লাইফ স্টাইল পোস্ট ||| বাচ্চাদের আবেগ।

in আমার বাংলা ব্লগ7 hours ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই ও বোনেরা আশা করি সকলে সুস্থ আছেন এবং পরিবারকে নিয়ে অনেক আনন্দঘন সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

IMG_20240924_173959.jpg


আজকে আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।লাইফ স্টাইল পোস্ট এটি আমার দ্বিতীয় পোস্ট করেছি। প্রতি সপ্তাহে একটি লাইফ স্টাইল পোস্ট করার চেষ্টা করব ঠিক করেছি।তারই ধারাবাহিকতায় আজকে আবারো আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হতে চলেছি।আমি জানিনা লাইফ স্টাইল পোস্টটি আপনাদের কাছে কেমন লাগে? তবে আমি চেষ্টা করে যাচ্ছি ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।চলুন আর কথা না বাড়িয়ে মূল পোস্টে যাওয়া যাক।

IMG_20240924_173936.jpg

গতকাল বিকালে বাচ্চাদের নিয়ে স্টেডিয়ামে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখি অনেক বাচ্চা ক্রিকেট খেলা শিখছে অর্থাৎ তারা ক্রিকেট কোচিং করছে। যা আমার বাচ্চাদেরকে দেখিয়ে বললাম তোমরা কি ক্রিকেট খেলা শিখতে চাও, কিন্তু বাচ্চারা কেন যেন ক্রিকেটের প্রতি অত বেশি দুর্বল না তারা ফুটবল খেলাকে বেশি পছন্দ করছে।আমার দুই বাচ্চা এক বাক্যে বলে ফেলল আমরা ফুটবল খেলা শিখতে চাই আম্মু আর আমার কেন যেন ক্রিকেট খেলাটা কে বেশি পছন্দ হয়।

IMG_20240924_173942.jpg

আমি বাচ্চাদের বললাম দেখো ক্রিকেট খেললে অনেক বড় তারকা হওয়া যায় এবং অনেককে পছন্দ করে,অনেকের প্রিয় মানুষ হওয়া যায় এবং অনেক টাকা পয়সা হয়,গাড়ি নিয়ে ঘোরা যায়, অনেক মানুষ চেনে।তখন আমার ছেলেরা বলে যে না ক্রিকেটের চাইতে ফুটবলে বেশি মানুষের পছন্দের মানুষ হওয়া যায় এবং অনেক টাকার মালিক হওয়া যায় যেমন মেসি ও রোনালদো।

তখন আর বাচ্চাদের সাথে কথার বাড়াবাড়ি করলাম না কারণ আমি জানি বর্তমানে বাচ্চারা অনেক বেশি ট্যালেন্ট এবং এরা সারা বিশ্ব নিয়ে ঘাঁটাঘাটি করে। আমরা আসলে এত কিছু ঘাঁটাঘাঁটি করিনা, শুধু সামনে যেটি চোখে পড়ে ঠিক সেটি নিয়ে চিন্তাভাবনা করি।কিন্তু দেখলাম আমার বাচ্চারা বহির্বিশ্বের লোকজনদের জীবনী নিয়ে ঘাটাঘাটি করে।

IMG_20240924_173927.jpg

আমি তো ওদের মুখের কথা শুনে থোয়া হয়ে গেলাম, যে ওরা এত কিছু চিন্তা করে।রোলানদো,মেসির বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে।তখন আমার বড় ছেলে বলে আম্মু তুমি জানো মেসির একটি বাড়ির কত পপুলারিটি,কত মানুষ চেনে এবং কত টাকা দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে? তখন আমি বললাম না বাবা, আমি বাংলাদেশের ক্রিকেটার সাকিব,মুশফিক, তামিম এদের লাইফ স্টাইল নিয়ে জানি এবং এদেরকে দেখি অনেক জনপ্রিয় এরা এবং অনেক টাকা পয়সার মালিক।তখন আমার ছেলে বলে আম্মু তুমি জানো না মেসির একটি গাড়ির যে মূল্য, সেই মূল্যই এদের সব টাকা-পয়সার মূল্যের সমান হবে।

তাই আমি সবার কাছে দোয়া চাই যেন আমার বাচ্চারা মানুষের মত মানুষ হতে পারে এবং সাধারণ অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Messenger_creation_028DA0B1-C10B-4050-87E0-AB930BA0D32E.png

Sort:  
 6 hours ago 

আপনি স্টেডিয়ামে ঘুরতে গিয়েছিলেন যেন ভালো লাগলো। মাঝেমধ্যে এমন পরিবেশে গেলে ভালো লাগে। সেখানে নিজের ছেলে হোক নিজের ছেলেদের বয়সী বা অন্য কারো খেলতে দেখলেও সেটা ভালো লাগে। সেখানে তো আপনি দেখলেন ক্রিকেট খেলার প্রশিক্ষণ হচ্ছে। যাই হোক বেশ ভালো কথা। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 3 hours ago 

আপু আপনার বাচ্চাদের মত আমারও ফুটবল খেলা ভীষণ ভালো লাগে। ক্রিকেট খেলা মাঝে মাঝে দেখি কিন্তু ফুটবলের মত অতটা ভালো লাগে না। আপু আপনার বাচ্চারা তো দেখছি মেসি রোনালদো বিশেষ করে ফুটবল প্লেয়ারের নিয়ে অনেক কিছু জানে। দোয়া করি আপু আপনার বাচ্চারা যেন আদর্শ মানুষের মতো মানুষ হয়ে ওঠে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89