বাল্য বিবাহ।

in আমার বাংলা ব্লগ3 years ago

###বাল্য বিবাহ###

received_345298320673688.jpeg

এমন একটা সময় ছিল,
আচার-আচরণে বিভূত ছিল।

সময়ের পরিবর্তনে সময় ,
যুগের হাওয়ার,
প্রথা ছিল এক সময়!
ঘরে ঘরে দিত বিয়ে,
খোকা-খুকি দের নিয়ে,
সেত বিয়ে নয়,
গুরুজনে কয়,
বাল্য বিবাহ, বিয়ে নয়,
ছোট খুকু, ছোট খুকি,

received_193107689582300.jpeg

খেলা ধুলার মাতামাতি।
তারা কি বুঝত বিয়ে?
ধ্যান ধারণা চিন্তা নিয়ে,
মোহ তারা পুতুল খেলায়,
সেই ছোট্ট খুকি,
করবে আর কি !

মানিয়ে নিতে গিয়ে,
বলছে শুধু বলছে ,
বাবা কেন দিচ্ছ আমায় বিয়ে?
মাকে আমার সঙ্গে দাও,
তুমিও পাশে রও!

এই বাড়ি ছেড়ে কোথায় যাব,
পুতুল গুলোর পাশে রব।
ঘুরতে যদি যাই,
তোমাদের যেন পাশে পাই।

বাবা বুঝাচ্ছে,
ছোট্ট খুকিকে, বিয়ে হয়েছে,
অন্য বাড়িতে যেতে হবে যে,
থাকতে হবে সেখানে তে,
দিনের পর দিনেতে।

এই ভেবে খুকি আমার কাঁদছে সারাদিন,
শশুর বাড়ীর শাসন,
বুকের ভিতর জমে ভাঙ্গন,
খেলতে পারি না ওখানেতে,
সারাদিন কাজেতে,
মন বসে না কিছুতে।

আর ঐ লোকটি, কেমন জানি,
খেলতে বললে খেলে না,
কাজ কাজ করে বাঁচে না,
সব মিলিয়ে ওরা ৫জনা,
কেউ আমাকে ভালোবাসেনা।

বাবা ও বাবা,
আমি থাকব না এই বাড়ীতে,
চলে আসো ঐ গাড়ীতে,
সঙ্গে এনো পুতুল দুটো,
মনের ভিতর জায়গা ছোট।

বাবার সঙ্গে বাড়ি গিয়ে,
বন্ধু বান্ধব সবাইকে নিয়ে,
অনেক আনন্দ উল্লাস করবো ,
বিয়ে বিয়ে খেলা আর আমি নাহি খেলব।

received_389132622846451.jpeg

পুতুলের দিব না বিয়ে,
আমার মত যদি কাঁদে ,
আড়ি আড়ি বলে ফেলে,
রাগ ভাঙ্গাবো কি ছলে,
বিয়ে দেব না এই কালে ।

Sort:  
 3 years ago 

বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। বাংলাদেশে বাল্য বিবাহ একটি মারাত্মক সমস্যা৷

বাল্যবিবাহ নিয়ে আপনি খুব সুন্দর লিখেছেন।আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই। সহযোগিতা করবেন আশা রাখি।

বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে একজর হয়ে প্রতিরোধ করা উচিত। আমাদের বাংলাদেশ এটি বেশি হচ্ছে এখন একটু কম হলেও গ্রাম অঞ্চলের দিকে এটার প্রচলিত এখনো হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের উচিত যেন আমাদের আশেপাশে এমন ঘটনা না ঘটে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

বাল্য বিবাহ অপরাধ, এটার বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হয়ে ওঠা দরকার।তবেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব হতে পারে।
আপনি বাল্য বিবাহ নিয়ে খুব অসাধারণ একটি কবিতা লিখেছেন।খুব সুন্দর হয়েছে আপু।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। লেখার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি তবে চেষ্টা করে যাব।

বাল্যবিবাহ! এর প্রতি আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। এত অল্প বয়সে কোন ছেলে মেয়েকে বিয়ে দেওয়া উচিত না। বাল্যবিবাহ নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

আপনাকে অভিনন্দন ভাই।

 3 years ago 

বাহ! কি সুন্দর করে কবিতার মাঝে বাল্যবিবাহকে আপনি ফুটিয়ে তুলেছেন অসাধারণ ছিল আপনার কবিতাটা পুরো কবিতা পড়েছি ভালোই লেগেছে আরো ভালো ভালো কবিতা আমাদের সামনে নিয়ে আসবেন এই কামনাই করি ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই। আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো কিছু লেখার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60728.87
ETH 2661.87
USDT 1.00
SBD 2.50