জেনারেল রাইটিং পোস্ট ||| মনের শক্তি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা প্রত্যাশা করছি পরিবারের সকলকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

envelope-8555766_1280.jpg

source

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন পোষট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। জীবনে সবাই সফলতা চায়। তাই জীবনের সফলতার জন্য প্রতিটি মানুষের দরকার মনের শক্তি। জ্বি ঠিক ধরেছেন আজ আমি জেনারেল রাইটিংয়ে "মনের শক্তি" নিয়ে কিছু কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন আর কথা না বাড়িবে মুল গল্পে যাওয়া যাক।

প্রত্যেকটি মানুষ জীবন গড়ার জন্য স্বপ্ন দেখে। সেই স্বপ্নগুলো যখন আমরা খেয়াল করি তখন মাঝে মধ্যে অবাক হই। কারণ সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হতে এখনো অনেক দেরি। কিন্তু আমরা এমন এক ডিজিটাল জগতে বাস করি সেটা পূরণ করাও সম্ভব। কিন্তু হয়তো সেই আগের যুগে স্বপ্নগুলো সাথে সাথে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। নিজের প্রতি নিজের যত্নশীল ও নিজের প্রতি বিশ্বাস থাকাটাও মনের বড় একটি শক্তির কাজ করে। আমি যদি নিজেই ভাল না থাকি আমার মনে যদি শক্তি না থাকে তাহলে আমি সামনের দিকে এগিয়ে কিভাবে যাবো।

যখন কোন ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস রাখে এবং নিজের প্রতি সন্তুষ্ট থাকে। আমি পারবো জীবনের ধাপগুলো এগিয়ে যেতে এবং আমাকে পারতেই হবে। পিছু ফেরার মানে নেই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।এই দৃঢ় মনের বল নিয়ে যদি লক্ষ্য স্থির করে পরিকল্পনা মাফিক সামনের দিকে এগিয়ে যায় তাহলে সবাই আপনাকে গ্রহন করবে সুস্বাগতম জানাবে। জীবনে হতাশা, দুঃখ, কষ্ট আসবেই তাই বলে নিজের প্রতি কঠোর হওয়া যাবে না। নিজে নিজেকে ভালোবাসা ও যত্নের মাঝেও অনেক কিছু ফিরে পাওয়া সম্ভব।

কারণ সবকিছুর গোরাতেই থাকে ভালবাসার বীজ । যে কোনো কাজ যদি নিজের মন দিয়ে করা যায় সেই কাজটি দীর্ঘ মেয়াদী ভালো একটি ফল আশা করা যায়। যে ভালোবাসার কাজগুলো মনের ভেতরে গেঁথে রয়েছে সেগুলো ফেলে না রেখে প্রতিদিনের কাজ প্রতিদিন করা উচিত। মানুষের চেষ্টার কোন শেষ নেই নিজের যতটুকু সীমানা ও গণ্ডি রয়েছে তার বাইরে যখন আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন। সবার সামনে সুন্দর ভাবে প্রেজেন্ট করতে পারবেন।তখনই বুঝতে পারবেন আপনি আপনার মনের শক্তির সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছেন।জীবনের লক্ষ্য অর্জনের জন্য আত্মবিশ্বাসও অনেক গুরুত্বপূর্ণ।

জীবনের চূড়ান্ত পর্যায়ে যদি আবেগের সাথে হারিয়ে যাওয়া হয় তাহলে অতীতের সাথে আবদ্ধ হতে হয়। কিন্তু সেই মুহূর্তে বর্তমানে হারিয়ে যাবেন।আর বর্তমানকে হারানো মানে জীবনের কোন প্রান্তে যাব সেটার হিসাব খুঁজে না পাওয়া।কাজেই মনের ভেতর থেকে নিজেকে বোঝার ক্ষমতা থাকতে হবে। মনের শক্তিগুলো প্রয়োগ করতে হবে। একটি ব্যক্তি বা মানুষের লক্ষ হচ্ছে মনের শক্তি। মনের শক্তি না হলে জীবনের কোন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো যাবে না।

তাই প্রথমে নিজেকে বোঝার আত্মবিশ্বাস থাকতে হবে এবং নিজের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়েই মনে শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকতে হবে। তবেই মানিরও শক্তি জেগে উঠবে। আমাদের জীবনে প্রত্যেকের মনের শক্তি সঞ্চয় করে জীবনের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তবেই আসবে সফলতা।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু কোন একটি কাজ করতে গেলে অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। নিজের প্রতি পরিপূর্ণ বিশ্বাস না রেখে সামনে এগিয়ে গেলে সফলতা অর্জন করা সম্ভব নয়। আমরা অনেক ধরনের স্বপ্ন দেখি কিন্তু আত্মবিশ্বাসের অভাবে স্বপ্নগুলো পূরণ করা হয় না। যাইহোক আপু আপনার লেখাগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার লেখাটি আপনার কাছে ভালো লেগেছে। বিষয়টি আমাকে অনেক বেশি উৎসাহিত করল।

 2 months ago 

খুব সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করেছেন পড়ে বেশ ভালো লেগেছে। যে কোন কাজের ক্ষেত্রে যদি মনের শক্তি মনের জোর বেশি থাকে তাহলে সেখানে অনেক বেশি সফলতা পাওয়া যায়। সেটা আজকের অনলাইন জগত কিংবা ডিজিটাল যুগের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহজ। বর্তমান সময়ে কোন কিছু কেনার ক্ষেত্রে কিংবা পাওয়ার ক্ষেত্রে এখন খুব সহজে পাওয়া যায়। আপনি বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন অনেক ভালো লাগলো পড়ে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আসলেই তাই, জীবনে সফল হওয়ার জন্য প্রথমে আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন। আর সেই সাথে প্রবল ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন। ইচ্ছাশক্তি না থাকলে কখনোই কোন কাজে সফল হওয়া যায় না। বাস্তব কিছু কথা লিখেছেন আপু। লেখাগুলো পড়ে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

ঠিক বলেছেন আপু। ইচ্ছাশক্তি তো অবশ্যই থাকতে হবে।

 2 months ago 

সত্যি আপু মনে যদি শক্তি না থাকে তাহলে কোন কাজেই সফলতা অর্জন করা যায় না। প্রতিটা কাজেই মনের শক্তিই আসল। কোন ব্যক্তি যদি কোন কাজ করার আগেই মনের জোড় ও নিজের প্রতি আত্ম বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে কখনও সে সাননের দিকে এগিয়ে যেতে পারবো না। প্রতিটি সফলতার পেছনে মনের শক্তি আত্মবিশ্বার একমাত্র ভরসা।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনি অনেক শিক্ষণীয় এবং বাস্তববাদী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা হলো "মনের শক্তি " এই মনের শক্তি এমন একটি শক্তি যা দিয়ে পুরো যুদ্ধকে জয় করা যায়। যেকোনো পরিস্থিতিতে যার মনের শক্তি যত বেশি তার সফলতাও তত বেশি। সে হোক বৈশ্বিক যুদ্ধ, সাংসারিক যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ, এমনকি জীবন যুদ্ধ। এক কথায় মনের শক্তি এমন একটি শক্তি যা দিয়ে যে কোন জিনিস জয় করা সম্ভব। যাইহোক এই পোস্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে লেখার আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। যেকোনো কাজে সফলতা অর্জন করতে হলে মনের শক্তি থাকাটা অবশ্যই জরুরী। যার মনের শক্তি বেশি, দিনশেষে তার সফলতা অর্জন করার সম্ভাবনাও খুব বেশি। কারণ মনের শক্তি বেশি থাকলে যেকোনো কাজে ব্যর্থ হওয়ার পরেও,আবারও নতুনভাবে শুরু করা যায়। এতে করে অবশ্যই একসময় সফলতা অর্জন করা যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি এবং একেবারে সুন্দর কিছু কথা আপনার পোষ্টের মধ্যে আপনি ফুটিয়ে তুলেছেন৷ আসলে আমাদের যদি কোন কাজে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মনে শক্তি রাখতে হবে৷ মনে শক্তি যত বেশি থাকবে ততই আমরা আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে পারবো৷ যদি আমরা কোন ধরনের কাজের ক্ষেত্রেও ব্যার্থ হয়ে মনের শক্তি হারিয়ে ফেলি তাহলে আমরা কখনোই সফল হতে পারব না৷ সবসময় আমাদের মনের শক্তিকে শক্ত রাখতে হবে৷ ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68208.41
ETH 2447.71
USDT 1.00
SBD 2.57