DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজের টলি ব্যাগ।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20230813_133001_581.jpg

আমার বাংলা ব্লগের রীতিমত পোস্ট করা যেন আমার জীবনের একটি রুটিন হয়ে গেছে।তাই তো একটি পোষ্ট করে পরের দিনেই আমাকে ভাবতে হয় কি পোস্ট করা যায়। তাই চিন্তা করে দেখলাম একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হই।আসলে যখনকার কাজ তখনই করতে হয়।সময়ের কাজ সময় না করতে পারলে সবগুলো কাজ একসঙ্গে জড়িয়ে যায় এবং সে কাজগুলো করতে খুব পরিশ্রম হয়ে যায়। তাইতো প্রত্যেকটি কাজের জন্য টাইম মেনটেইন করে রাখলে তাহলে সে কাজগুলো করতে সুবিধা হয়। আপনাদের সমস্যা হয় কিনা জানিনা তবে আমার মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় কিছু কাজ সময় মতো না করতে পারলে। ঘুরতে যেতে কার ভালো লাগে না বলেন। আর ঘুরতে যেতে হলে রুচিশীল পোশাক নানান ধরনের কসমেটিক প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি সবকিছুর জন্য দরকার একটি ব্যাগ। সেই ব্যাগটি যদি হয় নিজের পছন্দের। তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজ আপনাদের মাঝে "রঙিন কাগজে টলি ব্যাগ" এর ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজে টলি ব্যাগ" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক ।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।ম্যাচের খোল ।
৩।ম্যাচের কাঠি।
৪।গাম।
৫।কাঁচি।
৬।টিপ।

IMG_20230813_132237_585.jpgIMG_20230813_125142_161.jpg
IMG_20230813_125016_293.jpgIMG_20230813_124910_871.jpg
IMG_20230813_124901_987.jpgIMG_20230813_124841_464.jpg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

IMG_20230813_125813_974.jpg

প্রথমে ম্যাচের বক্সের চার সাইটে গাম লাগিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20230813_125501_647.jpg

এক টুকরো রঙিন কাগজ চিকন করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20230813_125951_490.jpg

IMG_20230813_125941_611.jpg

সেই চিকন করে কেটে নেওয়া রঙিন কাগজটিতে গাম লাগিয়ে রাখা ম্যাচের বক্সের চার সাইডে লাগিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20230813_132024_790.jpg

দুটো ম্যাচের কাঠির বারত উঠিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20230813_131421_073.jpg

ছোট ছোট করে দুটো কাঠি কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20230813_130441_677.jpg

এবার ম্যাচের বক্সের ওপরে ও নিচে লাগানোর জন্য দু টুকরো কাগজ কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20230813_130814_764.jpg

IMG_20230813_130643_085.jpg

বক্সের উপরে একটু বেশি পরিমাণে গাম দিয়ে কাগজের টুকরো লাগিয়ে দিয়েছি এবং পর্যায় ক্রমে নিচেও একই ভাবে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20230813_131205_690.jpg

এবার বক্সের নিচের অংশে গাম দিয়ে দুটো লম্বা কাঠি লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

IMG_20230813_131744_719.jpg

দুটো কাঠির মাঝখানে একটি ছোট কাঠি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

দশম ধাপ

IMG_20230813_132211_568.jpg

IMG_20230813_132125_542.jpg

এবার টলি ব্যাগের হ্যান্ডেলের জন্য দুটো কাঠি দুই সাইডে লাগিয়ে নিয়েছি।

এগারো তম ধাপ

IMG_20230813_132923_539.jpgIMG_20230813_132913_391.jpg

IMG_20230813_132743_400.jpg

টলি ব্যাগ এর চাকার জন্য নিচের সাইডে দুটো টিপ লাগিয়ে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "রঙিন কাগজে টলি ব্যাগ"।এবার এই "রঙিন কাগজে টলি ব্যাগ" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপনা করলাম।

received_617824823488930.jpeg

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে টলি ব্যাগ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

received_1368894727258026.jpeg

received_1847025145651788.gif

received_929440788081405.jpeg

received_3543384005885066.jpeg

Sort:  
 last year 

আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না এটা আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। একেবারে সত্যিকারের একটা টলি ব্যাগ মনে হচ্ছে দেখতে। ম্যাচের বক্স দিয়ে আপনি এই সুন্দর টলি ব্যাগটি তৈরি করেছেন। অনেক সুন্দর ছিল আপনার করা এই টলি ব্যাগ তৈরি। আপনি টিপ লাগিয়েছিলেন, আমি তো ভেবেছিলাম হয়তো এগুলো সত্যিকারের চাকা এবং এটা সত্যি কারের টলি ব্যাগ। আপনার উপস্থাপনা দেখে এটা শিখে নিতে পারলাম খুব সহজে।

 last year 

আপনি সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে কাজের গতি অনেক গুণ বাড়িয়ে দেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজের টলি ব্যাগ অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের টলি ব্যাগ তৈরি করেছেন আপু। ম্যাচ বক্স ও কাঠি দিয়ে তৈরি করা টলি ব্যাগ অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে টলি ব্যাগ তৈরির আইডিয়াটা দারুন ছিল। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করার মধ্যে আলাদা একটি মজা আছে ।অনেক ভালো লাগা কাজ করে নিজের দক্ষতা ও বেড়ে যায় খুব সুন্দর হয়েছে টলি ব্যাগ তৈরি।

 last year 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি টলি ব্যাগ বানিয়েছেন দেখতে অনেজ কিউট লাগছে গোলাপি কাগজ দিয়ে বানিয়েছেন ফলে আরো সুন্দর লাগছে ধন্যবাদ শেয়ার করার জন্য

 last year 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে এটা আমার জন্য বড় পাওয়া।

 last year 

আপু আপনার রঙিন কাগজের টলি ব্যাগটি দেখে আমি ভেবেছিলাম আপনি মনে হয় ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছেন । এটি যে কাগজের তৈরি প্রথমে দেখে বুঝতেই পারিনি । সত্যি চমৎকার টলি ব্যাগ তৈরি করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম ।আসলে আমাদের সবারই মনে হয় একই ধরনের চিন্তা প্রতিদিন কি পোস্ট করব । যাই হোক আপনার পোস্ট টি বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে টলি ব্যাগ তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ হয়েছে।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

কাগজ দিয়ে কত কিছুই না তৈরি করা যায়। আজ আপনি কাগজ দিয়ে একটি ট্রলি ব্যাগ তৈরি করে দেখালেন। সত্যি অসাধারণ হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 last year 

আপনি রঙিন কাগজ ও ম্যাচের খোল এবং ম্যাচের কাঠি দিয়ে খুব সুন্দর করে টলি ব্যাগ তৈরি করেছেন। আমি তো প্রথম মনে করলাম বাস্তবে টলি ব্যাগের ছবি হবে। পরে দেখতে পেলাম আপনি রঙিন কাগজ দিয়ে এবং ম্যাচের কাঠি দিয়ে খুব সুন্দর করে তৈরি করেছেন। সত্যি বলতে আপনার টলি ব্যাগ তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে টলি ব্যাগ তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কোন কাজ করার পরে যদি এত সুন্দর মন্তব্য পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে।

 last year 

আমাদের জীবনে দৈনন্দিন কাজগুলো যদি আমরা রুটিন মাফিক করতে পারি তাহলে সেই কাজ গুলো সহজে করা যায়। আপনার মত সবারই সময়ের কাজ সময় না করলে এলোমেলো হয়ে যায়। যাহোক আপু আপনি আজকে খুব সুন্দর একটি রঙিন কাগজের টলি ব্যাগ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই সুন্দর লাগে। রঙিন কাগজদের টলি ব্যাগ তৈরি প্রতিটা ধাপ অনুভব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজের টলি ব্যাগ তৈরি করে। আপনার তৈরি টালিব্যাগ দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে তৈরি করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে এটি জেনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67338.51
ETH 2672.27
USDT 1.00
SBD 2.72