টাটকা কদর ভর্তা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ কেমন আছেন?

এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই পোস্টটি পড়েছেন এবং দেখছেন আশা করি সকলেই শারীরিক ভাবে সুস্থ আছেন এবং মানসিক ভাবে সুদৃঢ় অবস্থানে আছেন। এই সময় এমন একটি সময় গরমের পরে শীত চলে আসছে আর এসময় আমাদের সবাইকে অনেক সতর্ক অবস্থান অবলম্বন করা উচিত। কারণ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমাদের আক্রমণ করতে পারে। তাই সবাই আমরা নিজেদের প্রতি যত্নশীল হবো এবং নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখবো।

আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী রেসিপি নিয়ে হাজির হতে যাচ্ছি। জানিনা এই রেসিপিটি আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। আমরা সবাই বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে স্বাচ্ছন্দবোধ করি। কিন্তু আজকে হঠাৎ আমার মাথায় একটি আইডিয়া এলো যে এমন কিছু রেসিপি আছে যেগুলো আমরা সবার সামনে উপস্থাপন করি না। তাই আমি "টাটকা কদর ভর্তা" রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি।এই ভর্তাটি অনেক সুস্বাদু এবং অনেক মজাদার। গরম ভাত এবং এই টাটকা কদর ভর্তা অনেক রুচি করে খাওয়া যায় ও আমি মনে করি শরীরের জন্য অনেক ভালো। তাই আর কথা না বাড়িয়ে চলেন "টাটকা কতর ভর্তা" রেসিপি কিভাবে তৈরি করেছি তা আপনাদের জানাবো।

IMG_20211116_145105.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহঃ-

১। কদর।

২। পিঁয়াজ।

৩। শুকনা মরিচ।

৪। লবণ।

৫। সরিষা তৈল।

received_259821082784361.jpegIMG_20211117_201201.jpg
received_475750537148057.jpegIMG_20211117_202134.jpg

------------প্রস্তুত প্রণালী----------

------------------প্রথম ধাপ---------------------

received_229365175958011.jpegreceived_4989995707712203.jpeg

কদর ধুয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি।

------------------দ্বিতীয় ধাপ---------------------

received_286456416716137.jpegIMG_20211116_141412.jpg

IMG_20211116_141433.jpg

এইবার ছোট ছোট টুকরা কদর গুলিকে রাইস কুকারের ঝাজিতে দিয়ে দিলাম এবং ভাত রান্নার সঙ্গে সঙ্গে কদরগুলো সিদ্ধ করে নিলাম।

-------------------তৃতীয় ধাপ-------------------

received_608817430568328.jpeg

এবার সিদ্ধ করা কদরের টুকরোগুলো একটি ট্রেতে রেখে দিলাম।

-----------------চতুর্থ ধাপ --------------------

received_1090280838468221.jpeg

শুকনা মরিচগুলো ফ্রাইপ্যানে হালকা তৈল দিয়ে ভেঁজে নিলাম।

-------------------পঞ্চম ধাপ--------------------

received_577171583509028.jpegreceived_471516170956829.jpeg

পিঁয়াজের খোসা ছাড়িয়ে পিঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম।

------------------ষষ্ঠ ধাপ---------------------

IMG_20211116_143720.jpgIMG_20211116_144132.jpg

এবার ট্রেতে রাখা সিদ্ধ করা কদর গুলো হাত দিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে লবণ, পিঁয়াজ, শুকনা মরিচ এবং সরিষার তৈল নিলাম।

------------------সপ্তম ধাপ---------------------

IMG_20211116_144439.jpg

পিঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তৈল এবং লবণ একসঙ্গে করে চাটনি বানিয়ে নিলাম।

------------------অষ্টম ধাপ----------------------

IMG_20211116_144630.jpg

এবার চাটনি এবং সিদ্ধ কদরগুলো একত্রিত করে হাতের সাহায্যে সুন্দর ভাবে মিশ্রন করে নিলাম। আর এভাবে হয়ে গেল আমার "টাটকা কদর ভর্তা" রেসিপি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। পেশায় একজন শিক্ষিকা।আমি বাংলাদেশে বসবাস করি এবং বাংলা ভাষাকে মনে প্রানে ভালবাসি।আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে, কবিতা লিখতে এবং পড়তে ভালোবাসি। আমার বাংলা ব্লগ বাংলা ভাষাকে অনেক উপরে স্থান দিয়েছে এবং বাংলা ভাষায় মতামত প্রকাশ করার জন্য অনেক বড় একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দিয়েছে।আর এই প্লাটফর্মে আমি আমার মতামত স্বাধীন ভাবে প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। তাই একজন বাংলা ব্লগার হিসেবে নিজেকে পরিচয় দিতে সব চাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

এত সময় নষ্ট করে আমার এই পোস্টটি পড়ার জন্য এবং দেখার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন।

----------খোদা হাফেজ-----------

Sort:  
 3 years ago 

আচ্ছা আপু এই কদর এর অন্য কোনো নাম আছে?
আসলে আমি চিনি নি এই কদর।না চিনলেও রেসিপিটি আমার কাছে ভালোই লেগেছে আপু।আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

কোথাও ধুনদোল বলে আপু।সুন্দর মন্তব্যের করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে । দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবাই খুব সহজে ভর্তা দিয়ে তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু এই কদর এর সাথে আমি প্রথম পরিচিত হলাম এবং রেসিপিটিও আমার কাছে খুবই নতুব লাগলো।ধন্যবাদ আপু দারুন রেসিপিটি শেয়ার করার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে করেছেন

 3 years ago 

মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

আমার মনের সাথে মিলা যাওয়া একটি রেসিপি পোস্ট পেলাম আজ, আজকে আমি কদর ভর্তা খাওয়ার সময় ভাবলাম এই রেসিপি শেয়ার করা দরকার। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। সামনে আর ভালো কিছুর অপেক্ষায় রইলাম।

 3 years ago 

শুনে খুশি হলাম যে আপনার মনের সাথে মিলে গেছে আমার রেসিপিটি। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

সব ধরনের ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। আপনার এই কদরের ভর্তা খুবই লোভনীয় ও মজার দেখতে হয়েছে। ধন্যবাদ ভর্তা শেয়ার করার জন্য

 3 years ago 

মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57184.88
ETH 3097.33
USDT 1.00
SBD 2.41