আমার অনুভূতি ||| নৌকা ভ্রমণ পর্ব-১||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ ভাই ও বোনদের জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা।

received_1251430778773185.jpeg

সচারচর সবাই শীতকালে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং বিভিন্ন পর্যটন এলাকায় বেশি মানুষের ভিড় দেখা যায়।ঠিক তারই ধারাবাহিকতায় আমার ফ্যামিলি সহ বেশ কিছুদিন হল বাইরে ঘোরার জন্য বেরিয়েছি।তবে ভ্রমণের অন্যতম একটি বিষয় হলো নৌকাতে অনেক সময় অনেক লম্বা পথ অতিক্রম দেওয়ার একটি অভিজ্ঞতা।আর সেই অভিজ্ঞতা এবং ভালোলাগা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ব্লগ লেখা।

received_522558673157947.jpeg

received_551446723522377.jpegreceived_6150772138277682.jpeg

ব্যবসায়িক কাজের বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এবং পরিবারের অনেক ব্যস্ততাকে উপেক্ষা করে বাচ্চার স্কুলের পরীক্ষা শেষ এবং রেজাল্টের মাঝখানে এই সময়টাতে একটু ঘুরতে যাওয়ার অনেক দিনের একটি পরিকল্পনা ছিল আর সেই পরিকল্পনা মাফিক আমরা বের হলাম ভ্রমণের উদ্দেশ্যে।

received_922091965401491.jpeg

ভ্রমণের উদ্দেশ্যে পরিবারসহ বাসা থেকে ঠিক ১২.০০ টায় নৌকার উদ্দেশ্যে অর্থাৎ ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম।ঘাটে এসে পৌছাই ঠিক ১.২৫টায় তখনও আমাদেরও নৌকা ঘাটো আসেনি। যে নৌকাটিতে আমরা যাব এই নৌকাটি ঠিক ২.০০টার সময় ঘাট থেকে গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দেয়।আমরা বাচ্চা কাচ্চাসহ সবাই ঘাটে নৌকার অপেক্ষায় ২.০০টা পর্যন্ত বসে থাকলাম এবং সেই কাঙ্ক্ষিত সময় ২.০০টা বেজে গেল।এরপর সবাই তাড়াতাড়ি লাগেজসহ নৌকায় ওঠার জন্য তাড়াতাড়ি শুরু হয়ে গেল এবং নৌকায় উঠে গেলাম।

received_836065154363976.jpeg

এরপরে নৌকা ছেড়ে দিল এবং নদীর কিছুদূর এসে নৌকাটি নদীর বালুর চরের সাথে আটকে গেল এবং ছাড়াতে মাঝিদের অনেক বেগ পেতে হলো। তারা অনেক পরিশ্রম করে নৌকাটিকে সেখান থেকে ছাড়িয়ে আবার রওনা দিলাম।

received_1858631294500995.jpegreceived_1603298213442832.jpeg

আবার কিছুদূর আসার পরে এই প্রথম দেখলাম যে বাস যেমন লাইন ধরে রাস্তায় চলে নৌকাও ঠিক লাইন ধরি নদী পথে চলছিল।কারণ নদীতে চর পরার কারনে যে দিক দিয়ে একটু নদীর তল নিচু ঠিক সেই দিক দিয়েই নৌকা চলতে ছিল।এজন্য নৌকাগুলো একটার পর একটা লাইন ধরে চলতে ছিল আবার হঠাৎ করে একটি নৌকা চরের সাথে বেজে গেল ঠিক তখন ওখানে যানজটের সৃষ্টি হয়ে গেল আর আমরাও জীবনের প্রথম নৌকার জ্যাম দেখতে পেলাম।

received_1844044132627272.jpeg

আজকের মত ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম। যদি আমার ভ্রমণ কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনার সুন্দর কমেন্ট পেলে আমি আবার আমার ভ্রমণের দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করব ইন-সা-আল্লাহ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- আমার অনুভূতি "নৌকা ভ্রমণ পর্ব-১"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

সবাইকে ধন্যবাদ।

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

বাপরে লোকের ভীড়!আপনার অভিজ্ঞতা জেনে ভালো লাগলো।ছবিগুলো ভালো ছিল,ভ্রমনসুখী হন❣️।
নেক্সটের অপেক্ষায় থাকলাম। শুভ কামনা জানাই 😊।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে পরিবারের সবার সাথে কোথাও ভ্রমণে যাওয়ার মজাই আলাদা আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ এখন নিশ্চিন্তে ভ্রমণ করা যায় ।তার মধ্যে নৌকা ভ্রমন্ত খুবই আনন্দের বিষয় ।আমি ছোটবেলায় অনেক নৌকায় ভ্রমন করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার নৌকা ভ্রমণ সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন বিভিন্ন পর্যটন এলাকায় বেশি মানুষের ভিড় দেখা যায়। শীতকালে আমার কাছে ভ্রমন করতে একটু বেশি ভালো লাগে। শীতকালে অন্যরকম একটা অভিজ্ঞতার জন্ম হয়।আমি ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করি। একা একা ঘুরতে তো বেশি ভালো লাগে না। পরিবারের সবাই মিলে যে কোন জায়গায় যাওয়ার ফলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনার নৌকা ভ্রমণ করার গল্পটি পড়ে ভীষণ ভালো লেগেছে। অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। বাচ্চাদের পরীক্ষা শেষ হলে এমনিতে বিভিন্ন জায়গায় যেতে ভালো লাগে কোন প্যারা থাকে না। আপনার কাছ থেকে সর্ব প্রথম শুনলাম নৌকায় জ্যাম হয়। যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু আমিও জীবনের প্রথম দেখেছি নৌকার জ্যাম।

 2 years ago 

ডিসেম্বরের এই সময়টা সবাই নিশ্চিন্তে ঘোরাঘুরি করে। আপনারা পরিবারের সবাই মিলে খুব সুন্দর করে,আনন্দে নৌকা ভ্রমণ করেছেন। দেখে তো আমার নিজের ই ঘুরতে যেতে ইচ্ছা করছে। তবে এতো দেখছি উপচে পড়া ভিড়। ভ্রমণের দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম আপু।

 2 years ago 

ঠিক আছে আপু ধন্যবাদ।

 2 years ago 

পরিবারসহ ভ্রমণের মজাই আলাদা তা যদি হয় নৌকা ভ্রমণ তাহলে তো কোনো কথাই নেই আপু।আপনার ভ্রমণের সময় করা প্রতিটি ফটোগ্রাফি ভালো লাগছে দেখতে ।অনেক ভিড় ছিল তারপরেও বেশ ভ্রমণ করেছেন।নৌকায় ও এখন জ্যাম😁।যাইহোক আপু পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু খুব দ্রুত পরের পর্ব লিখব।

 2 years ago (edited)

পরিবারের সবার সাথে কোথাও ঘুরতে যেতে অনেক মজা লাগে আপু । আমরাও ব্যস্ততার কারণে হঠাৎ করে বাইরে ঘুরতে যেতে পারি না। আগে থেকে সবকিছু পরিকল্পনা করে তারপরই বাইরে ঘুরতে যেতে বেড় হয়ে থাকি। আর এখন ডিসেম্বর মাস আর এই মাসে সবাই কমবেশি বাইরে বেড়াতে যায় । নৌকা ভ্রমণ করতে আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি অনেক ভালো লাগলো সহ পরিবারে আপনার বাইরে যাওয়ার পোস্ট দেখে।

 2 years ago 

আমার ভ্রমণ করতে অনেক ভালো লাগে আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39