স্বরচিত কবি ||| তোমার জন্য ভালোবাসা ||| original poem by @saymaakter.
হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
source
আমি প্রতিনিয়ত চেষ্টা করি সপ্তাহে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। ঠিক তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আজ আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমার স্বরচিত কবিতা "তোমার জন্য ভালোবাসা" নিয়ে।কবিতা লিখতে অনেক ভালো লাগে। আমি মনে করি কবিতা ও গল্প লিখা সহজ কিছু নয়। অনেক চিন্তা ভাবনা করে মনের অনুভূতি আবেগ জড়ানো কিছু শব্দ বাক্যে পরিণত করে ছন্দ মিলিয়েই কবিতা লিখা হয়।একটি গল্পকে ছোট করে কবিতার মাধ্যমেও লেখা সম্ভব।আর সেজন্যই কবিতা লিখতে হয় আবেগ ও অনুভূতি দিয়ে। সব সময় কবিতা লেখার আবেগ কাজ করে না।কবিতা লিখতে চাই নিরিবিলি পরিবেশ। সুন্দর আকাশ চার দিকের আবহাওয়া সুন্দর হলে তাহলে সেই মুহূর্তে কবিতাগুলো লেখার জন্য উপযুক্ত সময়।
যদিও আমি কবি নই। তারপরও আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেয়ে লিখে যাচ্ছি।তবে কবিতা লিখতে বেশ ভালো লাগে। বাস্তবতাকে কেন্দ্র করে কবিতা লিখতে আরও বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই বিরহের কবিতা গুলো লিখে থাকি। আজ ভালোবাসা নিয়ে লেখার চেষ্টা করেছি।ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছু অন্যরকম লাগে।তাকে নিয়ে স্বপ্ন দেখতে যেমন ভালো লাগে। তেমনি ভালোবাসার মানুষটি হৃদয়ের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে।দুজন দুজনার প্রতি যদি বিশ্বাস ও আস্থা থাকে তাহলে ভালোবাসা হারানোর কোন ভয় নেই।আর ভালোবাসা এমনই হতে হয়।চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "তোমার জন্য ভালোবাসা" কি লিখেছি দেখে নেওয়া যাক।
আলোয় আলোকিত হবে চারপাশ ,
অন্ধকার জীবনে এক টুকরো আলো
আশার প্রদীপ মনে জালাও।
নিশি রাত যখন নিশ্চুপ
স্বপ্নগুলো ভাসে দুচোখে,
হৃদয়ের চঞ্চলতা ভালবাসার যত কথা।
আমার হিয়ার মাঝে
জুড়ায় যেন প্রাণ।
ছিল না তখন স্বপ্ন,
ভালোবাসার অনুভূতি নিয়ে
লেখা হতো না কোন কাব্য।
প্রাণভরে বাঁচার ইচ্ছা জাগে,
হয়তো তোমারি মাঝে পেয়েছি
আমি ভালোবাসার অস্তিত্ব।
তোমার অনুভবটা হৃদয়ের মাঝেই থেকে যায়,
হৃদয়ের চঞ্চলতা আবেগ জড়ানো,
কিছু কথা নীল আকাশের বিশালতায়
আপন মনে কইছি কথা।
তোমাকে ভেবে ভেবেই নিশি কাটে
বাঁকা চাঁদ নিশ্চুপ রাত,
ভালোবাসা আছে বলেই জীবন মধুময়।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
ভালোবাসার অনুভূতি দিয়ে লেখা আপনার আজকের কবিতা। কবিতার লাইন গুলো মনোমুগ্ধকর ভাবে লিখেছেন আপু। যেন যেখানেই থাকি না কেন প্রিয়জনের ভালবাসায় নিজেকে বেঁধে রেখেছি। মনটা সব সময় প্রিয়জনের উপর পড়ে থাকে এমনই অনুভূতি খুঁজে পেলাম এখানে।
সুন্দর ও সাবলীল মন্তব্য করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা কেউ কবি নই, তবুও কবিতা লিখার চেষ্টা করে যাচ্ছি।
আপনি বিরহের কবিতা লিখেন, আজ ভালোবাসার মূর্ছনা ছড়িয়ে দারুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছেন।
প্রতিটি লাইন দারুন ছিল।
এভাবেই এগিয়ে যেতে থাকুন দোয়া রইল।
অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/mst_akter31610/status/1862188919192002982?t=e3M1t_g-RQ8_QLEXKLNwrQ&s=19
অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। ভালোবাসা কেন্দ্রিক কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তুমি হবে রাত আর আমি হব চাঁদ এটা যেন সবাই তার ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্নে সাজাই। কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতাটি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
বেশ ভালো লাগলো আপু উৎসাহমূলক মন্তব্য পেয়ে ধন্যবাদ আপু আপনাকে।
ভালোবাসার কবিতা পড়তে বড় ভাল লাগে আপু। আপনি খুব সহজ-সরলভাবে সুন্দর একটি কবিতা নির্মাণ করেছেন। সুন্দর লাগলো আপনার ভালবাসার কবিতাটি। কবিতা তো ভালোবাসার কথাই বলবে। আর ভালোবাসার কথা লেখবার জন্য কবিতাই হলো শ্রেষ্ঠ মাধ্যম।
সব সময় উৎসাহ মুলক মন্তব্য করে কাজের আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দাদা আপনাকে।
বাহ চমৎকার ছিল আপনার লেখা কবিতা টা আপ। আপনার কবিতায় একটা ভালোবাসা একজন ভালোবাসার মানুষের কাছে আমাদের আকাঙ্খা এগুলো দারুণ ভাবে ফুটে উঠেছে। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই।
আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু কবিতা তৈরি করে আসছেন এবং সব সময় আমি আপনার কবিতাগুলো পড়ার চেষ্টা করি৷ আজকের এই কবিতাটি পড়েও খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ কবিতা এখানে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে। একই সাথে এই কবিতা তৈরি করার মাধ্যমে আপনার কবি প্রতিভা যেভাবে ফুটেছে তেমনি আপনার এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক উৎসাহিত হলাম।
ঠিক বলেছেন ভালবাসার মানুষ পাশে থাকলে অন্যরকম লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।তোমার জন্য ভালোবাসা কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে মন এমনিতে ভালো হয়ে যায়। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ ভাই পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার তোমার জন্য ভালোবাসা কবিতা টি পড়ে খুব ভালো লাগলো। বেশ সুন্দর কবিতা শেয়ার করেছেন আপনি। আসলে প্রিয়জন পাশে থাকলে পৃথিবীর সবকিছুই ভালো লাগে। প্রিয়জনের জন্য নিজেকে প্রকৃতির সবকিছু মাঝে বিলিয়ে দিতে খুব ইচ্ছে করে। প্রিয়জনের প্রতি ভালোবাসার অনুভূতি থেকে বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি । ধন্যবাদ আপনাকে আপু।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে এটাই আমার অনেক বড় পাওয়া।