DIY ||| এসো নিজে করি ||| কলসির ম্যান্ডেলা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি এই গরমে বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনেরা সকলের পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

received_633635511928127.jpeg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।পড়েছে প্রচন্ড গরম। এই গরমে কারেন্টের লোডশেডিং এর অবস্থা খুব খারাপ। ইচ্ছা থাকলেও সঠিক সময় মত সবকিছু করতে পারি না। এমনিতেই মেয়েদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় তাদের সংসার সামলাতে হয়, রোজার দিনে প্রচুর কাজ করতে হয় রান্নাবান্নার এবং তার পরেও থাকে আমার বাংলা ব্লগের নিয়ম অনুযায়ী কিছু পোস্ট।যে কোনো কাজ নিয়ম-মাফিক করলে তার সফলতা সম্ভব। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার বাংলা ব্লগের নিয়ম নীতি সঠিক ভাবে পালন করে কাজ করার।আজ সকালে ভাবলাম পোস্ট লিখব কিন্তু তার মধ্যেই চলে গেলো কারেন্ট আবার সেই দুপুরে একই অবস্থায় পড়ে গেলাম। অনেকক্ষণ বসে থাকার পর একটি কাগজ ও পেন্সিল নিয়ে একটি ম্যান্ডেলা আঁকার চেষ্টা করলাম। চিন্তা করলাম কি আকা যায় পরে ভাবলাম একটি কলসির ম্যান্ডেলা আপনাদের মাঝে উপস্থাপন করি। যে ভাবনার সেই কাজ তারপর একটি কলসি ড্রইং করলাম এবং ধাপে ধাপে ম্যান্ডেলার ডিজাইন টুকু শেষ করলাম।আমার পোস্টটির নাম "কলসির ম্যান্ডেলা" কে কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যায়।

উপকরণসমূহ:-

১।পেন্সিল।
২।কাগজ।
৩।স্কেল।
৪।রাবার।

received_189861440520222.jpegreceived_541955938119212.jpeg

received_773970140721273.jpeg

প্রস্তুত প্রণালি

প্রথম ধাপ

received_255761106915069.jpeg

প্রথমে একটি কাগজে ছোট দাগ দিয়ে নিয়েছি ।

দ্বিতীয় ধাপ

received_915897683007590.jpeg

উপরে-নিচে দুটোই সমান করে দাগ দিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_691894092737439.jpeg

এবার সেই দুই দাগটিকে কলসির মুখাকৃতি করে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_616829153677172.jpeg

কলসির মুখ থেকে এক সাইডে একে নিয়েছি ।

পঞ্চম ধাপ

received_890473418690564.jpeg

পর্যায়ক্রমে অপর সাইটেও একইভাবে একে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_683116330248461.jpeg

এবার কলসির নিচের দিকে গোল বৃত্ত এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ

received_171511352503534.jpeg

গোল বৃত্ত আকার পর উপরে দাগ দিয়ে তার ভিতরে নকশা করে নিয়েছি।

অষ্টম ধাপ

received_905019610606919.jpeg

পর্যায় ক্রমে তার উপরের ঢেউ ঢেউ করে নকশা একে নিয়েছি।

নবম ধাপ

received_159754780366712.jpeg

আবারও কলসিতে স্কেল দিয়ে সমান্তরাল দুটি দাগ দিয়ে তার ভিতরে ভি নকশা একে নিয়েছি।

দশম ধাপ

received_806226790425326.jpeg

আবারও কলসিতে ছোট মাছের ডিজাইন একে নিয়েছি।

এগারো তম ধাপ

received_250415454051005.jpeg

স্কেল দিয়ে আবার দাগ দিয়ে তার ভিতর আলপনা করে নিয়েছি।

বারো তম ধাপ

received_1485653038915316.jpeg

এবার গোল বৃত্ত করে আবার ডিজাইন করে নিয়েছি।

তেরোতম ধাপ

received_1048822969426483.jpeg

এবার গোল বৃত্তের উপরে পাতার ডিজাইন একে নিয়েছি।

চৌদ্দ তম ধাপ

received_221142853857828.jpeg

পাতার ডিজাইন এর উপরে আবার দুটি সমান করে দাগ দিয়ে তার ভিতর ভি আকৃতি করে একে নিয়েছি।

পনের তম ধাপ

received_755328596100302.jpeg

এবার ঢেউ ঢেউ করে একে নিয়েছি এবং সবার ওপরে কলসির মুখের কাছে লম্বা ছোট-বড় করে দাগ দিয়ে নিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "কলসির ম্যান্ডেলা"।এবার এই "কলসির ম্যান্ডেলা" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই পোস্ট "কলসির ম্যান্ডেলা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় সময় এবং ধৈর্য নিয়ে যদি কোন অঙ্কন করা হয় তাহলে সেই অংকন দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনার এই অংকন দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়ে গেলাম, শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে কাজের আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

পেন্সিল দিয়ে আপনি খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলেছেন এই গরমের মধ্যে কারেন্ট এত সমস্যা করতেছে। ঠিকমতো কোন কাজ করতে পারতেছি না। তবে মহিলারা পরিবারের কাজ করে সময় বের করতে হয়। তবে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলা আর্টি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year (edited)

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু ।

 last year 

ওয়াও অসাধারন ভাবে কলসের মান্ডালা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে । আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র প্রস্তুত করে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।।

 last year 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে এটি জেনে খুশি হলাম।

 last year 

বাহ আপু আপনি খুবই সুন্দর কলসির মেন্ডেলা আর্ট তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই ধরনের আর্টগুলো তৈরি করা শেষে দেখতে বেশ ভালো লাগে। কিন্তু অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 last year 

আপু আপনি খুব সুন্দর করে একটি কলসের ম্যান্ডেলা করলেন।দারুন হয়েছে।আপনি ধাপগুলি খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। ম্যান্ডেলা আর্টে সময় নিয়ে করতে হয়।ধৈর্য্য ধরে খুব সুন্দর একটি আর্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপু ডাইটি তৈরি করতে অনেক সময় লেগেছে আমার।

 last year 

গরম আর লোডশেডিং এর কথা বলবেন না আর জীবন পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছে। কোন কাজ করা যায় না গরমের কারনে । যাইহোক আপনার ম্যান্ডেলা আর্ট টি কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই ম্যান্ডেলা আর্ট করার প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও অনেকটা সময় দিয়ে ম্যান্ডেলা আর্ট করতে হয়, কিন্তু ধৈর্য সহকারে করার পর দেখতে কিন্তু অসাধারণ লাগে।

 last year 

জি আপু আপনার কথার সাথে আমি একমত।

 last year 

অনেক সুন্দর করে কলসির ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। একসময় গ্রামে যে মাটির কলসি পাওয়া যেত সেখানে এরকম মেন্ডেল আর্ট লক্ষ্য করা যেত। আপনি যেন সেই ঐতিহ্য তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 last year 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপু আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট খুব সুন্দর হয়েছে। তবে এই আর্ট ফুটিয়ে তুলার জন্য একটু গাঢ় কলম ব্যবহার করলে দেখতে আরও বেশি সুন্দর হতো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে কলসির ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে লোডশেডিং এর কথা কি আর বলবো। আমাদের জীবন সত্যি অতিষ্ঠ হয়ে গেল। তবে আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

মন্তব্য করে কাজের আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

কলসির খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।এই ধরনের আর্ট গুলো করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62884.65
ETH 2444.83
USDT 1.00
SBD 2.61