ছোট গল্প ||| মায়াবতী.

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

IMG_20240405_001152.jpg
Source
আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি গল্প নিয়ে। কবিতায় আবেগ অনুভূতি যেমন ছোট আকারে প্রকাশ করা হয়। তেমনি আবেগ অনুভূতি ভালোবাসা বেদনা আনন্দ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনাই একটি গল্প।
মানুষের অতীত জীবনে বা ব্যক্তিগত জীবনের ঘটে যাওয়া নানান ধরনের ঘটনা গল্পে রূপান্তরিত হয়ে থাকে। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে যায়। আর সেই ঘটনা একজন কবি তার নিজের মনের মত করে গল্পে বা কবিতায় রূপান্তরিত করে। প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ নিয়ে জীবন। সুখের পর যেমন দুঃখ এসে বাসা বাঁধে তেমনি দুঃখের পরে আবার সুখের সেই সোনার হরিণ ধরা দেয়। একতরফা কোন কিছু ভালো না।শুধু আমি তোমাকে ভালোবেসে যাবো কিন্তু বিনিময়ে কিছুই পাবো না তো ঠিক না। আর এটাকে জীবনও বলা যায় না।জীবন তো সেটাই যেখানে থাকবে আনন্দ ভালোবাসা একজন অপরজনকে বোঝার ক্ষমতা।

আজ আমি আপনাদের মাঝে একটি বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে গল্পের মূল পড়বে যাওয়া যাক।

সোনাপাড়া গ্রামে এক দুরন্তপানা কিশোরী বাস করত। সেই কিশোরীর নাম ছিল মায়া। সে দেখতে যেমন অপরূপ ছিল তার কথাগুলো মায়ায় ভরপুর।দুই বোন ও বাবা মাকে নিয়ে তাদের পরিবার। মায়া ছিল বড় ও তার ছোট বোনের নাম ছিল সাথী। মায়ার বাবা একটি কোম্পানিতে চাকরি করতো। একক পরিবার নিয়ে মায়ার বাবা শহরে একটি বাসা ভাড়া করে সেখানেই ছিল। বেশ সুখে তাদের জীবন কাটছিল। এদিকে এই কিশোরী মেয়ে মায়াকে শহরের একটি স্কুলে ভর্তি করে দেওয়া হল। আর সেই ইস্কুলে রীতিমতো দুবোন যাওয়া-আসা করতে লাগলো। প্রতিদিন দু'বোন স্কুলে যাওয়া আসা করে এবং ইস্কুলে কি হয় কি গল্প হয় তা বাসায় গিয়ে তার মার সঙ্গে সব শেয়ার করে। তার মা অনেক খোলা মেলা মনের মানুষ তাই তো মেয়েদের সঙ্গে খুব ফ্রিলি সব কথা শেয়ার করেন।

আসলে প্রত্যেক বাবা-মাকে এমনই হওয়া উচিত ছেলে মেয়ের সঙ্গে ফ্রিভাবে সব শেয়ার করা। কারণ এই পৃথিবীতে বাবা মার মত আপন আর কেউ হয় না যে কোন বিপদ-আপদ আনন্দ যাই বলেন না কেন সবকিছুর ভালো দিকটাই বাবা-মা দেখিয়ে দেন। এদিক থেকে মায়ার মায়ের কোন জুড়ি নেই। মায়ার মা যেমন ছিল আধুনিকতা তেমনি সবার সঙ্গে মিশার মন-মানসিকতা। এক কথায় বলতে গেলে সে একটি অসাধারণ মানুষ ছিল। ছোট্ট পরিবারের মেয়ে মায়া ও সাথী একটি সময় বড় হয়ে গেল। মায়া স্কুল জীবন ত্যাগ করে কলেজে চলে গেলে তখন সাথীর একটু সমস্যা হয়ে গেল।

কারণ দু বোন এক সঙ্গেই স্কুলে যেত। কিন্তু যখন বড় বোন স্কুল শেষ করে কলেজে ভর্তি হল তখন তার মা সাথীকে স্কুল থেকে নিয়ে আসা-যাওয়া করতে লাগলো।এক সময় সাথীও স্কুল জীবন শেষ করল। সেও কলেজে নতুন ভর্তি হলো। এদিকে মায়া যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলো তখন তার মামাতো বোনের বাসায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছিল। সেই অনুষ্ঠানের আয়োজনের জন্য তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল।
মায়ার মা-বাবা মায়াকে বলল নিজেদের বাড়ির অনুষ্ঠান না গেলে কি হবে। তোমরা দু বোন যাবে কি আমাদের সঙ্গে।মায়া ও সাথী রীতিমতো চিৎকার করে বলে উঠলো হ্যাঁ আমরা যাব বিয়ে বাড়ি অনুষ্ঠানে খুব মজা হবে। তারা সঙ্গে সঙ্গে তাদের নিজেদের ব্যাগ গুছিয়ে সেই অনুষ্ঠানের বাড়িতে গিয়ে রওনা হলো। নিজের মামার বাড়ি বলে কথা।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ছোট গল্প "মায়াবতী"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

বাবা মা এমনি হওয়া উচিত যেনো সন্তানদের সাথে খোলামেলা কথা বলে ৷ তাহলে সবার মনে কোনো ভয় খারাপ কাজ হবে না ৷ যা হোক ভালো লাগলো দুই বোন সহ পরিবারে সবাই বিয়ে বাড়ি যাবে ৷ সেই মায়া বতি নামটাও বেশ চমৎকার ছিল ৷
অসংখ্য ধন্যবাদ এমন দারুন একটি গল্প তুলে ধরার জন্য ৷

 5 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 5 months ago 

খুব সুন্দর একটি গল্প ছিল। তাদের এত সুন্দর একটা সুখের জীবন থেকে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা বাবা মায়ের উচিত নিজের সন্তানের সাথে ফ্রি হওয়া। তাহলে সন্তানরা বাবা মায়ের সাথে কোন কিছু শেয়ার করতে আর দ্বিধাবোধ করবেনা। আর এটা প্রত্যেকটা বাবা মায়ের হওয়া উচিত। বিয়ের অনুষ্ঠান তো এমনিতেই অনেক সুন্দর হয়। আর যেহেতু তাদের মামাতো বোনের বিয়ে, তাই আরো বেশি মজা করতে পারবে তারা। এত সুন্দর একটা গল্প শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

মায়াবতী গল্পটা সম্পূর্ণ পড়ে অনেক ভালো লাগলো। দুই বোন একসাথে স্কুলে যেত স্কুল থেকে আসতো। আর বাবা-মায়ের সাথেও ভালো একটা সম্পর্ক ছিল তাদের। সব মিলিয়ে তাদের জীবনটাই ছিল অনেক বেশি সুন্দর এবং সাজানো। বাবা মা যদি সন্তানের সাথে ফ্রি হয় তাহলেই অনেক বেশি ভালো। সব কথা মাও যদি সন্তানের সাথে শেয়ার করে আর সন্তানও যদি শেয়ার করে তখন সম্পর্কটা আরও বেশি ভালো হবে। আর সহজেই একে অপরকে সব কথা শেয়ার করতে পারবে।

 5 months ago 

গঠনমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

ঠিক বলেছেন আপু প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে আর একজন কবি সেই ঘটনাকেই গল্পের মতো করে বাস্তবের রুপ দেয়। সেই গল্প পড়তেও খুব ভালো লাগে। যাই হোক আপনি খুব সুন্দর একটি গল্প শেয়ার করেছেন। আপনার গল্প পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই বাবা মায়ের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। মায়া ও সাথী তার মায়ের কাছে সব কথা শেয়ার করেন জেনে ভালো লাগলো। তারা দু'বোন বিয়ের দাওয়াত খেতে আনন্দের সাথে মামা বাড়ি যাচ্ছে দেখা যাক এরপর কি হয়?

 5 months ago 

খুবই সুন্দর একটি গল্প শেয়ার করেছেন৷ আসলে এরকম সম্পর্ক থাকলে যেন একটি আলাদা আনন্দে থাকে৷ এই গল্পের দুই বোন একসাথে স্কুলে যেত এবং তাদের বাবা-মায়ের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল৷ পিতা মাতা যদি সন্তানের সাথে ফ্রি হয় তাহলে সেই সম্পর্কটা একেবারে সুন্দর হয়৷ কারণ পিতা-মাতা যখন তাদের সবকিছু সন্তানের সাথে শেয়ার করে সন্তানরা তাদের সবকিছু শেয়ার করে, এর ফলে তাদের সম্পর্কে আরো ভালো হয়। তারা একে অপরের সাথে খুব ভালোভাবে তাদের সব কথা শেয়ার করতে পারে।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

আমি মনে করি, প্রত্যেকটা পিতা মাতারই তার সন্তানের সাথে ফ্রি হওয়া উচিত। যাইহোক, মায়া এবং তার বোন সাথীর গল্প শুনে বেশ ভালই লাগলো। আমি ভেবেছিলাম হয়তো গল্পে একটা সাস্পেন্স থাকবে কিংবা এমন কিছু ঘটবে যেটা অনেকটাই অবাক করা বিষয় হবে। তবে এটা একটা সাধারণ পরিবারের খুবই সাধারণ একটা গল্প। তারপরও এটাই বলব যে, গল্পটা দারুন ছিল।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ দাদা। মনোযোগ সহকারে আমার গল্পটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59391.37
ETH 2525.88
USDT 1.00
SBD 2.47