রেসিপি পোস্ট ||| মজাদার দুধ পুলি পিঠা ||| original recipe by @saymaakter.
আসসালামু আলাইকুম। পবিত্র এই রমজান মাস রহমত ও বরকতের মাস।এই রহমত ও বরকতময় দিনগুলো সবার জীবনে সুস্থতা ও নিরাপত্তায় কাটুক এই কামনাই করি।আশা করি সিয়াম সাধনার মাসে সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনযাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।রমজান মাসে আমাদেরকে কতনা রকমের রেসিপি তৈরি করতে হয়।এই নতুন নতুন রেসিপি গুলো তৈরি করে আমরা পরিবারকে নিয়ে অনেক আনন্দে বা তৃপ্তি সহকারে খেয়ে থাকি।বাসার যে কোন খাবারে নিঃসন্দেহে স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য ভালো।আমরা অনেক সময় বাইরে খাবারের প্রতি আকৃষ্ট হই কিন্তু বাইরের খাবারের চেয়ে যদি বাসার একটু কষ্ট করে খাবার তৈরি করে খাই তাহলে শরীর ভালো থাকবে এবং পরিবারের সদস্যদের সাথে আনন্দে মেতে থাকা যায়। কারণ পরিবার আমাদের জীবনে বিশাল একটি অংশ এবং অনেক গুরুত্বপূর্ণ। পরিবার ভালো থাকলে আমরা ভালো থাকি আর পরিবার অসুস্থ থাকলে কেউ মনটাও ভালো থাকে না। আমি আজ আপনাদের মাঝে মজাদার দুধ পুলি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি।দুধপুলি পিঠা কমবেশি সকলেরই পছন্দ। আমার তো অনেক প্রিয়। যখন যে পিঠা তৈরি করতে ইচ্ছে হয় সঙ্গে সঙ্গে সেই পিঠা তৈরি করে ফেলি। পিঠা বানাতে আমার অনেক ভালো লাগে। চলুন আর কথা না বাড়িয়ে এই "মজাদার দুধ পুলি পিঠা"টি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।চালের গুড়া।
২।দুধ।
৩।নারিকেল।
৪।গুড়।
৫।সাদা এলাচ।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
একটি ফ্রাই প্যানে নারিকেল গুড় দিয়ে ভেঁজে নিয়েছি।
এবার একটি পাতিলে পানি ফুটিয়ে চালের গুঁড়ো দিয়ে একটি খুমার তৈরি করে নিয়েছি।
খুমার বেলুন পিরিতে একটি রুটি বানিয়ে নিয়েছি ।
এবার সেই রুটি থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি।
সেই ছোট রুটিতে নারকেলের মিশ্রনটি দিয়ে দিয়েছি।
এবার পিঠার শেভ করে নিয়েছি।
এভাবে পর্যায়ক্রমে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি।
এবার একটি সাসপেনে গাভীর দুধ জাল করে নিয়েছি।
দুধে নারিকেল দিয়ে দুধ ফুটিয়ে নিয়েছি।
এবার গুড় দিয়ে দুধ সুন্দর করে জ্বাল করে নিয়েছি আবারও।
![]() | ![]() |
---|
ফুটন্ত জ্বাল করা দুধে পিঠাগুলো দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ জ্বাল করে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "মজাদার দুধ পুলি পিঠা" । এবার এই "মজাদার দুধ পুলি পিঠা"র একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1897342878801875308?t=letVbuxAyI7ToBEsOXGRFA&s=19
ঠিক বলেছেন আপু পরিবার অসুস্থ থাকলে মনটা ভালো লাগে না। আপনি অনেক সুন্দর ভাবে দুধ পুলি পিঠা তৈরি করেছেন যেটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে ধন্যবাদ।
জি আপু অনেক মজার ছিল।
এত লোভনীয় পিঠা রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের পিঠার রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজাদার পিঠা তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজাদার পিঠা গুলো আমরাও খেতে পারতাম। এই পিঠার রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।
ভাই বোনের বাসায় আসবে তখন তো অবশ্যই মজাদার পিঠা বানিয়ে খাওয়াবো হরেক রকম।
গুড় দিয়ে পিঠা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। দুধ পুলি পিঠা খেতে অনেক মজা হয়। এই পিঠা আমার খুবই প্রিয়। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু।
ঠিক বলেছেন আপু দুধ পুলি পিঠা খেতে খুব মজা লাগে।
হ্যাঁ আপু ঠিক বলেছেন দুধ পুলি পিঠা কম বেশি সবাইর খুব প্রিয়। আচ্ছা আপনি মজার দুধ পলি পিঠা রেসিপি বানিয়েছেন। এই পিঠাগুলো ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। আগে কিন্তু গ্রামে এই পিঠাগুলো বেশি বানানো হতো। খুব সুন্দর করে দুধ পলি পিঠা রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
দুধ পুলি টা আমার বেশ পছন্দের পিঠা। কিন্তু এটা তৈরি করা একটু ঝামেলার। দারুণ লাগল আপনার তৈরি দুধপুলি টা দেখে। খুবই সুন্দর করেছেন আপু। চমৎকার ছিল আপনার তৈরি দুধপুলি টা। সবমিলিয়ে দারুণ করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আসলে দুধ পুলি পিঠা কমবেশি সবাই পছন্দ করে। এই রেসিপিটা প্রায় প্রতি বছর শীতকালে খাওয়া হয়। এই বছর শীতকালেও দুধ পুলি পিঠা খাওয়া হয়েছে আমার। যাইহোক বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।