দুই শাকের মিশ্রণে চচ্চড়ি।
সবাই কেমন আছেন ? আশা রাখছি সবাই সবার পরিবারকে নিয়ে মঙ্গলময় সময় কাটাচ্ছেন ।
আমার বাংলা ব্লগে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি।আমার রেসিপিটির নাম হচ্ছে 🍲দুই শাকের মিশ্রণে চচ্চড়ি🍲। লাউ শাক ও মিষ্টি কুমড়ো শাকে মাছ দিয়ে চচ্চড়ি রেসিপিটি নতুন করেছি।তাই ভাবলাম এই রেসিপিটি আমি আমার ব্লগের সবার সাথে শেয়ার করি।কারন আমার আনন্দ বেদনার সময় গুলো আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের সাথে শেয়ার করে থাকি । বাংলা ব্লগে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে এবং নিজেকে আমি ধন্য মনে করি । আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে প্রস্তুত করেছি তার সমস্ত প্রক্রিয়াটি নিচে তুলে ধরা হলো।
উপকরণ সমূহঃ-🛒
১। লাউ ও মিষ্টি কুমড়া শাক।
২। মাছ।
৩। আলু।
৪। কাঁচা মরিচ।
৫। পেঁয়াজ ।
৬। রসুন।
৭। হলুদ গুঁড়ো।
৮। জিরা গুড়ো।
৯। লবণ।
১০। তৈল।
↩️প্রস্তুত প্রণালী↪️
🥬প্রথম ধাপ🥬
আলু গুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে চিকন করে কেটে নিয়েছি।
🥬দ্বিতীয় ধাপ🥬
কাঁচা মরিচের বোটা ছাড়িয়ে পরিষ্কার করে কাঁচা মরিচের মাঝে চির দিয়ে নিয়েছি।
🥬তৃতীয় ধাপ🥬
পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়ে।সেই পেঁয়াজগুলো কুঁচিকুঁচি করে কেটে নিয়েছি।
🥬চতুর্থ ধাপ🥬
রসুনের কোয়া ছাড়িয়ে রসুন গুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি।
🥬পঞ্চম ধাপ🥬
লাউ ও মিষ্টি কুমড়া শাক গুলোকে ছোট ছোট অংশে কেটে একত্রে করে নিয়েছি।
🥬ষষ্ঠ ধাপ🥬
সেই কেটে নেওয়া শাকগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।
🥬সপ্তম ধাপ🥬
মাছের টুকরোগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে মেখে তারপর ফ্রাইপেনে ভেঁজে নিয়েছি।
🥬অষ্টম ধাপ🥬
সকল উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি ফ্রাইপেনে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো,রসুন,লবণ ও তৈল দিয়ে মসলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি।
🥬নবম ধাপ🥬
মসলা ভালোভাবে কষানোর পর, সেই মসলা গুলোতে শাক ও আলু কুঁচি গুলো দিয়ে ভালো ভাবে নাড়চাড়া করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।
🥬দশম ধাপ🥬
এবার ফ্রাইপেনের ঢাকনাটি খুলে ঐ শাক গুলোর মধ্যে ভাঁজা মাছ গুলো দিয়ে আর একটু উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দিয়েছি ।
🥬এগারো তম ধাপ🥬
এবার ফ্রাইপেনের ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে যখন দেখলাম শাকের রস গুলো শুকিয়ে গেছে ঠিক তখনই হয়ে গেল আমার 🍲দুই শাকের মিশ্রণে চচ্চড়ি🍲 রেসিপি।আর এবার 🍲দুই শাকের মিশ্রণে চচ্চড়ি🍲 পরিবেশনের জন্য রেডি করে তার একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি।অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে এবং ফুটাতে পারলে ভালো লাগে।তাই অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করার চেষ্টা করি এবং করবো ইন-সা-আল্লাহ।
বিষয়ঃ- দুই শাকের মিশ্রণে চচ্চড়ি।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আমার এই রেসিপি পোস্টটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ.......
আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। লাউ শাক এবং মিষ্টি কুমড়ো শাক একসাথে মিশ্রণ করে চচ্চড়ি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমি আগে কখনো এরকম করে চচ্চড়ি খাইনি। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার জন্যও অনেক শুভকামনা রইল আপু।
খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। চচ্চড়ি আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
লাউ আর মিষ্টি কুমড়ার শাকের মিশ্রণে চচ্চড়ি রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
জেডিসি গুলো খেতে অনেক মজা লাগে সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। আপনার তৈরি শাকের চচ্চড়ি রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে নিশ্চয়ই খেতেও অনেক মজাদার হবে। সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
জি ভাই রেসিপিটি অনেক সুস্বাদু ছিল।
লাউ শাক এবং মিষ্টি কুমড়া শাক সাথে খুব লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিলো
অনেক মজাদার ছিল ভাই।
শাক ভাজি এবং ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি ।আপনি লাউ শাক এবং মিষ্টি কুমড়া শাক মিশ্রণে খুব সুন্দর ভাজি রেসিপি তৈরি করলেন। যেটা আগে কখনো খাওয়া হয়নি খেতে অনেক সুস্বাদু হবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাই অনেক মজার ছিল।
আপনি খুবই চমৎকার ভাবে দুই শাকের মিশ্রণে চচ্চড়ি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাঝে মাঝে শাকের এরকম চচ্চড়ি রেসিপি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ,শুভকামনা রইল আপনার জন্য।
অনেক সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
আপনার চমৎকার রেসিপি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দুই শাকের মিশ্রণে খুব চমৎকারভাবে এই চচ্চড়ি তৈরি করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য। ।
আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।
দুই প্রকার শাক দিয়ে সুন্দর একটি চচ্চড়ি রেসিপি বানিয়েছেন আপু। ছোট মাছ দিয়ে যেকোনো চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। চচ্চড়ি রেসিপি রান্না করার পদ্ধতি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
যেকোনো ধরনের শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে লাউ শাক মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ চচ্চরি করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ভাই।