সতর্কতামূলক পোস্ট ||| প্রতারণার ফাঁদ ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ14 days ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সুস্থ ও সুন্দর ভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

character-696951_1280.png
source

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে সতর্কতামূলক পোস্ট নিয়ে হাজির হয়েছি "প্রতারণার ফাঁদ"।বর্তমান সময়ে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যবিত্ত ও নিম্নবৃত্ত পরিবারগুলোর চলা অনেক হিমশিম হয়ে গেছে।যে অর্থ উপার্জন করে পরিবারকে নিয়ে চলবে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সেই ভাবে আর কেউ চলতে পারছে না। কিন্তু কিছু করারও উপায় নেই কারণ মধ্যবিত্ত পরিবার গুলো এমনই না পারে কারো কাছে কিছু বলতে না পারে সহ্য করতে।

কিন্তু নিম্নবৃত্ত পরিবারের এমন কিছু লোক আছে যাদের ভেতরে শিক্ষার আলো নেই অন্যের দিকে সব সময় যাদের দৃষ্টি। কিভাবে অন্যেরটা ধরে মেরে খাওয়া যাবে সেই সমস্ত লোকদের থেকে আমাদের সব সময় সাবধান থাকতে হবে। কারণ তাদের দৃষ্টি এতটা নিকৃষ্ট তাঁরা সামান্য টাকার জন্য একটি মানুষের জীবন শেষ করতে দ্বিধাবোধ করে না।

বর্তমান সময়ে যে পরিমাণ প্রতারণা চলছে। মানুষ ঠিকভাবে চলাচল এবং বাসায় থেকেও স্বস্তি বোধ পাচ্ছে না। গতকাল পাশের ফ্ল্যাটে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করছি। বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। বাচ্চারা এক রুমে খেলছিল। যে রুমে বাচ্চা খেলছিল সেই রুমে সেই বাড়িওয়ালা ল্যাপটপ চালাচ্ছিল। তার প্রয়োজনীয় কাজ গুলো করছিল। বাড়ির যে গৃহিণী সে সমস্ত কাজ কমপ্লিট করে বাথরুমে ঢুকেছে গোসল করতে।

তাদের বাসা ছিল নিচতলা।স্বাভাবিকভাবে আমরা নিচতলা বাসা থাকলে জানালা দরজা খোলা রাখি আলো বাতাস ঢোকার জন্য।আর রান্না ঘরের জানলা তো খোলা রাখতে হয় কারণ সব সময় গ্যাস হয় সেখানে রান্না করার কারণে।সেই বাসার ভাবি রান্না করে তার রান্না করা খাবারগুলো জানালার পাশে রেখে দিয়েছিল ঢাকনা দিয়ে ঢেকে। এক মহিলা জানালার পাশে অনেকক্ষণ ডাকাডাকি করছিল। কিন্তু কারো কোন সাড়াশব্দ না পেয়ে সে জানালার সাইডে উঁচু পাথরে দাঁড়িয়ে আবারো উকিঝুঁকি করছিল। তার কথায় যখন সারা দিচ্ছিল না কেউ তখনই তার শয়তানি বুদ্ধি মাথায় এলো।কিছুক্ষণ পর সেই বাসার ভাবি যখন বের হল তখন দেখে এক মহিলা রান্না ঘরের জানলা দিয়ে হাত বাড়িয়ে কিছু নেওয়ার চেষ্টা করছিল। তখনি তাকে ধরল এবং বলল আপনি এখানে কি করছেন।

তার কথা সন্দেহ প্রবল মনে হলো।বলল আমার বাচ্চাদের জামা নেই তাই জামা খুঁজছি।কিন্তু সেই বাসার ভাবি তাকে কিছু বলল না। না বলে প্রমাণ করার জন্য সে তাকে কিছু জামা কাপড় দিল। সে জামা কাপড় গুলো দেখে ফিরিয়ে দেয়। বলে এটা আমার মেয়ের গায়ে লাগবেনা।আসলে বাসার সবাই এত ব্যস্ত থাকে অন্যদিকে কি হচ্ছে সেটা আমরা দেখিনা।আসলে এই মহিলাটি এসেছিল চুরি করতে। কারণ জানালা দিয়ে সে হাতের কাছে যা পায় তাই চুরি করে নিয়ে যায়। হয়তো সে চুরি করতে এসেছে কিন্তু বড় ধরনের ক্ষতি যে হয়নি এটাই সব থেকে বড় কথা।

কারণ এই প্রতারকরা একদিনে আসে না দু তিন দিন আগে দেখে তারপর সুযোগ বুঝে জিনিস চুরি করে।এবং অন্য ধরনের প্রতারণার ফাঁদ ও তারা তৈরি করে ফেলে মনের ভেতর।হয়তো সে এর আগেও এসেছে বাসাটা নিরিবিলি দেখেছে এজন্য সুযোগ বুঝে চুরি করতে এসেছিল এবং ধরাও পড়ে গেল। এই ধরনের চোরদের প্রতারণার কত রকমের ফাঁদ পেতে রাখে তা থেকে আমাদের সবাইকে সাবধান হতে হবে। আর আমাদের সতর্ক থাকতে হবে বর্তমান সময়ের সব সময়।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Messenger_creation_028DA0B1-C10B-4050-87E0-AB930BA0D32E.png

Sort:  
 13 days ago 

এটা একটা সঙ্গবদ্ধ চক্র আছে। আপনি ঠিকই বলেছেন এরা প্রথমে কয়েকদিন এসে দেখে যায় গতিবিধি লক্ষ্য করে যায়। এবং পরবর্তীতে একদিন এসে এমন কর্ম ঘটিয়ে চলে যায়। আপনার ঐ নিচতলার ভাবি কপাল ভালো কিছু চুরি যাওয়ার আগেই বুঝতে পেরেছিল।

 13 days ago 

জি ভাই আসলে এদের একটি চক্র আছে।

 13 days ago 

দিন যতই অতিবাহিত হচ্ছে, ততই অভিনব পদ্ধতি অবলম্বন করে, চোরেরা এখন বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করছে। কিছু কিছু মানুষ তো ভিক্ষুক সেজে বাসায় এসে সবকিছু দেখে যায়, তারপর সুযোগ বুঝে চুরি করে নিয়ে যায়। যাইহোক সেই মহিলার বাসার কিছু চুরি হয়নি, জেনে খুব ভালো লাগলো। তবে সুযোগ পেলে ঠিকই চুরি করে নিয়ে যেতো। যাইহোক এমন সতর্কতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 67851.90
ETH 2487.94
USDT 1.00
SBD 2.51