DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে প্রজাপতি।

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখছি পরিবারকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_381091511317148.jpeg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ডাই পোস্ট নিয়ে।ডাই পোস্ট করতে আমার অনেক ভালো লাগে।ডাই পোস্টগুলো করতে যদিও একটু সময় লেগে যায় তারপরেও চেষ্টা করি একটু একটু করে কাজ করে সেটি আপনাদের মাঝে নিয়ে হাজির হতে।প্রজাপতি দেখতে আমার অনেক ভালো লাগে।প্রজাপতি বিভিন্ন রঙের হয়ে থাকে।প্রজাপতি যখন দূর দূরান্তে ছুটা ছুটি করে এবং রঙিন পাখনা মেলে আকাশে উড়ে তখন দেখতে অনেক ভালো লাগে। আর এখন বিভিন্ন রঙের প্রজাপতিগুলোর দুরন্তপনা ও ছোটা ছুটি দেখতে আর বেশি দূরে যেতে হয় না।কিছুদিন হলো বাসায় কেন জানি প্রচন্ড প্রজাপতি আসছে আর সেই প্রজাপতির সঙ্গে আমার বাচ্চারাও খেলছে।তবে তাদের একটি কথাই আমি বলেছি যে প্রজাপতি বাসায় আসুক না কেন তোমরা খেলবে কিন্তু একটা প্রজাপতির গায়ে তোমরা টাচ করবে না এবং মারবে না।আমার কথা মতো বাবুরা তাই করে।আমার থেকে প্রজাপতি বাবু দেখলে আরো বেশি খুশি হয়। তাইতো সেদিন "রঙিন কাগজে প্রজাপতি" র একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবং বাবুকেও বানিয়ে গিফট করলাম। তাই ভেবে দেখলাম এই প্রজাপতিটি আপনাদের মাঝে শেয়ার করি।চলুন আর কথা না বাড়িয়ে আমি "রঙিন কাগজে প্রজাপতি" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।পেন্সিল।
৩।কলম।
৪।কাঁচি।

received_421813033606599.jpegreceived_941297030702219.jpeg

received_711614697620876.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_1328740197807242.jpeg

প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে দুই ভাঁজ করেছি।

দ্বিতীয় ধাপ

received_928513582235479.jpeg

received_1086448389353447.jpeg

received_285905784261845.jpeg

এবার সেই ভাঁজ করার কাগজে এক সাইটে খোলা অপর সাইটটির দিকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি প্রজাপতির শেভ করে।

তৃতীয় ধাপ

received_349932094666230.jpeg

এবার প্রজাপতির মাথার উপরে সিং দুটো এঁকে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_755623506141219.jpeg

received_7927282290634203.jpeg

এবার একটি কাঁচি দিয়ে সেই এঁকে নেওয়া অনুযায়ী কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_1315685602441053.jpeg

এবার একটি কলম দিয়ে প্রজাপতির সাইটের অংশ গারো করে কালো কলম দিয়ে এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_771927430998922.jpeg

received_1466442514298501.jpeg

এবার প্রজাপতির দুই পাখনার সাইটে কলম দিয়ে ছোট ছোট করে ফোটা দিয়ে নিয়েছি।

সপ্তম ধাপ

received_1101171081335889.jpeg

এবার প্রজাপতির মাথার উপরের সিং দুটো কালো কলম দিয়ে গাড় করে এঁকে নিয়েছি।

অষ্টম ধাপ

received_2400924853434592.jpeg

আর এভাবে এঁকে নেওয়ার পর ফাইনালি হয়ে গেল আমার "রঙিন কাগজে প্রজাপতি"।এবার এই "রঙিন কাগজে প্রজাপতি" র একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে প্রজাপতি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 6 months ago 

প্রজাপতি দেখতে অন্যরকম ভালো লাগে। এটি ঠিক প্রজাপতি বিভিন্ন কালারের আছে। তবে আজকে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতিগুলো যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালোই লাগে। খুব সুন্দর করে প্রজাপতি তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 6 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

কিছুদিন হলো আপনার বাসায় অনেক প্রজাপতি আসে। আর এই প্রজাপতি নিয়ে আপনার বচ্চারা খেলাধুলা করে আসলে প্রজাপতিকে শক্তভাবে ধরলেই প্রজাপতির পাখা ছিড়ে যায়। তাই সাবধানে খেলাধুলা করতে হবে। আজকে তাই আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। আমাদের মধ্যে শেয়ার করলেন। আপনার প্রজাপতি দেখতে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জি ভাই ঠিক বলেছেন প্রজাপতি শক্ত করে ধরলে পাখা ছিড়ে যায়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিস দেখতে খুবই সুন্দর লাগে। আজ আপনি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 6 months ago 

আপু রঙিন কাগজের তৈরি প্রজাপতিটি বেশ ভালো লেগেছে ।আসলে এই কাজগুলো সময় নিয়ে ধৈর্য সহকারে নিখুঁতভাবে করলে অনেক বেশি ভালো লাগে। তবে আপনার প্রজাপতিটি বেশ ভালই হয়েছে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের প্রজাপতি তৈরি করার ধাপ গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনার বাসাতেও কয়েকদিন হলে প্রজাপতি আসে।আসলে ছোট বেলার প্রজাপতি ধরা যেন নেশা ছিলো আমার।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে ছোটবেলায় সবাই আমার মনে হয় প্রজাপতি নিয়ে অনেক খেলার স্মৃতি আছে আমাদের।

 6 months ago 

আসলে বিভিন্ন রংবেরঙের প্রজাপতিগুলো যখন পাখনা মেলে আকাশ উড়ে তখন দেখতে সত্যিই খুব ভালো লাগে । আর ছোটবেলা যখনই প্রজাপতি গুলোকে উড়তে দেখতাম তখন প্রজাপতির পিছনে আমরাও দৌড়তাম ।আপনার প্রজাপতিটি কিন্তু ভালই হয়েছে আপু । একটু ভিন্ন রকমের প্রজাপতি লাগছে দেখতে আমার কাছে ।

 6 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

রঙিন কাগজের ওপরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে সেই অনুসারে কাগজ কেটেছেন আর পর্যায়ক্রমে প্রজাপতি তৈরি করেছেন। কলম দিয়ে ফোঁটা ফোটা দাগ দিয়েছেন যেটা প্রজাপতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে সেই সাথে সামনের এন্টেনা দুইটি আরো ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

আপনার বাসায় প্রজাপতি আনাগোনা করছে সেই বিষয় লক্ষ্য করে আপনি সুন্দর সুন্দর প্রজাপতি তৈরি করে ফেললেন।তাছাড়া আপনি আপনার বাচ্চাদের ভালো উপদেশ দিয়েছেন, প্রজাপতির সঙ্গে সময় কাটাতে আসলেই ভালো লাগে।তবে আপনার তৈরি প্রজাপতিগুলি কিছুটা হেয়ার ক্লিপের মতো লেগেছে আমার কাছে।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনার বাবু নিশ্চয়ই এই প্রজাপতি দেখে খুব আনন্দ পেয়েছে।বাচ্চারা এসব জিনিস পেলে সবসময় আনন্দ পায়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতি বানিয়েছেন। আপনার এই প্রজাপতি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর প্রজাপতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।।

 6 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে ভীষণ চমৎকার করে প্রজাপতি গুলো বানিয়ে শেয়ার করেছেন আপনি।প্রজাতি গুলো দেখে মনে হচ্ছে সত্যিকারের প্রজাতি। প্রজাপতি গুলো ভীষণ চমৎকার করে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রজাপতি বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65