রেসিপি ||| ডাল ও বেগুনের রোল ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকলে পরিবারকে নিয়ে আশা করছি ভালো ভাবে দিনযাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
এসেছে শীত। এই শীতে যদি একটু খাবারটা ব্যতিক্রম করা যায় তাহলে কেমন হয়। তাই তো বেগুন নিয়ে অনেকক্ষণ চিন্তাভাবনা করলাম।কারণ ব্যতিক্রম ধরনের কিছু করা যায় কি না হঠাৎ করে একটা আইডিয়া মাথায় চলে আসলো।এভাবে তৈরি করি তো কেমন লাগে। আমি শুরু করে দিলাম আমার রেসিপির সমস্ত প্রণালী।সাহস ও ধারণা যদি থাকে তাহলে কোন কাজে ব্যর্থতা আসেনা। তাইতো সাহস করে এই নতুন রেসিপিটি আমি তৈরি করেছি আমার বাংলা ব্লগের জন্য। রেসিপিটি তৈরি করে যখন সবাই একসঙ্গে খাচ্ছিলাম ও আমার ছেলেরা খাচ্ছিল তখন বলল অনেক টেস্ট হয়েছে।আমি ভাবছিলাম হয়তোবা ছোট মানুষ এমনিতেই বলেছে। কিন্তু আমি যখন নিজে খেয়ে দেখলাম তখন বুঝতে পারলাম আসলেই আমার বাবু ভুল কিছু বলেনি।টেস্টি ও সুস্বাদু হয়েছিল আমার এই 🍆"ডাল ও বেগুনের রোল"🍆 রেসিপি।এই রেসিপিটি বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যাবে আবার রাত্রে গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে।
আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে।এই 🍆"ডাল ও বেগুনের রোল"🍆 টি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী নিচে দেখে নেওয়া যাক।
🛒উপকরণ সমূহঃ-
১। মসুর ডাল।
২। বেগুন।
৩। কাঁচা মরিচ।
৪। পেঁয়াজ।
৫। হলুদ গুড়ো।
৬। রসুন।
৭। মরিচ গুড়ো।
৮। লবণ।
৯। তৈল।
প্রথমে ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।
এবার মসুরের ডালের ভিতরে পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি ডালগুলো নরম হওয়ার জন্য।
আবারো মসুরের ডাল গুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি বাটিতে নিয়েছি।।
এবার মসুরের ডালগুলো শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি।
পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি।
রসুনের খোসা ছাড়িয়ে রসুনের কোয়া গুলো ভালো করে ধুয়ে নিয়েছি।
পেঁয়াজ, কাঁচা মরিচ ও রসুন এক সাথে মিশিয়ে শিলপাটায় বেটে নিয়েছি।
এবার বেগুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে লম্বা করে কেটে নিয়েছি।
লম্বা করে কেটে নেয়া বেগুনে লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি।
সকল উপকরণ লবন ও হলুদের গুড়ো দিয়ে মেখে নিয়েছি।
মেখে নেওয়া ডালের ভিতর বেগুনের টুকরো দিয়ে রোল আকৃতি করে বানিয়ে তেলে ভেজে নিয়েছি মুচমুচে সুস্বাদু করে। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার 🍆"ডাল ও বেগুনের রোল"🍆 রেসিপি।এবার এই 🍆"ডাল ও বেগুনের রোল"🍆 রেসিপি পরিবেশন এর জন্য রেডি করে তার একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- রেসিপি "ডাল ও বেগুনের রোল"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
ডাল এবং বেগুন দিয়ে চমৎকার একটি নাস্তা রেসিপি তৈরি করেছেন আপু। বিকেলের নাস্তায় জমে যাবে। আর আমি পেলে তো বেশ কয়েকটা খেয়ে ফেলতাম। মুসুরের ডাল দেয়াতে খুব স্বাদের হয়েছে বোঝাই যাচ্ছে।
তৈরি করতে হবে বাসায়।
ধন্যবাদ আপু আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য 🥀
আপনার রেসিপির মত ইউনিক হয়নি ভাই ।
না না আপু🤗
যথেষ্ট ভালো রেসিপি ছিল এটি, আর বেশ লোভনীয় দেখাচ্ছে।
শীতকাল এ সবজি খেতে অনেক মজা লাগে। আপনার তৈরি ডাল ও বেগুনের রোল দেখে তো খেতে ইচ্ছা করছে। শীতকাল এ তেলে ভাজা খাবার গুলো খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপি ইউনিক ছিলো। ধন্যবাদ আপনাকে আপু।
পাশে থেকে মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
ডাল ও বেগুনের রোল দেখে খেতে ইচ্ছে করছে। দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। একদিন বাসায় ট্রাই করে দেখব। সত্যি বলেছেন আপনি সাহস ও ধারণা যদি থাকে তাহলে কোন কাজেই ব্যর্থতা আসেনা। সুস্বাদুও ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখেন আপু অনেক ভালো লাগবে।
শীতকাল আসলে এই খাবার গুলো খুব মুখরোচক এবং সুস্বাদু হয়ে ওঠে আমাদের মুখে। বেগুনের তৈরি বেগুনি তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আপনার রেসিপিটা একটু ইউনিক। দেখতেও যেমন ভালো হয়েছে আশা করি খেতেও ততটা সুস্বাদু হয়েছে।
বাচ্চাদের মুখের সাধ পরিবর্তন করানোর জন্যই এই ব্যবস্থা করা।
আপু আপনি কিন্তু খুঁজে খুঁজে বেশ ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। সত্যিই আপু ইউনিক কিছু তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। বেগুন দিয়ে রোল তৈরি করার আইডিয়াটা একেবারে চমৎকার ছিল। মনে হচ্ছে খেতে ভালোই লেগেছে। আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব আপু।
জি আপু তৈরি করে দেখবেন অনেক সুস্বাদু ও মজাদার হবে।
আপু আপনি একেবারে ঠিক বলেছেন শীতকালে একটু ব্যতিক্রমধর্মী খাবার বেশ ভালো। তাই আমিও মাঝে মাঝেই ব্যাতিক্রমধর্মী কিছু রেসিপি করার ট্রাই করি। কিন্তু আমি কখনো বেগুন ও ডালের রোল রেসিপি করিনি। বেশ ভালো লেগেছে আপনার রেসিপিটি। আমি অবশ্যই ট্রাই করবো আপু।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো যে আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে।
ডাল ও বেগুনের মজাদার রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন। দেখে ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।
আপনার রেসিপির নাম দেখেই অবাক হলাম আপু। একদম ইউনিক ছিল রেসিপিটি! আর সাহস নিয়ে কাজটি করেছেন, ভালোও কিন্তু হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে দেখালেন। ধন্যবাদ আপু 🌼
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
ডাল এবং বেগুনের রোল আসলে এটি ইউনিক একটি রেসিপি। যদি ও আমরা বেগুন দিয়ে বেগুনি খেয়েছি, তবে এভাবে রোল ডাল দিয়ে কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ব্যতিক্রম কিছু তৈরি করলে সেটি আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত ভালো লাগে না ভাই।
আশা করছি এরকম আরো অনেক কিছু দেখতে পাবো আপনার কাছ থেকে।
আপু আপনার এই রোল আমার কাছে ইউনিক। আমি এমন রোল কখনো খাইনি বা করতেও দেখিনি। বাড়িতে করার মতো সুন্দর একটা রেসিপি। ধন্যবাদ আপু সুন্দর এই রোল আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
চেষ্টা করছি ভাই ব্যতিক্রম কিছু তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার।