DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে পিস্তল।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।

received_743319947783101.jpeg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।রমজান মাসে নানা ব্যস্ততার মাঝেও সময় বের করে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি একটি ডাই পোস্ট।কারণ আমরা যে কাজটি করি না কেন সেই কাজের পিছনে যদি লেগে থাকি সেটা অবশ্যই আমাদের জন্য সফলতা বয়ে আনে। এছাড়াও আমার বাংলা ব্লগ আমাদের জীবনে অনেক সফলতা বয়ে নিয়ে এসেছে।কারণ যে মেয়েটিকে অনেক পরিশ্রম করতে হতো বাইরে গিয়ে নানান রকমের কথা শুনে তারপর অর্থ উপার্জন করে নিয়ে আসতে হতো কিন্তু আমার বাংলা ব্লগ আমাদের জন্য এমন একটি সুবিধা করে দিয়েছেন যে আমরা ঘরে বসেই অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছি। তাইতো অনেক কৃতজ্ঞ আমাদের সকলের প্রিয় @rme কাছে। সৃষ্টিকর্তা সব সময় তাকে ভালো রাখুক।কারণ এই ঈদে আমরা সবাই কমবেশি আমাদের শখের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারছি। আর এ সব কিছুর অবদান একমাত্র আমাদের দাদা।আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি "রঙিন কাগজে পিস্তল"।চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজে পিস্তল" কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। রঙিন কাগজ।
২। কাঁচি।
৩। গাম।

received_800705208595148.jpeg

received_919868616352652.jpeg

received_390794980433436.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

❄️প্রথম ধাপ❄

received_1113875043439195.jpeg

প্রথমে রঙিন কাগজের প্রস্থের সাইট থেকে ভাঁজ করে নিয়েছি ।

❄️দ্বিতীয় ধাপ❄️

received_760093646216986.jpeg

received_2391742617683923.jpeg

এবার সমস্ত কাগজটিকে কুঁচি কুঁচি করে একই মাপে ভাঁজ করে নিয়েছি এবং গাম দিয়ে আটকিয়ে নিয়েছি।

❄️তৃতীয় ধাপ❄️

received_939779757638276.jpeg

received_407880448648651.jpeg

এবার ভাঁজ করা কাগজটির মাঝে সমান করে আবারো ভাঁজ করে নিয়েছি।

❄️চতুর্থ ধাপ❄️

received_1765707043959498.jpeg

received_1169858704368916.jpegreceived_1362661841107064.jpeg

আরেকটি রঙ্গিন কাগজ নিয়ে ঠিক একই ভাবে ভাঁজ করে নিয়েছি। মাঝের অংশে ভাঁজ করে গামদিয়ে আটকে নিয়েছি।

❄️পঞ্চম ধাপ❄️

received_737725958176445.jpeg

received_958280522417730.jpeg

এবার প্রথম কাগজের ভাঁজের অংশটি এক সাইডে অ্যাঙ্গেল করে ভাঁজ করেছি।পরের সাইডেও ঠিক একইভাবে ভাঁজ করে নিয়েছি।

❄️ষষ্ঠ ধাপ❄️

received_925219812484938.jpeg

এবার সেই কাগজটির ভাঁজ উল্টিয়ে আবারো ভাঁজ করে নিয়েছি।

❄️সপ্তম ধাপ❄️

received_395842683241308.jpeg

received_1910995009357299.jpeg

এবার দ্বিতীয় ভাঁজের কাগজটি প্রথম অংশের উল্টানো ভাঁজ এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি।

❄️অষ্টম ধাপ❄️

received_431980949204114.jpeg

এবার কাগজটি এক সাইড থেকে একটু টান দিয়ে পিস্তলের আকৃতি করে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজে পিস্তল"।এবার এই "রঙিন কাগজে পিস্তল" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে পিস্তল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

RNFetchBlobTmp_03d29u40mvnu59lndy9o3r.jpg

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

অসাধারণ একটি ডাই পোস্ট তৈরি করলেন আপু। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর পিস্তল তৈরি করেছেন। একদম হুবহু হয়েছে। ডাই পোস্ট তৈরির ধাপগুলো দেখে শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 5 months ago 

অবশ্যই আমিও অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় rme দাদাকে। বেকারত্বকে সফলতায় পরিণত করার অন্যতম চাবি হিসেবে পরিচিত আমাদের সকলের প্রিয় দাদা। অবশ্যই কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। আর আমার বাংলা ব্লগ এর কৃতিত্বেই আজ অনেকেই অনেক রকম জিনিস তৈরি করতে শিখেছে। তারই ধারাবাহিকতায় আপনি আজকে দারুন রকমের একটি পিস্তল তৈরি করেছেন রঙ্গিন কাগজ দিয়ে। পিস্তলটা দেখে মনে হচ্ছে যেন এটি সত্যিকারের একটি। আপনি কিন্তু একদম দারুন ভাবে পিস্তলটি তৈরি করেছেন আপু বেশ ভালো লাগলো আমার কাছে।

 5 months ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে উৎসব দেওয়ার জন্য ধন্যবাদ।

 5 months ago 

আসলে আপু দাদা সম্পর্কে যা বলব সেটা যেন কম হয়ে যাবে তার মত বড় মনের মানুষ পেয়ে আমরা ধন্য। সৃষ্টিকর্তার কাছে দোয়া রাখি তিনি যেন সবসময় সুস্থ থাকেন। যাই হোক রঙিন কাগজ দিয়ে পিস্তল তৈরি করেছেন দেখতে বেশ সুন্দর লাগছে বিশেষ করে কাগজের ভাজ গুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সব সময় উৎস মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 5 months ago 

সত্যি রঙিন কাগজের কোন তুলনা হয় না। রঙিন কাগজ দিয়ে কত কিছু যে বানানো যায়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পিস্তল বানিয়েছেন আপু। পিস্তল বানানোর পদ্ধতি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy WhatsApp 01700817832

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছুই তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি এত সুন্দর করে রঙিন কাগজের ব্যবহার করে পিস্তল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। পিস্তলটি দেখতে অনেক সুন্দর লাগছে।

 5 months ago 

আমার ডাইটি আপনার ভালো লেগেছে এটি আমার জন্য বড় পাওয়া আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41