রেসিপি ||| কামরাঙ্গা মাখা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা। আশা রাখছি আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা দূর দুরান্ত থেকে সকলে সকলের পরিবারকে নিয়ে সুস্থ ও মঙ্গলময় ভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20221110_200030.jpg

আজ আমি আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি যখন কোন নতুন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করি।তখন আমার অনেক ভালো লাগে।গরমের সময়টা চলে গিয়ে আমাদের মাঝে এখন হাজির হয়েছে শীতের সময়। এই শীতের সময় আমরা আমাদের নিজের শারীরিক অসুস্থতার হাত হতে রক্ষা পাওয়ার জন্য অনেক নিয়ম-কানুন ও কৌশল অবলম্বন করি।কি করলে আমাদের শরীর ভালো থাকবে? কি খেলে শরীর ও মন সুস্থ থাকবে ইত্যাদি। নানান প্রশ্ন মনে আসে এবং তার সমস্ত সমাধানও আমরা মেয়েরা বা মা-রা সংসারের মঙ্গলের জন্য খুঁজে বের করি। শীতকালে প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় ফল খেতে হয়।এই ভিটামিন সি জাতীয় ফল খেলে মুখ জিব্বার ঘা ও ঠান্ডা,সর্দি জাতীয় অসুখ থেকেও আমরা রক্ষা পেতে পারি।আমি আজ আপনাদের মাঝে "কামরাঙ্গা মাখা" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে এই "কামরাঙ্গা মাখা" রেসিপি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক ।

উপকরণ সমূহঃ

received_1166417867290045.jpeg

কামরাঙ্গা

received_659713615731779.jpeg

কাঁচা মরিচ

received_538328644320233.jpeg

শুকনো মরিচ

received_1261131444738550.jpeg

চিনি

received_869442827564323.jpeg

সরিষার তৈল

received_5542674279115696.jpeg

লবণ

↩️প্রস্তুত প্রণালী↪️

🌶️প্রথম ধাপ🌶️

received_807012510385624.jpeg

প্রথমে কামরাঙ্গা গুলোকে সুন্দর করে ধুয়ে একটি বাটিতে রেখে দিয়েছি।

🌶️দ্বিতীয় ধাপ🌶️

received_643933707403299.jpeg

এবার কামরাঙ্গা গুলোর সাইডের খাঁজ কেটে নিয়েছি।

🌶️তৃতীয় ধাপ🌶️

received_3264759400463229.jpeg

এখন কামরাঙ্গা গুলো সুন্দর করে বটি দিয়ে ছোট ছোট করে মাখার উপযোগী করে কেটে নিয়েছি।

🌶️চতুর্থ ধাপ🌶️

received_422713053397040.jpeg

এরপর কাঁচামরিচ, শুকনা মরিচ ও লবণ একসঙ্গে চটকিয়ে নিয়েছি।

🌶️পঞ্চম ধাপ🌶️

received_5623012684456321.jpeg

এবার চাটনির সঙ্গে চিনি ও কামরাঙ্গা গুলো একসঙ্গে সুন্দর করে মেখে নিয়েছি।

🌶️ষষ্ঠ ধাপ🌶️

received_529574675338963.jpeg

এবার এই মাখানো কামরাঙ্গার মধ্যে খাঁটি সরিষার তৈল দিয়ে আবার একটু মেখে নিলাম।

🌶️সপ্তম ধাপ🌶️

IMG_20221110_200017.jpg

এবার এই কামরাঙ্গা মাখাটি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি।যাতে কামরাঙ্গার রস গুলো বের হয়ে আসে এবং মাখাটি দেখতে ও খেতে অনেক মজাদার হয়। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার "কামরাঙ্গা মাখা"রেসিপি।এবার এই "কামরাঙ্গা মাখা" রেসিপি পরিবেশের জন্য রেডি করে তার একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- রেসিপি "কামরাঙ্গা মাখা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

Sort:  
 2 years ago 

আপু কামরাঙা মাখানো দেখেই বেশ লোভ লেগে গেলো।আসলে এই ধরনের টক জাতীয় জিনিস সর্দি-জ্বর ও কাশির জন্য আসলেই ভালো।অনেক সময় রুচি নষ্ট হয়ে যায়,তার জন্য এই টক ঝাল মিষ্টি জাতীয় জিনিস খেলে ভালোই লাগে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন।

 2 years ago 
বাহ্ দেখতে বেশ অসাধারণ লাগছে আপনার কামরাঙ্গা মাখার রেসিপিটি।আর কামরাঙ্গা আমাদের জন্য খুবই উপকারী।কামরাঙ্গা শরীরে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছারাও এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কামরাঙ্গায় আছে জীবাণুনাশক ক্ষমতা যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন- ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি সমাধানে সাহায্য করে।অসংখ্য ধন্যবাদ আপু, এত চমৎকার কামরাঙ্গা মাখার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার থেকে কামরাঙ্গার অনেক উপকারিতা জানতে পারলাম।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে কামরাঙ্গা মাখা তৈরি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে । আসলে কামরাঙ্গাতে ভিটামিন সি পাওয়া যায়। মানব দেহের জন্য কামরাঙ্গা খুবই ভালো। আপনি খুব চমৎকার ভাবে ধাপে ধাপে পোস্টটি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এই শীতকালে আমাদেরকে বিভিন্ন ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত । এভাবে কামরাঙ্গা মাখা দেখে তো জিভে জল চলে আসছে । এভাবে কখনো খাওয়া হয়নি । খুব সুন্দর করে আপনি কামরাঙ্গা মাখিয়েছেন । এটি খেতেও যেমন সুস্বাদু হবে তেমনি শরীরের জন্যও উপকারী হবে । ধন্যবাদ ।

 2 years ago 

এইভাবে কামরাঙ্গা মেখে খেতে আমার খুব ভালো লাগে। তাই চিন্তা করলাম সবার সামনে উপস্থাপন করি।

 2 years ago (edited)

আপু আপনার কামরাঙ্গা ভর্তা দেখে আমার জিভে জল চলে আসছে। সুন্দর একটি রেসিপি আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমার ধাপে ধাপে সুন্দরভাবে বর্ণনাও করেছেন।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 63935.74
ETH 2749.19
USDT 1.00
SBD 2.65