"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি এই মুহূর্তে, এই সময়ে, সবাই সবার পরিবারকে নিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করছেন এবং সুস্থ সবল জীবন যাপন করছেন।আমিও ব্যতিক্রম নয় আপনাদের মতই পরিবার নিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি এবং সুস্থভাবে জীবন অতিবাহিত করছি।

received_839900341037742.jpeg

আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় নিত্যনতুন কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে।ঠিক তারই ধারা বাহিকতায় এবারের "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরিতে নিজেকে সাবার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি।তবে জানি না আমার এই প্রতিযোগিতার বিষয়টি সবাইকে ভালো লাগবে কি না।তবে আশা রাখি যারা ফুল ভালোবাসে অবশ্যই তাদের কাছে আমার এই ডাই পোস্টটি ভালো লাগবেই।কারণ এই ফুলটি করার জন্য আমার অনেক সময় অতিবাহিত করতে হয়েছে।আর এই সময় অতিবাহিত করার মূল কারণ হলো আমি এর আগে দুই ধরনের ফুল তৈরি করার পরে নিজের কাছে যখন ভালো লাগে নাই।তখন দুটি ডাই বাদ দিয়ে এই ফুলটিকে বেছে নিয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে।তাই আমার আত্মবিশ্বাস সবার কাছে ভালো লাগবেই।আর কথা না বাড়িয়ে ফুলটি কিভাবে তৈরি করেছি তার পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।এন্টি কাটার।
২।রঙ্গিন কাগজ।
৩।গাম।
৪।কেচি।
৫।কাঠি।

received_320012567146026.jpegreceived_683767079804296.jpeg
IMG_20230820_234640.jpgIMG_20230820_234556.jpg
IMG_20230820_234544.jpgIMG_20230820_234518.jpg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_2801605769979903.jpeg

প্রথমে হলুদ রঙের রঙিন কাগজটি সকল সাইটে সমান রেখে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_647904763984324.jpeg

received_284978547473082.jpeg

এবার সেই হলুদ রঙের কাগজটিকে ভাঁজ করে ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_586444966792280.jpeg

received_2490707547761263.jpeg

যেহেতু আমার ফুলটিকে একটু ছোট আকৃতি করব সেহেতু আবারও সেই কাগজটিকে ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_1498226894265221.jpeg

received_1054113758934910.jpeg

received_307377621702410.jpeg

এবার সেই ত্রিভুজ আকৃতির কাগজটির এক সাইডে ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_222591640747734.jpeg

received_812921323871809.jpeg

এক সাইডে ভাঁজ করার পর তার মাঝে আরো দুটো ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_233465859250733.jpeg

এবার কাগজের মাথাগুলো সমান করে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

received_1348668312399638.jpeg

received_958833405404247.jpeg

received_119282737928426.jpeg

সেই পানের খিলির করা কাগজগুলোকে পেন্সিল দিয়ে ফুলের শেপ করে একে নিয়েছি । প্রতিটি কাগজ কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_6565111490270255.jpeg

received_263524009838887.jpeg

এবার কেটে নেওয়া কাগজটির এক সাইডে গাম লাগিয়ে নিয়েছি এবং অপর সাইডের কাগজটি তার সঙ্গে সংযুক্ত করে দিয়েছি।

নবম ধাপ

received_2303092146541412.jpeg

received_265908929558015.jpeg

ফুলের শেফটি সুন্দর হওয়ার জন্য মাঝখানে হাত দিয়ে ঠিক করে নিয়েছি।

দশম ধাপ

received_1605710426583333.jpeg

received_1101048324634341.jpeg

received_1305079917061706.jpeg

এবার সবুজ কালার রঙিন কাগজ কেটে নিয়েছি
এবং একটি কাঠি দিয়ে সেই কাগজগুলো ইস্টিক বানিয়ে নিয়েছি ।

এগারো তম ধাপ

received_244862617942974.jpeg

received_266998346116948.jpeg

স্টিকগুলোর উপরে কেটে নিয়েছি এবং সেই স্টিকে গাম দিয়ে ফুলগুলো লাগিয়ে দিয়েছি ।

বারো তম ধাপ

received_730779585476822.jpeg

received_1357465454808966.jpeg

এবার সবুজ রঙের কিছু কাগজ কেটে নিয়েছি।

তেরো তম ধাপ

received_824204115898716.jpeg

received_265784042894171.jpeg

সেই কাগজগুলো পাতার সেভ করে কেটে নিয়েছি।

চৌদ্দ তম ধাপ

received_826500359018744.jpegreceived_267577146059376.jpeg

received_223158730722965.jpeg

ফুলের স্টিকে সেই পাতাগুলো গাম দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এভাবেই আমার ফুলের ডাই পোস্ট সম্পূর্ণ হল।এবার এই ফুলের ডাইটির একটি ছবি আমাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে ফুল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year 

আপনি অনেক সময় অতিবাহিত করে এই ফুলটা তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। আর উপস্থাপনাটা অনেক সুন্দর করে শেয়ার করেছেন দেখে এটা অনেক ভালো লেগেছে। আপনার উপস্থাপনা দেখে এটা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে যে কোন কাজ করলে এমনিতেই খুব সুন্দর হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে সত্যি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জি ভাই ফুলটি তৈরি করতে অনেক সময় নিয়ে কাজ করতে হয়েছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে ফুল তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ফুল তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম। অনেক ভালো লাগছে।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে ফুল বানানোর অনেক সুন্দর হয়েছে। এবং প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।যা এক বার দেখলে যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে। ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাই আপু। ফুল কমবেশি আমরা সবাই পছন্দ করি। তা যদি রঙিন কাগজের এত সুন্দর ফুল হয় তাহলে তো কথাই নেই। আপনার আজকের কাগজের ফুলগুলো খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লাগছে। অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে।

 last year 

সবসময় আপনার অনুপ্রাণিত করার মত মন্তব্য গুলো দেখে আমার অনেক ভালো লাগে।

 last year 

আপনাকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ফুল হলো সৌন্দর্যের প্রতীক আর এই ফুল সবাই কম বেশি পছন্দ করে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি কৃত ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুল তৈরি প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সব সময় চিন্তা করি ভালো কিছু উপস্থাপন করার জন্য।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। আপনার কাজগুলো সত্যিই অনেক সুন্দর হয়। এই পোস্ট দেখে সত্যি ভালো লেগেছে আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনার সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। যদিও এগুলো তৈরি করার সময় সাপেক্ষ। আপনার তৈরি করা ফুল দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপু মোটামুটি প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি।

 last year 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি খুবই চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে এটা তৈরি করেছেন যদিও আপনি অনেকটা নিখুঁতভাবেই এটা তৈরি করার চেষ্টা করেছেন বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

এবারের প্রতিযোগিতা খুব দারুন নতুন নতুন ডাই কাজ দেখতে পাচ্ছি ভাল লাগছে খুব।আপনার কাগজের বানানো ফুল অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপু আপনি কাগজ কেটে খুব সুন্দর কিছু ফুল বানিয়ে ডাই প্রজেক্ট তৈরী করেছেন। বিভিন্ন কালার কাগজ ব্যবহার করার কারনে দেখতে খুবই সুন্দর লাগছে। ফুল গাছের পাতা গুলো দারুন লাগছে। ধন্যবাদ আপু।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44