"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৬ || শেয়ার করো তোমার তৈরি ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা সকলকে। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা প্রত্যাশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_808812681181161.jpeg

আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত আমাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগে। আর এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক ইউনিক রেসিপি আমরা দেখতে পাই। এবারের প্রতিযোগিতার নাম "ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি"। আমি চেষ্টা করি সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আমি আজ আপনাদের মাঝে ইউনিক একটি শরবত নিয়ে হাজির হয়েছি।আমার শরবতের নাম "প্রাণ জুড়ানো স্ট্রবেরির ইয়াম্মি শরবত"। যে কোন খাবার নিয়ম মাফিক ও নিয়ম মেনে খেতে হয় কারণ সবার শরীরের কন্ডিশন এক না। স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি।একটি কমলার সমপরিমাণ ভিটামিন একটি স্ট্রবেরিতে আছে। নিয়মিত স্ট্রবেরি খেলে কোলেস্টেরল থেকে মুক্তি পাওয়া যায় ক্ষতিকর ফ্যাটও কমায়। স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণ ফাইবার যা ডায়াবেটিস সহায়তা করে। প্রতিদিন নিয়ম করে স্ট্রবেরি খেলে অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ক্যান্সার মারাত্মক এই রোগের কোষের বৃদ্ধির রোধে সহায়তা করে। স্ট্রবেরি নানান ভাবে আমরা খেতে পারি স্ট্রবেরির জুস, ছালাদ, পুডিং, জেলি ইত্যাদি। লেবুতেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। লেবু, স্ট্রবেরি,ইসুবগুলের ভুষির সমন্বয়ে দারুণ একটি "প্রাণ জুড়ানো স্ট্রবেরির ইয়াম্মি শরবত" আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম।চলুন আর কথা না বাড়িয়ে এই "প্রাণ জুড়ানো স্ট্রবেরির ইয়াম্মি শরবত"টি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। স্ট্রবেরি।
২। লেবু।
৩। ইসুবগুলের ভুষি।
৪। পুদিনা পাতা।
৫। ঠান্ডা পানি।
৬। চিনি।
৭। বিট লবণ।
৮। লবণ।
৯। কাঁচামরিচ।

received_288649367519030.jpegreceived_936303951291103.jpeg
received_1501449720809567.jpegreceived_748890893997389.jpeg
received_3786726788262473.jpegreceived_1935345836881383.jpeg

received_947595863523048.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🥛প্রথম ধাপ🥛

received_2552206028295078.jpeg

প্রথমে স্ট্রবেরি গুলোর উপরের পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।

🥛দ্বিতীয় ধাপ🥛

received_804051998426563.jpeg

এবার লেবু পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি।

🥛তৃতীয় ধাপ🥛

received_7174813265921239.jpeg

এবার ব্লেন্ডারে পরিষ্কার করা স্ট্রবেরি গুলো দিয়ে দিয়েছি।

🥛চতুর্থ ধাপ🥛

received_3688094151473995.jpeg

এরপর লেবুগুলো সেই স্ট্রবেরিতে চিপে রস করে দিয়েছি।

🥛পঞ্চম ধাপ🥛

received_932267695576053.jpeg

এরপর একটি কাঁচামরিচের অর্ধেক অংশ ভেঙ্গে সেই স্ট্রবেরিতে দিয়ে দিয়েছি।

🥛ষষ্ঠ ধাপ🥛

received_1619212258824413.jpeg

অ্যাড করেছি স্ট্রবেরিতে চিনি।

🥛সপ্তম ধাপ🥛

received_413321781306568.jpeg

বিট লবণ স্ট্রবেরিতে এড করেছি।

🥛অষ্টম ধাপ🥛

received_903078824834240.jpeg

এবার সাদা লবণ স্ট্রবেরিতে দিয়ে দিয়েছি।

🥛নবম ধাপ🥛

received_438213632126063.jpeg

পুদিনা পাতা স্ট্রবেরিতে দিয়ে দিয়েছি।

🥛দশম ধাপ🥛

এবার ভিজে রাখা ইসুবগুলের ভুষি দিয়ে দিলাম।

received_444375971394316.jpegreceived_799560155560975.jpeg

এগারো তম ধাপ

received_317808727718632.jpegreceived_7708519455835299.jpeg

received_1190387818593786.jpeg

এরপর সকল উপকরণ একত্রে করার পর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "প্রাণ জুড়ানো স্ট্রবেরির ইয়াম্মি শরবত"।এবার এই "প্রাণ জুড়ানো স্ট্রবেরির ইয়াম্মি শরবত" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- রেসিপি পোস্ট "প্রাণ জুড়ানো স্ট্রবেরির ইয়াম্মি শরবত"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RNFetchBlobTmp_d7sd0l62i0nkgaessdb8aj.jpg

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

RNFetchBlobTmp_03d29u40mvnu59lndy9o3r.jpg

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

RNFetchBlobTmp_6b5vs617qihlmxkafsl3f.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 2 months ago 

প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইউনিক একটি শরবতের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। স্ট্রবেরির শরবত এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে শরবতটি। এত চমৎকার একটি শরবতের রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

জি আপু শরবতটি খেতে অনেক মজাদার ও টেস্টি ছিল। আর শরবতটি একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি আপু।

 2 months ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রাণ জুড়ানো স্ট্রবেরি শরবত রেসিপি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন পড়ে বেশ ভালো লাগলো। আপনার তৈরি শরবত রেসিপিটি অনেক লোভনীয় লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago (edited)

আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

৫৬ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।ঈদের স্পেশাল শরবত রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি দেখেও খুবই সুস্বাদু মনে হচ্ছে। রেসিপির পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 months ago 

আমার রেসিপি তৈরির প্রণালী আপনার কাছে ভালো লেগেছে যেন অনেক ভালো লাগলো ভাই।

 2 months ago 

প্রথমে শুভেচ্ছা জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ।লেবু, স্ট্রবেরি,ইসুবগুলের ভুষির সমন্বয়ে দারুণ একটি শরবত আপনি বানিয়েছেন ।জানিনা খেতে কেমন হয়েছে কিন্তু দেখতে অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি শরবত বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 2 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আজকে খুবই চমৎকার একটি জুসের রেসিপি তৈরি করেছেন। আপনি স্ট্রবেরি লেবু ইসবগুলের ভুষি পুদিনা পাতা দিয়েও তার মধ্যে বিট লবণ, লবন কাঁচামরিচ বিভিন্ন প্রকার উপাদান দিয়ে যে জুস তৈরি করেছেন দেখে বোঝা শেষ জুসটি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এত চমৎকার একটি শরবতের জুস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

আমার রেসিপিটি আপনার পছন্দ হয়েছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 2 months ago 

ভিন্ন ধরনের একটি শরবত রেসিপির সাথে পরিচিত হলাম আর এই শরবতের রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটাও আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন। তবে শরবতের সাথে কাঁচামরিচ যুক্ত করা এই প্রথমবার দেখলাম।

 2 months ago 

না ভাই হালকা কাঁচা মরিচ একটু দিলে শরবতের টেস্ট একটু ব্যতিক্রম হয়।

 2 months ago 

আমার বাংলা ব্লগ সব সময় সুন্দর সুন্দর প্রতিযোগিতা আয়োজন করে থাকে।
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।
আপনি অনেক সুন্দর ভাবে শরবত তৈরি করেছেন দেখে অনেক সুন্দর মনে হচ্ছে খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হবে।
এত সুন্দর ভাবে শরবত তৈরি করে বর্ণনা সহকারে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

জি শরবতটি খেতে অনেক মজাদার এবং টেস্টি ছিল।

 2 months ago 

চমৎকার একটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আপু। এখন যেহেতু গরমের দিন শরবত খেতে বেশ ভালোই লাগে। বিশেষ করে ঈদ দিন সবাই অনেক বেশি ঠান্ডা খাবার খেয়েছে। সেই চিন্তা করে আপনি বেশ সুস্বাদু জুস তৈরি করলেন। অনেক ভালো লাগলো আশা করি খেতে খুবই সুস্বাদ ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন ধন্যবাদ।

 2 months ago 

উৎস মূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আহা!! দারুন স্ট্রবেরি শরবত তৈরি করেছেন আপু। এই গরমে ঠান্ডা ঠান্ডা এমন এক গ্লাস স্ট্রবেরি শরবত খেতে পারলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। আপনার তৈরি শরবত দেখে আমার তো খেতে ভীষণ ইচ্ছে করছে। আপু প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি খুব মজার স্ট্রবেরি শরবত রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ সফল হোক এই প্রত্যাশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আমার বাংলা ব্লগ মানেই যেনো নতুন নতুন আয়োজন ৷ ফলের জুসের রেসেপি টি সত্যি দারুন হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি শেয়ার করার জন্য ৷

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64998.89
ETH 3514.73
USDT 1.00
SBD 2.37