অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

Messenger_creation_B4E84C2E-185D-4552-90C5-6AB8DDF5625F.jpeg


আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার একটি স্বরচিত কবিতা প্রত্যেক সপ্তাহে নিয়ে হাজির হতে।কবিতার লেখা ও পড়া দুটোই কেন জানি আজকাল নেশা হয়ে গেছে। মনের আবেগ অনুভূতি দিয়ে মনকে রাঙিয়ে কিছু স্বপ্ন আশা ও দুঃখ বেদনা নিয়ে কবিতা লেখা।

কবিতা বাস্তবতা ও কল্পনিক দুটোই হয়ে থাকে। তবে কল্পনায় ডুবে থাকতে অনেক ভালো লাগে কিন্তু সে তো শুধু স্বপ্ন। আর এক বুক স্বপ্নও আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। ছোট ছোট আকারে লেখা অনু কবিতা হলেও কবিতার ভিতরে রয়েছে প্রচন্ড অর্থ। আমি আজ আপনাদের মাঝে চারটি অন কবিতা নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আমার এক গুচ্ছ অনুকবিতা দেখে নেওয়া যাক।

অনু কবিতা-০১

মাঝে মাঝে মাঝ রাতে
ভেঙে যাওয়ার স্বপ্নগুলোর
নেই কোন ভাষা
আবেগ অনূভুতি থাকে হতাশায়।

অনু কবিতা-০২

জিবনটা যদি হয় ভুল
সৃতিচারণ তবে কি বেদনার ফুল
যা চেয়েছি আমি
তা ভুল করে পেয়েছি,
যা ভাবার ছিল
তা অবুঝের মতো ভেবেছি
নিয়তির সব কিছু মেনে নিয়েছি।
আমার জিবনটা ভুল ছিল
নিরবতাকে সঙ্গি করেছি।

অনু কবিতা-০৩

বরো ইচ্ছে ছিল মনে
তুমি আমি মিলে
স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে
যাবো দূর দূরান্তে
অজানা এক পথে
ভালোবাসার মনের মানুষ হয়ে।

অনু কবিতা-০৪

আকাশটা আজ লাগছে বড় ভালো
আকাশ জুড়ে ছিল শুধু চাঁদের আলো,
স্বপ্নগুলো আজ দিশেহারা
কোন কিছু বলতে নেই মানা,
তুমি আর আমি
ভালোবাসা রবো
দুজন দুজনার পাশাপাশি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png

Messenger_creation_EE86FE88-3F37-4CFD-B3A5-438DB6882677.png

Sort:  
 3 months ago 

অনু কবিতাগুলো পড়তে সবসময়ই আমার অনেক ভালো লাগে। কেননা অনু কবিতাগুলোর মাধ্যমে খুব অল্প কিছু লাইনের মধ্যে দিয়ে মনের ভাবগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। এছাড়াও ছন্দের অনেক মিল থাকে। তাই আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অনেক ভালো লিখেছেন আপনি।

 3 months ago 

আপনার কাছে আমার অনু কবিতা গুলো ভালো লেগেছে। জেনে অনেক ভালো লাগলো ভাই।

 3 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনারা লেখা কবিতা বেশ ভালো লাগলো। আমিও অনু কবিতা লিখেছি আজকে। কবিতা লিখতে ভালো লাগে। কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। কবিতা আমি অনেক পছন্দ করি।

 3 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

সুন্দর কবিতা লিখেছেন আপু পড়ে খুবই ভালো লেগেছে। অনু কবিতা পড়তে যেমন ভালো লাগে লিখতে আরো অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনার কবিতাগুলো আমাদেরকে শেয়ার করার জন্য।

 3 months ago (edited)

ঠিক বলেছেন আপু আপনার অনু কবিতাগুলো কিন্তু অনেক ভালো লাগে। আসলে আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখেন।

 3 months ago 

বাহ বেশ সুন্দর ছিল আপু। আপনার অনুকবিতা গুলো বেশ ভালো লাগল পড়ে। প্রেম ভালোবাসা বিরহ প্রকৃতি সবকিছু নিয়েই লিখেছেন অনু কবিতা গুলো। চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করে সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

আপু স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন দেখতে বেশ ভালই লাগে। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আসলে মনের সুন্দর ছোট অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে কবিতাগুলো ভাষা বেশ চমৎকার হয়। অসাধারণ অসাধারণ অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 months ago 

উৎসাহ মূলক মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আজকের আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হলাম। আপনি বরাবরই খুবই চমৎকার কবিতা আবৃত্তি করেন এবং চমৎকার কবিতা লিখে থাকেন। আপনার লেখা প্রতিটা কোন কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার অনু কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন। শুনে অনেক ভালো লাগলো ভাই।

 3 months ago 

আসলেই ছোট ছোট অণু কবিতা গুলোর মধ্যে গভীর অর্থ লুকিয়ে থাকে। আপনার অণু কবিতা গুলো খুবই সুন্দর হয় আপু। আজকেও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে দ্বিতীয় এবং চতুর্থ অণু কবিতা দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমার অনু কবিতা আপনার ভালো লেগেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.040
BTC 96568.43
ETH 3467.22
SBD 1.59