DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজ দিয়ে লেডিস ব্যাগ।

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

জানিনা আপনাদের সময় কেমন কাটছে তবে আমার সময় বাসায় বসে থেকে অনেক ভালই কাটছে।কারণ বৃষ্টি আমার অনেক প্রিয়। প্রচন্ড বৃষ্টি ঝরছে আজ কদিন হলো।এদিকে ছেলেরও পরীক্ষা শেষ। দুদিন হল বাসায় ছেলের স্কুল বন্ধ কারণ পরীক্ষা শেষ হয়েছে। তাই ছোটদের বন্ধ ও বড়দের পরীক্ষা চলছে। মোটামুটি ছেলেদের নিয়ে বাসায় বেশ আনন্দে দিন কাটাচ্ছি।এই আনন্দটুকু উপভোগ করতে পারছি হয়তোবা সবার দোয়ায়। কারণ আমি বিশ্বাস করি দোয়া পৃথিবীর সবথেকে বড় সৃষ্টিকর্তার নিয়ামত। বাসায় বসে বসে থাকা আর ভাঁজাপোড়া খাওয়া খেতে মন্দ লাগেনা আমার মনে হয় সবারি বেশ ভালোই লাগে।কারণ বৃষ্টির সময় বাইরে তো বেশি যাওয়া হয়না সবার। বাসার খাবারগুলো অনেক স্বাস্থ্যসম্মত আর একসঙ্গে পরিবারের সবাই মিলে খাওয়া যায় এবং আনন্দ করা যায়।

received_6617708888310235.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। "রঙ্গিন কাগজ দিয়ে লেডিস ব্যাগ" এর পোস্ট নিয়ে হাজির হয়েছি। রঙ্গিন কাগজ দিয়ে ডাই পোস্ট করতে আমার অনেক ভালো লাগে এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। চলুন আর কথা না বাড়িয়ে এই লেডিস ব্যাগটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।কাঁচি।
৩।গাম।

received_3212662642369925.jpeg

received_690902415965910.jpeg

received_973734573722214.jpeg

প্রস্তুত প্রণালী
প্রথম ধাপ**

received_1446702296178629.jpeg

প্রথমে একটি কাগজ ভাঁজ করে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_241581085554107.jpeg

received_3586803694925272.jpeg

এরপর সেই কাগজটিকে মাঝখানে ভাঁজ করে ত্রিভুজ আকৃতি করে নিয়েছি। আবারো সেই কাগজটিকে তার অপজিটে ভাঁজ করে নিয়েছি ঠিক একই ভাবে।

তৃতীয় ধাপ

received_304657652191656.jpeg

এবার ত্রিভুজ আকৃতির কাগজটিকে খুলে আবার লম্বা ও তার অপজিট অংশে ঠিক একই ভাবে ভাঁজ করে নিয়েছি ।

চতুর্থ ধাপ

received_1506507773443154.jpeg

received_634198138828887.jpeg

আবার কাগজটিকে খুলে ভাঁজ অনুযায়ী সব সাইটে মুড়ে দিয়েছি ।

পঞ্চম ধাপ

received_1524296488389291.jpeg

received_227140860363692.jpeg

সব সাইডে মুড়ে দেওয়ার পর খাম আকৃতি করে সেই কাগজটিকে আবারো লম্বা করে ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_854742399312432.jpeg

ঠিক একইভাবে লম্বার বিপরীত সাইডে আবারো ভাঁজ করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_996829974877973.jpeg

আবারো কাগজটিকে খুলে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1516010619162095.jpeg

এবার কাগজের দুই সাইডের মুখ বন্ধ এবং দুই সাইডে খোলা রেখেছি।

নবম ধাপ

received_868273411326539.jpeg

রঙ্গিন কাগজের দুই সাইডে আবারো ভাঁজ করে নিয়েছি এবং উঠিয়ে নিয়েছি।

দশম ধাপ

received_856159919370622.jpeg

received_641719941361414.jpeg

এবার কাগজের ভাঁজের এক সাইডের অংশটুকু মিলিয়ে গাম দিয়ে আটকে দিয়েছি । ঠিক একই ভাবে অপর সাইডেও গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

এগারো তম ধাপ

received_235147096209546.jpeg

কাগজের অবশিষ্ট দুই সাইডে উপরের অংশটুকু গাম দিয়ে লাগিয়ে নিয়েছি এবং বাকিটা আকৃতির সঙ্গেই ভাঁজ করে নিয়েছি। এভাবে হয়ে গেল ব্যাগের অংশটুকু।

বারো তম ধাপ

received_1501174470630465.jpeg

received_1325660161474965.jpeg

received_632102365778373.jpeg

আরেকটি কাগজের অংশ নিয়ে গাম দিয়ে আটকিয়ে চিকন করে ভাঁজ করে নিয়েছি এবং দুই সাইডে লেডিস ব্যাগের হ্যান্ডেল বানিয়ে নিয়েছি ।

তেরো তম ধাপ

received_1546037566138184.jpeg

এবার পর্যায়ক্রমে ব্যাগের এক সাইডের হ্যান্ডেলটি ভিতরে ঘাম দিয়ে আটকে নিয়েছি ঠিক একই ভাবে অপর সাইডের টাও গাম দিয়ে লাগিয়ে নিয়েছে আর এভাবে হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে লেডিস ব্যাগ"।এবার এই "রঙিন কাগজ দিয়ে লেডিস ব্যাগ" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজ দিয়ে লেডিস ব্যাগ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 10 months ago 

রঙিন কাগজ দিয়ে লেডিস ব্যাগটি খুবই সুন্দর হয়েছে আপু।আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি ধাপগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার ডাই আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 10 months ago (edited)

আমাদের এদিকে অনেকদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির দিনে ঘরের মধ্যে খুব আনন্দে দিন কাটানো যায়। আপু আপনার তৈরি কৃত ডাই প্রজেক্টে অসাধারণ হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে।

 10 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

ছেলের পরীক্ষা শেষ হওয়ার পর এখন সে বাসায় এবং তার সাথে খুবই ভালো সময় কাটাচ্ছেন এটা জেনে অনেক বেশি ভালো লাগলো। এরকম ভাবেই যেন আপনাদের প্রত্যেকটা মুহূর্ত কাটে এটা দোয়া করি। আজকে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা লেডিস ব্যাগ তৈরি করেছেন আপনি। ভাঁজে ভাঁজে এটা তৈরি করতে অনেক বেশি সময়, ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়েছে যা দেখেই বুঝতে পারছি। পুরোটা কিন্তু আমার কাছে বেশ দারুন লেগেছে।

 10 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি লেডিস ব্যাগ তৈরি করেছেন। বাজারে যে সকল ব্যাগগুলো এখন দেখতে পাওয়া যায় তার থেকে আপনার তৈরি এই ব্যাগ অনেক বেশি পরিমাণে সুন্দর হয়েছে। আর আপনি এই ব্যাগ তৈরি করতে অনেক সময় দিয়েছেন এবং অনেক পরিশ্রম করেছেন তা দেখাই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর ডাই শেয়ার করার জন্য।

 10 months ago (edited)

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

ভাঁজে ভাঁজে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক কষ্ট হয়, তবে সেগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি উপস্থাপনাটা অনেক সুন্দর করে তুলে ধরেছেন, যা দেখে যে কেউ এটা তৈরি করতে পারবে। ছোট বাচ্চারা কিন্তু রঙিন কাগজের তৈরি করা এরকম জিনিস গুলো পেলে অনেক বেশি খুশি হয়। তারা এই ধরনের জিনিসপত্র দিয়ে খেলাধুলা করতে পছন্দ করে।

 10 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলো ও দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি লেডিস ব্যাগ তৈরি করেছেন। ব্যাগটি দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছে। এত সুন্দর একটি
ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

সুন্দর করে উৎসহমুলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আপনার তৈরি লেডিস ব্যাগ ও অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লেডিস ব্যাগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার ডাই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44