DIY ||| এসো নিজে করি ||| জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সকলে দূর-দূরান্ত থেকে সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতা রহমতে ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি যখনই কোন নতুন কিছু তৈরি করি তখনই আপনাদের মাঝে চেষ্টা করি হাজির হতে।কসমেটিকস ও পোশাক এর মাধ্যমে আমরা আমাদের সুন্দর্য ফুটিয়ে তুলি। তেমনি আমাদের ঘরকে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলতে গেলে ঘরকে বিভিন্ন ভাবে রাঙ্গিয়ে তুলতে হয়। একটি ঘরের সৌন্দর্য অনেক ভাবে বৃদ্ধি করা যায়। ফুল সৌন্দর্যের প্রতীক।যদি মন খারাপ থাকে করাে তখন তাকে কেউ যদি ফুল উপহার দেয় তাহলে সেই মনের বিষন্নতা এমনিতেই কাটিয়ে ওঠে।ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে সেই সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল" তৈরি করে নিয়ে হাজির হয়েছি। এই "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"টি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী নিচে দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহঃ
১। ঝুট কাপড়।
২।শপিং বেগ।
৩।সুতা।
৪।কাঁচি।
৫।কটন বাড।
প্রথমে একটি শপিং ব্যাগ কে মাঝখানে কেটে দুটি টুকরো করে নিয়েছি ।
টুকরো করা শপিং ব্যাগটি চার ভাঁজ করে নিয়েছি।
চার ভাজ করা শপিং ব্যাগটিতে কোনার দিক দিয়ে চোখা করে ফুল আকৃতি করে কেটে নিয়েছি ।
এবার কিছু কাপড় কে টুকরো টুকরো করে নিয়েছি।
এই টুকরো করা কাপড় গুলো কে সুন্দর করে আরেকটি কাপড় দিয়ে পেচিয়ে গোলাকৃতি করে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি।
শপিং ব্যাগের ফুল গুলোতে মাঝখানে ছোট করে কেটে নিয়েছে।
কাটা ফুল গুলোর মাঝে লাল রংয়ের বলগুলো ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি।
এবার ফুলের ভিতরে লাল বল গুলো সুন্দর ভাবে আটকে দেওয়ার জন্য নিজ দিক দিয়ে সুতা দিয়ে খুব সুন্দর ভাবে আটকে নিয়েছি।
ফুলটি যেন খুলে না যায় সেজন্য ফুলের মাঝখান দিয়ে একটি কটন বাড্স এর ডাটা লাগিয়ে দিয়ে তারপরে আবার ফুলটিকে পুনরায় পিছনের অংশ থেকে সুতা দিয়ে আটকে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"।এবার এই "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"টির সম্পূর্ণ ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
বিষয়ঃ- ডাই "জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......
আপনি এই কথাগুলো একদম ঠিক বলেছেন ফুল সৌন্দর্যের প্রতীক।যদি মন খারাপ থাকে করাে তখন তাকে কেউ যদি ফুল উপহার দেয় তাহলে সেই মনের বিষন্নতা এমনিতেই কাটিয়ে ওঠে।ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে সেই সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। আমার তো ফুল ভীষণ ভালো লাগে ফুল পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। বলতে গেলে এরকম মানুষ নেই। আপনি খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। অসম্ভব ভালো ছিল আজকের এই পোস্ট।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আপু কাপনি ঠিক বলেছেন। ফুল সৌন্দর্যের প্রতীক।যদি মন খারাপ থাকে তখন কেউ যদি ফুল উপহার দেয় তাহলে সেই মনের বিষন্নতা এমনিতেই কেটে যায়।।ফুল দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে সেই সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। আপু আপনার তৈরি জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল অসাধারণ সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য।
ঠিক বলেছেন আপনি বিভিন্ন ধরনের কসমেটিকের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করি।। আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে হলেও নানান ধরনের জিনিসপাতি দিয়ে সেটা করতে হয় তার মধ্যে ফুল হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে।। আপনি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খুবই সুন্দর ভাবে ফুল প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপু আপনি ঠিক বলেছেন সৌন্দর্যের প্রতীক হলো ফুল। এবং মন খারাপের সময় ফুল পেলেই মন ভালো হয়ে যায়। আপনি ঝুট কাপড় শপিং ব্যাগ ও কটনবাড দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। ফুলটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে।আপনাকে ধন্যবাদ এটি দিয়ে খুব সুন্দর ঘর ডেকোরেশন করা যাবে আপু।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু।
ঠিকই বলেছেন আপু ফুল সৌন্দর্যের প্রতীক ফুল দেখলে আসলেই মনটা কেমন যেন হয়ে ওঠে। আর ঘর সাজাতে হলে ফুলের কোন বিকল্প নেই তাজা তাজা ফুল দিয়ে ঘর সাজালে দেখতে আসলেই অন্যরকম সুন্দর লাগে। আপনি ঝুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আমি প্রথমে ঝুট কাপড় গুলো দেখে ভেবেছিলাম এগুলো দিয়ে আবার কি তৈরি করবেন পরে দেখলাম যে এগুলো দিয়ে আপনি ছোট ছোট বল বানিয়ে ভিতরে বসিয়ে দিয়েছেন, ভালো লাগছে কালার কম্বিনেশনটাও।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর ভাবে কাপড়ও শপিং ব্যাগ ব্যবহার করে ফুল তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
আপনার জন্যও অনেক শুভকামনা রইল ভাই।
জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। আমার কাছে আপনার এই পোস্ট অনেক ইউনিক লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ফুলের মাঝখানে লাল বলগুলো দেওয়াতে দেখতে আরও বেশি ভালো লাগছে। এত ইউনিক একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর করে জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার কালার কম্বিনেশনটাও বেশ দুর্দান্ত হয়েছে। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
বাহ অসাধারণ জুট কাপড় ও শপিং ব্যাগ দিয়ে ফুল অঙ্কন করেছেন। সত্যি বলেছেন ফুল দিয়ে ঘর সাজানো গেলে মানুষের মন কেড়ে নেবে। খুব সুন্দর করে ফুলের ডিজাইন তৈরি করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।