রেসিপি পোস্ট ||| ডিম দিয়ে নতুন আলুর ঝাল ডাল।

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে এখন বেশ ভালো আছি।

received_1174033246912586.jpeg

আমি আজ আপনাদের মাঝে রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি।যেকোনো রেসিপি তৈরি করতে আমার অনেক ভালো লাগে।রেসিপি গুলো যদি নতুন হয় তাহলে সেই রেসিপি নিয়ে কখন আপনাদের মাঝে হাজির হব সেই অপেক্ষায় করতে থাকি। বর্তমানে বাজারে নতুন আলুর প্রচন্ড চাহিদা চলছে। সবাই যখনই বাজারে যাচ্ছে নতুন আলু নিয়ে বাসায় ফিরছে। আমারও কিন্তু নতুন আলু খেতে খারাপ লাগছে না। কিছুদিন আগে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝাল ভুনা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।আজ আপনাদের মাঝে "ডিম দিয়ে নতুন আলুর ঝাল ডাল" নিয়ে হাজির হয়েছি।তবে এই রেসিপিটি খেতে ভালো লাগছিল না তা কিন্তু নয়। নতুন আলুর একরকম একটি স্বাদ আছে এবং এর সঙ্গে ডিম মিশ্রণে রেসিপিটি দারুন হয়েছিল । চলুন আর কথা না বানিয়ে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।আলু।
২।ডিম।
৩।কাঁচা মরিচ।
৪।পেঁয়াজ।
৫।রসুন।
৬।ছোট এলাচ।
৭।হলুদের গুঁড়ো।
৮।মরিচের গুঁড়ো।
৯।লবণ।
১০।তৈল।

received_857851152777165.jpegreceived_3702730599978992.jpeg
received_816355723674654.jpegreceived_1066129841290219.jpeg
received_950972802525670.jpegreceived_1109660640219397.jpeg
received_707837308140304.jpegreceived_765154849005553.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_883463330226376.jpeg

প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_221822054351012.jpeg

এরপর সেই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_3588456298067822.jpeg

received_7424527864273795.jpeg

এবার সিদ্ধ করা আলু গুলো ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_805332894749937.jpeg

মেখে নেওয়া আলু গুলোতে পানি দিয়ে মিক্সড করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_925498382581441.jpeg

received_758206719199632.jpeg

এবার ডিম সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_305950779126901.jpeg

received_1169091344056736.jpeg

খোসা ছাড়িয়ে নেওয়ার ডিম গুলো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে ফ্রাই পেনে তেলে ভেঁজে নিয়েছি ।

সপ্তম ধাপ

received_215520068318407.jpeg

received_1320109932036917.jpeg

এবার একটি ফ্রাই পেনে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি, হলুদের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো , সাদা এলাচ ও রসুন কুঁচি দিয়ে ভেঁজে নিয়েছি।

অষ্টম ধাপ

received_404243552170677.jpeg

received_759504099434361.jpeg

received_247482815067478.jpeg

ভেঁজে নেওয়া মসলায় আলুর মিশ্রণটি আস্তে করে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

নবম ধাপ

received_976382577337601.jpeg

কিছুক্ষণ পর যখন আলুর ডালের পানি কমে গিয়েছে তখন ভেঁজে নেওয়া ডিমগুলো তার ভিতরে দিয়ে দিয়েছি।

দশম ধাপ

received_828821872338621.jpegreceived_1324773054887931.jpeg

received_2210222309326324.jpeg

ডিম দিয়ে দেওয়ার পর আবারো কিছুক্ষণ অপেক্ষা করেছি যখন রেসিপিটি হয়ে গিয়েছে তখন নামিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "ডিম দিয়ে নতুন আলুর ঝাল ডাল" রেসিপি। এবার এই "ডিম দিয়ে নতুন আলুর ঝাল ডাল" রেসিপির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- রেসিপি পোস্ট "ডিম দিয়ে নতুন আলুর ঝাল ডাল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 6 months ago 

ঠিক বলেছেন আপু নতুন কোন খাবার রান্না করতেও যেমন ভালো লাগে খেতেও তেমন সুস্বাদু লাগে। এই আলুর ডাল আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম খেয়েছিলাম। ডিম দিয়ে এভাবে আলুর ডাল রান্না করলে খুব ভালো লাগে খেতে। আপনি যেভাবে রান্না করেছেন দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল। কালারও বেশ লোভনীয় লাগছে দেখতে।

 6 months ago 

ডিম দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছি কিন্তু এই রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনার এই রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। ডিম মানেই পুষ্টিগুণে ভরপুর। তাই ডিম খাওয়া আমাদের জন্য খুবই প্রয়োজন। তা যেভাবেই হোক না কেন আর আমি ডিম খেতে খুব পছন্দ করি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 6 months ago 

সত্যি বলতে আলু আর ডিমের সমন্বয়ে এরকম ডাল রেসিপি কখনো খাওয়া হয়নি তাই এই রেসিপিটা আমার কাছে অনেকটা ইউনিক মনে হয়েছে যদিও ভিন্ন ধরনের রেসিপি হওয়ায় টেস্ট করার আগ্রহ টা একটু বেশি ছিল। যাই হোক মজাদার রেসিপিটি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। ডিম দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে খাওয়া হয়েছে। তবে এখনো এভাবে আলু ডিম দিয়ে ডাল খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। তবে খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 6 months ago 

আসলে বাজারে এখন নতুন আলুর চাহিদা অনেক বেড়েছে। নতুন আলুর ভাজি খুবই ভালো লাগে আমার কাছে। আজকে আপনি নতুন আলু দিয়ে ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন। আসলে এই ডিম ভুনা আমার খুবই পছন্দের একটি খাবার। আপনার রেসিপি পরিবেশন দেখে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ডিম দিয়ে নতুন আলুর অত্যন্ত সুস্বাদু এবং চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপিতে আলুগুলো সিদ্ধ করে গলিয়ে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সবথেকে বেশি ভালো লেগেছে আপনার এই রেসিপি তৈরিতে কাঁচা মরিচের ব্যবহারটা দেখে। দারুণ একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

নতুন আলু দিয়ে মুরগী রান্না করলে যেমন ভালো লাগে এরকম ডাল বানিয়ে ডিম রান্না করলেও খেতে খুব ভালো লাগে । আপনার ডিমের রেসিপি দেখে মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলতে ।কারণ ডিম আমি অনেক পছন্দ করি । এভাবে করে মাঝে মাঝে আমিও রান্না করে খাই । আমার কাছে খুব ভালো লাগে । ভালো লাগলো আপু আপনার রেসিপিটি ।

 6 months ago 

আলু এবং ডিম দুটোই আমার বেশ পছন্দের। আর নতুন আলু দিয়ে কিছু রান্না করলে খেতে আমার কাছে খুব ভালো লাগে। তবে আলু দিয়ে আলুর ঝাল ডাল এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আপনি তো একদম ভিন্ন রকম একটি রেসিপি করেছেন। যদিও কখনো আলু এবং ডিম দিয়ে এ ধরনের ঝাল রেসিপি করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে আমার খেতে মন চাইতেছে। একদিন বাড়িতে এভাবেই রেসিপিটি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনিতো খুব সুন্দর করে নতুন আলু এবং ডিম দিয়ে ঝাল রেসিপি করেছেন। নতুন আলু দিয়ে কিছু রেসিপি করলে খেতে অনেক মজা লাগে। তবে এভাবে আলু দিয়ে ডিম রেসিপি আমি অনেক আগে খেয়েছিলাম একবার। তবে আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61228.86
ETH 2663.22
USDT 1.00
SBD 2.54