DIY ||| এসো নিজে করি ||| একটি ফুলের ম্যান্ডেলা।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

received_3259060967717761.jpeg

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে আমার মনে হয় সবার সব জিনিসের প্রতি শেখার আগ্রহটা বেড়ে গেছে। একটি মানুষের সবকিছু ব্যাপারে সব দিক সমান ধারণা বা জ্ঞান থাকে না।তবে মানুষ দেখেও কিছুটা হলেও শিক্ষা অর্জন করে। আর যে কোন কাজেই যদি আগ্রহ বেশি থাকে তাহলে সেই কাজটি নিমিষেই শিখে নেওয়া যায়। আমি মনে করি যে কোন শিক্ষা গ্রহণ করতে গেলে আগ্রহটা বেশি থাকতে হবে। কারণ আগ্রহ বা ইচ্ছা না থাকলে কোন কাজ কারো পক্ষে করা সম্ভব নয়। তবে এটা স্বীকার করতেই হয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি ও জানতে পেরেছি। এজন্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদাকে। কারণ আমাদের @rme দাদা না থাকলে আমরা অনেক কিছু জানা থেকে মিস করতাম। দাদার মাধ্যমে আমরা বিশ্বের সব কিছু জানতে সক্ষম হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে "একটি ফুলের ম্যান্ডেলা" নিয়ে হাজির হয়েছি।এই ম্যান্ডেলাটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।কালো সাইন কলম।
২।স্কেল।
৩।পেন্সিল।

received_335808158863932.jpeg

received_6832204766860547.jpeg

received_1393427671605161.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_1452647878844531.jpeg

প্রথমে একটি বর্গক্ষেত্র এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_153878921123126.jpeg

received_685972376776230.jpeg

এরপর সেই বর্গক্ষেত্রটিকে স্কেল দিয়ে মেপে সমান চারটি অংশে ভাগ করে এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_867134128174725.jpeg

এবার সেই চারটি অংশে ছোট বৃত্ত এঁকে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_212837234948674.jpeg

সেই বৃত্তগুলো কালো সাইন কলম দিয়ে ভরিয়ে দিয়েছি।

পঞ্চম ধাপ

received_328691373152739.jpeg

কালো গোল বৃত্তের ভিতরে আবারো এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_1414052632484563.jpeg

গোল বৃত্ত থেকে প্রতিটি ঘরে ফুলের সেভ করে এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ

received_2437012113147522.jpeg

received_316321620980343.jpeg

প্রতিটি ফুল আকা শেষ হয়ে গেলে ফুলের ফাঁকা অংশটুকু কালো করে নিয়েছি ।

অষ্টম ধাপ

received_976511073422362.jpeg

received_1066368201418015.jpeg

এবার ফুলের প্রতিটি পাপড়ির মাঝে আবারো এঁকে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "একটি ফুলের ম্যান্ডেলা"।এবার এই "একটি ফুলের ম্যান্ডেলা" র একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "একটি ফুলের ম্যান্ডেলা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 11 months ago 

আপু আপনি আজকে চমৎকার ফুলের মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। প্রথমে আমি দেখে বুঝতে পারছিলাম না এটা একটি ফুল মনে হয়েছিল যে মৌমাছি। এখন খুব চমৎকারভাবে এঁকেছেন। মেন্ডেল আর্ট এর প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

ঠিক বলেছেন আপু। আগ্রহ থাকলে যেকোনো কিছুই শেখা যায়। আর দাদা সত্যি আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করেছেন। যাক আপনার ফুলের ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর হয়েছে। ভালো লেগেছে খুব।

 11 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 11 months ago 

চমৎকার একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর লাগছে।ধন্যবাদ জানাচ্ছি ফুলের ম্যান্ডেলা আর্টটি একটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে এটা আমার জন্য বড় পাওয়া।

 11 months ago 

আপু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। সেই সাথে অনেক কিছু করতে আগ্রহী হয়েছি। আপনি খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার ম্যান্ডেলা আটটি আপনার ভালো লেগেছে, এটি জেনে অনেক ভালো লাগলো।

 11 months ago 

চমৎকারভাবে একটি ফুলের মেন্ডেলা আর্ট করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর ম্যান্ডেলা। আসলে এভাবেই নিজের ক্রিয়েটিভিটির প্রকাশ পায়। আর এই দেখে অনেকে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে। অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তীতে এভাবে আরো অনেক কিছু আমাদের মাঝে শেয়ার করবেন।

 11 months ago 

চেষ্টা করছি ভাই সব সময় ব্যতিক্রম কিছু করার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46