@rme দাদা।পর্ব-০২.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই পরিবারসহ ভালো আছেন।

IMG_20220126_184403.jpg

ভালোবাসা যদি হয় প্রতীক, তবে এই ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে বিভিন্ন ভাবে আসে। আমাদের এই ছোট্ট ভুবনে ভালোবাসার ভিন্নতা প্রকাশ হয় ভিন্নভাবে। এই পৃথিবীর প্রকৃতি থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। ভালোবাসার বহিঃপ্রকাশ বুঝা যায় না বুঝে নিতে হয়, যদি সঠিক মন থাকে।

আমাদের এই বিশাল আকাশ থেকে শুরু করে সবুজের সমারোহ জমির দিকে যদি একটু উপলব্ধি করি তাহলে বুঝতে পারি। যদি সবুজের সমারোহে বিশাল আকাশ থেকে মেঘাচ্ছন্ন বৃষ্টির প্রলয় না ঘটে তাহলে সেই সবুজের সমারোহ প্রকৃতির সৌন্দর্য কিভাবে পাব। প্রকৃতির মায়া মমতার ভালোবাসা অন্যরকম এক ভিন্ন ভালোবাসা।মা সন্তানকে যেমন ভালোবাসে তেমনি একটি বীজ রোপন করার পর যখন গাছ জন্ম নিবে তখন তার অন্য ভাবে যত্ন নিতে হয়। আবার কিছুদিন পর যখন সেই গাছে ফুল ফল হয় তখন তাকে অন্য ভাবে যত্ন নিতে হয় আর এই নেওয়া ও দেওয়ার মাঝে যে ভালবাসার উদয় হয় সেটাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা প্রকৃত ভালোবাসা নয়।

এই ভালবাসা অনেক ভাবে বিভক্ত হয় যেমন ভালোলাগার ভালোবাসার, স্নেহের ভালোবাসা, মায়াবী ভালোবাসা, আদর্শ ভালোবাসা এবং প্রতারণার ভালোবাসা। আরও অনেক রকমের ভালোবাসা রয়েছে আমাদের এই পৃথিবীতে।

আদর্শ ভালোবাসার যে গুরু মূলত তাকে আমরা এক কথায় ভালোবাসি যে আমাদের দিক বিবেচনা করে, আমাদের কথা বিবেচনা করে এবং আমার বাংলা ব্লগের এবিবি স্কুলের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের শিক্ষার জন্য কিছু প্রফেসর ও ম্যাডাম নিযুক্ত করেছেন।যেন সেই ক্লাস গুলো ধাপে ধাপে অতিক্রম করি এবং ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারি, সেই জন্য আমাদের পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেক গুরুত্ব সহকারে আমাদের পাঠদান দিয়ে থাকেন ও ভালোভাবে সব আয়ত্তে নেওয়ার ব্যবস্থা করেন।

IMG_20220126_175314.jpg

এসব কিছুই করেছেন আদর্শের প্রতীক আমাদের বাংলা ব্লগের প্রধান যাকে আমরা @rme দাদা বলে জানি। তার কথা বলে কি আর শেষ করা যাবে তিনি আমাদের উজ্জ্বল নক্ষত্র, আমাদের জ্যোৎস্নার আলো তার উজ্জ্বলতায় আমরা আলোকিত হচ্ছি এবং তার আদর্শ শিক্ষায় আমরা অনেক কিছু শিখতে পারছি। এই বলে আমি আমার আদর্শের প্রতীক দ্বিতীয় ধাপের ইতি টানছি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার উদ্যোক্তা এবং শিক্ষিকা। আমি কবিতা লিখতে নতুন, রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের মধ্যে যে ভাতৃত্ব পূর্ণ সম্পর্ক এটা আমাকে অনেক উৎসাহিত করে। আমি নিজেকে একজন আমার বাংলা ব্লগের সদস্য হিসেবে পরিচয় দিতে অনেক গর্ব বোধ করি ।

----------ধন্যবাদ---------

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90598.76
ETH 3112.87
USDT 1.00
SBD 2.99