DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে চকলেট।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করেছেন।আমিও আপনাদের দোয়ায় পরিবারকে নিয়ে সুন্দর দিন যাপন করছি।

received_812777674222627.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি। বর্তমান সময়টা চলছে রমজান মাস। তবে এত ব্যস্ততার মাঝেও আমার বাংলা ব্লগের সঙ্গে থাকতে পেড়ে অনেক ভালো লাগে।চেষ্টা করে যাচ্ছি বাংলা ব্লগে রীতিমত পোস্ট করার জন্য এবং একটিভিটি বজায় রেখে নিয়ম অনুযায়ী সঠিকভাবে কাজ করার জন্য।রমজানে আমার মনে হয় প্রতিটি মানুষ অনেক ব্যস্ততায় সময় পার করে।আর এ ব্যস্ততার মাঝেও আমাদের কিছু দায়িত্ব থেকে যায় সেই দায়িত্ব গুলো সঠিকভাবে পালন করতে হয়।ব্যস্ততার মাঝে দায়িত্ব ও কর্তব্য মাথায় রেখে যে নিয়ম অনুযায়ী কাজ করে এবং পরিশ্রম করে আমি মনে করি তার জীবনে সফলতা নিশ্চিত। তবে পরিশ্রম করে যাচ্ছি জানিনা আমার জীবনে সফলতা আসবে কি না।তবে সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছেন অতটুকু নিয়েই শুকরিয়া আদায় করি। আমি আজ আপনাদের মাঝে "রঙিন কাগজে চকলেট" এর ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে "রঙিন কাগজে চকলেট" ডাইপোস্টটি কিভাবে তৈরি করেছি।তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।গাম।
৩।নেটের কাপড়।
৪।কলম।
৫।সুতা।

received_784722796430983.jpegreceived_422223520303517.jpeg
received_416342344315719.jpegreceived_777159741032881.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

✡️প্রথম ধাপ🔯

received_725717752955111.jpeg

প্রথমে রঙিন কাগজটি কেটে নিয়েছি।

🔯দ্বিতীয় ধাপ🔯

received_770368668060000.jpeg

এবার সেই রঙ্গিন কাগজের এক সাইডে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে তারপরের কাগজ টুকু ভাঁজ করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি ।

🔯তৃতীয় ধাপ🔯

received_406640252112672.jpeg

এবার গাম দিয়ে লাগানোর পর সেই কাগজটি আবারো মাঝখানে ভাঁজ করে নিয়েছি।

🔯চতুর্থ ধাপ🔯

received_325798153810685.jpeg

এ বার কাগজটি উল্টে আবারো ভাঁজ করে নিয়েছি।

🔯পঞ্চম ধাপ🔯

received_436807108698272.jpeg

কাগজটির ভিতরে আঙ্গুল দিয়ে সুন্দর করে একটি বক্স বানিয়ে নিয়েছি।

🔯ষষ্ঠ ধাপ🔯

received_424077820036783.jpeg

এরপর বক্সটিকে ভাঁজ করে নিয়েছি আবারো।

🔯সপ্তম ধাপ🔯

received_7505867516144010.jpeg

এবার দুই সাইডে একটি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি ।

🔯অষ্টম ধাপ🔯

received_802493065268562.jpeg

received_1132057587822165.jpeg

আর্ট করা অংশটুকু কেচি দিয়ে কেটে নিয়েছি।

🔯নবম ধাপ🔯

received_328633946856081.jpeg

এবার আবারো বক্সটি সুন্দর দেখানোর জন্য আঙ্গুল দিয়ে ঠিক করে নিয়েছি।

🔯দশম ধাপ🔯

received_427936712965570.jpeg

কেটে নেওয়া অংশের উপর সুতা দিয়ে এক সাইডে পেঁচে গিট দিয়ে নিয়েছি।

🔯এগারো তম ধাপ🔯

received_6886136671493042.jpegreceived_7770203039678506.jpeg

received_727141746205650.jpeg

কিছু নেটের কাপড় কেটে সেই কাগজের চকলেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি।যেন চকলেটটি ফুলে থাকে এবং চকলেটের সৌন্দর্য ফুটে ওঠে। কাপড় ঢোকানোর পর ওপর সাইডে কেটে নেওয়া অংশে সুতা দিয়ে আবারও গিট দিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজে চকলেট" এর ডাই।এবার এই "রঙিন কাগজে চকলেট" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে চকলেট"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 7 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে আপনি চকলেটের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে চকলেট তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজটি ভাঁজ করে নিয়ে কেটে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 7 months ago 

রঙিন কাগজের চকলেটগুলো একদম অরজিনাল মনে হচ্ছে। মনে হচ্ছে একদম এ অরজিনাল চকলেটের ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার দক্ষতা অসাধারণ। এত সুন্দর একটি ডাই পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম অরিগামি গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 7 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

দেখতে দারুন লাগছে। রঙিন কাগজে চকলেট তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে না এটা তৈরি করা মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছেন। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি মাঝে মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার কাছে আমার ডাই পোস্টটি ভালো লেগেছে বিষয়টি আমার কাছে অনেক ভালো লাগলো।

 7 months ago 

কাগজ কেটে কিভাবে চমৎকার চকলেট তৈরি করা যায় সেটা আজকের এই পোষ্টের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি করার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

দারুন একটি ডাই পোস্ট আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করলেন মচকলেট গুলো দেখে খুবই ভালো লাগলো। একদম অরজিনাল হয়েছে। এত দক্ষতার সাথে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে এর জন্য জানাই ধন্যবাদ।

 7 months ago 

আপনি সত্যি বলেছেন আপু শত ব্যস্ততার মাঝেও যে ব্যক্তি নিজের দায়িত্ব কর্তব্য মাথায় রেখে পরিশ্রম করে যায় তার সফলতা নিশ্চিত। আপনি রঙিন কাগজ দিয়ে চকলেটের বেশ দারুন ডাই তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

পাশে থেকে সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার চকলেটের দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই সুন্দর প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। অতি চমৎকার হয়েছে আপনার এই চকলেট তৈরি। নতুন কিছু আবারো দেখার অপেক্ষায় রইলাম।

 7 months ago 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে। এটা আমার জন্য অনেক উৎসাহের বিষয়।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর চকলেট তৈরি করেছেন। চকলেট গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে একটু সময় লাগলেও দেখতে খুবই সুন্দর লাগে। এই ধরনের জিনিসগুলো ছোট বাচ্চাদের দিলে তারা খুবই খুশি হয়। সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 7 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে চকলেট তৈরি করেছেন। চকলেট গুলো দেখতে একদম অরিজিনাল চকলেটের মতো লাগছে। তবে এগুলো ছোট বাচ্চাদের দিলে ওরা অনেক খুশি হবে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72