৎকার দেখায়। আপনার এই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন ভাবে রঙ্গিন কাগজে নীল গোলাপ তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎস দেওয়ার জন্য।

 6 months ago 

রঙ্গিন কাগজ কেটে কেটে দারুণ সুন্দর একটি গোলাপ তৈরি করেছেন আপনি।নীল গোলাপ অসাধারণ সুন্দর লাগে। ধাপে ধাপে কাগজ কেটে সুন্দর করে গোলাপ বানানোর পদ্ধতি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গোলাপ তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

উৎস মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দিদি।

 6 months ago 

আপনি আজকে দারুন দক্ষতায় রঙ্গিন কাগজ দিয়ে নীল গোলাপ তৈরি করেছেন আমার এটা ভীষণ ভালো লাগলো। আসলে এই কাজগুলো করতে অনেক দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া সম্ভব হয় না, আপনার প্রতিনিয়ত কাজগুলো দেখে সত্যি আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। কি দারুণ কাজ আপনার

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার ডাই কি আপনার ভালো লেগেছে বিষয়টি আমার কাছে অনেক বেশি আনন্দের।

 6 months ago 

রঙ্গিন কাগজে নীল গোলাপ তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। গোলাপ আমার খুবি পছন্দের তাই আপনার নীল গোলাপ তৈরি দেখে আমি শিখে নিলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাই।

 6 months ago 

রঙ্গিন কাগজ কেটে খুব সুন্দর গোলাপ তৈরি করেছেন‌। কাগজের নীল গোলাপ দেখে খুব ভালো লাগলো। গোলাপ তৈরি করার প্রক্রিয়া খুব দুর্দান্ত হয়েছে । আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। নীল গোলাপ দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 months ago 

গুছিয়ে সুন্দর করে মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

রঙ্গিন কাগজে নীল গোলাপ তৈরি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।

 6 months ago 

আমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 6 months ago 

বাহ্ দারুণ হয়েছে রঙিন কাগজের নীল গোলাপ ফুল টি।আপনি চমৎকার ভাবে নীল গোলাপ ফুল টি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলটি তৈরি করার প্রতি টা ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43