DIY ||| এসো নিজে করি ||| আকর্ষণীয় রঙিন কাগজের চাকুর অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ23 days ago

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দর ভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

2024062422472674.jpg
CapCut-এ ছবিটির কাজ করেছি।

আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক আকর্ষণীয় ও সুন্দর লাগে। কিন্তু এই রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট তৈরি অনেক সাবধানতার সাথে করতে হয়।একটু অসাবধানতার কারণে সেই তৈরির জিনিসটি যে কোনো সময়ে ছিড়ে বা নষ্ট হয়ে যেতে পারে।রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিসের অরিগ্যামি গুলো দেখতে অনেক ভালো লাগে। একটি সম্পূর্ণ কাগজের ভাঁজে ভাঁজে সুন্দর জিনিসের নতুন রুপ দিতেও অনেক ধৈর্য ও সময় নিয়ে করতে হয়।আমি আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি চাকুর অরিগ্যামি নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে এই চাকুর অরিগ্যামিটি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।ঝিকিমিকি কাগজ।
৩।গাম।
৪।কাচি।

received_350818311382836.jpegreceived_477087841400691.jpeg
received_1511171673088471.jpegreceived_2652492524952196.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

প্রথম ধাপ

received_439896448924434.jpeg

প্রথমে আকাশি রং এর একটি কাগজ অর্ধেক কেটে নিয়েছি।।

দ্বিতীয় ধাপ

received_1115873662972181.jpeg

এবার সেই কাগজটি দুই সাইডে সমান ভাবে ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_874580777914986.jpeg

ভাঁজ করে নেওয়া কাগজটির দুই সাইডের উপরের দিকে ছোট করে আবার ভাঁজ করে নিয়েছি ।

চতুর্থ ধাপ

received_767486448798367.jpeg

এবার সেই ভাঁজ আবার খুলে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_661493189508667.jpeg

উপরের অংশের ভাঁজটি খুলে নেওয়ার পর।সেই ভাঁজে ভাঁজে কাগজটি ভিতরে ঢুকিয়ে দিয়ে চাকুর সেভ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_435572792780658.jpeg

এবার গাম দিয়ে সেই অংশটি লাগিয়ে দিয়েছি।

সপ্তম ধাপ

received_402664995451838.jpeg

চাকুর নিচের অংশটির জন্য আরেকটি রঙিন কাগজ কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_386502061068071.jpeg

received_1568151153749035.jpeg

এবার সেই আকাশি রং এর চাকুটি কমলা রঙের কাগজের ভেতরে গিয়ে লাগিয়ে দিয়েছি।

নবম ধাপ

received_1609294669637338.jpeg

একটি রঙিন ঝিকিমিকি কাগজ কেটে নিয়েছি।

দশম ধাপ

received_25703230222653759.jpeg

সেই ঝিকিমিকি কাগজটি চাকুর মাঝে ও নিচে আটকে দিয়েছি।

এগারো তম ধাপ

received_1557643038497960.jpeg

received_1246277323449845.jpeg

চাকুটি সুন্দর দেখার জন্য কিছু ঝিকিমিকি কাগজ আবারও ছোট ছোট করে নিয়েছি এবং চাকুর মাঝখানে সেগুলো বসিয়ে দিয়েছি।

বারো তম ধাপ

received_985355949715271.jpeg

চাকুর মাথায় সামান্য চিকন করে ঝিকিমিকি কাগজ লাগিয়ে দিয়েছি চাকুর সৌন্দর্য বৃদ্ধির জন্য।আর এভাবেই হয়ে গেল আমার "আকর্ষণীয় রঙিন কাগজের চাকুর অরিগ্যামি"।এবার এই "আকর্ষণীয় রঙিন কাগজের চাকুর অরিগ্যামি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 22 days ago 

কাগজ দিয়ে চাকু তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা চাকু খুবই সুন্দর হয়েছে আপু। নতুন কিছু তৈরি করলে সত্যি অনেক ভালো লাগে। আপু আপনার পোস্ট খুবই ভালো লাগলো। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 21 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 23 days ago 

আকর্ষণীয় রঙিন কাগজের চাকুর অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু এটা দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। এমন জিনিস তৈরি করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

 22 days ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 22 days ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। চাকু বা ছুরি যাই বলি না কেন দেখতে কিন্তু বেশ চমৎকার হয়েছে। গ্লিটার পেপার দিয়ে সাজানোর জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে এসব জিনিস বানাতে অনেক সময় লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 22 days ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 22 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে আপনি তিনটা চাকুর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই চাকু গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ছোট বড় করে তিনটা চাকু তৈরি করেছেন আপনার উপস্থাপনা দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে এগুলো। এটা কিন্তু সত্যি দক্ষতা মূলক একটা কাজ ছিল। দক্ষতাকে কাজে লাগিয়ে এই কাজগুলো করা লাগে। ভাঁজে ভাঁজে এগুলো সুন্দরভাবে তৈরি করা হলে, এটা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা অনেক মুশকিল হয়। কারণ ভাঁজ গুলো কিভাবে করা হয়েছে এটা বলে বোঝানো যায় না। তবুও আপনি সুন্দর করে তুলে ধরেছেন এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 22 days ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 22 days ago 

রঙিন কাগজ দিয়ে চাকু তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আকর্ষণীয় রঙিন কাগজের চাকুর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা চাকু গুলো একদম বাস্তবের মতোই হয়েছে। তবে বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।

 22 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 22 days ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 22 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 22 days ago 

আপু চাকুটা ধার দিয়েন ডাকাতি করতে যাব হা হা হা। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর চাকুর অরিগ্যামি তৈরি করেছেন সুন্দর লাগছে। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 22 days ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 22 days ago 

বাহ আপনার তো চমৎকার আইডিয়া। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে চাকুর অরিগ্যামি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে হলে ধৈর্য ধরে বানাতে হয়। আর ভাঁজ গুলো খুব সুন্দর করে দিতে হয়। আপনি চমৎকার চাকুর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 21 days ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 22 days ago 

এই ধরনের ডাই করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, না হলে এগুলো নষ্ট হয়ে যায়, এটা ঠিক বলেছেন আপনি। তাছাড়া এই ধরনের কাজ করতে গেলে অনেক সময় এবং ধৈর্য দিয়ে করতে হয়। আমি যেহেতু এই ধরনের কাজ করি, তাই এই বিষয়টা জানি আপু। আপনার আজকের শেয়ার করা তিনটি ভিন্ন প্রকারের চাকু গুলো বেশ সুন্দরই হয়েছে। সত্যি বলতে, এগুলো চাকু হলেও আমার কাছে দেখতে কিন্তু খুব কিউট লাগলো। তাছাড়া, আপনি এটি তৈরির প্রক্রিয়া বেশ সুন্দর ভাবে এখানে উপস্থাপন করেছেন যার ফলে এটি তৈরির পদ্ধতিও শিখে নিতে পারলাম।

 21 days ago 

সব সময় উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দাদা।

 22 days ago 

আপনি তো রঙিন কাগজ ব্যবহার করে খুব চমৎকার চাকুর অরিগ্যামি তৈরি করেছেন। তবে আপনার চাকুর অরিগ্যামি দেখে অনেক ভালো লাগলো। আসলে এধরনের ডাইগুলো করতে যেমন ভালো লাগে তেমনি সাবধানে বানাতে হয়। আর রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। চমৎকার চাকুর অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 21 days ago 

সব সময় আপনার মন্তব্য গুলো পড়ে অনেক উৎসাহ বোধ করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50