রেসিপি পোস্ট ||| কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার বাংলা ব্লগের ব্লগিং। আমি আপনাদের দোয়ায় ভালো আছি কারণ ভালো থাকাও সৃষ্টিকর্তার একটি বড় নিয়ামত। প্রত্যাশা করি বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা সবার পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন ।

received_944658909935411.jpeg

প্রতিনিয়ত আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে চেষ্টা করি নতুন কিছু নিয়ে হাজির হতে। সপ্তাহের এক একদিন এক একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হই। জানিনা আমার এই পোস্টগুলো আপনাদের কেমন লাগে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করার। অনেক কথা লিখে ফেললাম। আমি আজ আপনাদের মাঝে রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। রান্না করতে অনেক ভালো লাগে এবং নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে আরো বেশি ভালো লাগে। আমি আজ আপনাদের মাঝে "কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি" নিয়ে হাজির হয়েছি। কয়েক দিন যাবত কেন জানি বড় মাছ খেতে আর ভালো লাগছে না। তাই তো এই "কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি" রেসিপিটি তৈরি করলাম। রেসিপিটি এতটা সুস্বাদু হয়েছিল। আসলে বলে তো আর বোঝান যায় না। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি কতটা স্বাদে ভরপুর। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে "কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি" রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি।সেই রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।মলা মাছ।
২।কদর।
৩।কাঁচা মরিচ।
৪।পেঁয়াজ।
৫।রসুন
৬।জিরা গুঁড়ো।
৭।হলুদ গুঁড়ো।
৮।ধনিয়া গুড়ো।
৯।লবণ।
১০।তৈল।

received_676205634148994.jpegreceived_3660736670850002.jpeg
received_1486584028862134.jpegreceived_119685034561763.jpeg
received_856164688939969.jpegreceived_1613514842505563.jpeg
received_121478857692699.jpegreceived_1040124534009933.jpeg

received_2022578778090914.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_510881384574871.jpeg

প্রথমে মলা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে আবারো পানিতে রেখেছি।

দ্বিতীয় ধাপ

received_1347354179219110.jpeg

এবার পানিতে রাখা মাছগুলো আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_322644816818493.jpeg

কদরের খোসা ছাড়িয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_265909036276139.jpeg

received_1497118504374858.jpeg

সেই কদরগুলো চিকন করে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_829273761978040.jpeg

কাঁচা মরিচের বোটা ছাড়িয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_6637232103007926.jpeg

পেঁয়াজের খোসা ছাড়িয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

received_1452255045535656.jpeg

রসুনের খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1004670087352531.jpeg

এবার একটি ফ্রাইপেনে কাঁচামরিচ কুঁচি ও পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি।

নবম ধাপ

received_821528049467691.jpeg

received_6551693674927438.jpeg

পেঁয়াজ ও কাঁচা মরিচ কুঁচির ভিতরে সমস্ত মসলার উপকরণ লবণ ও তেল দিয়ে মেখে নিয়েছি।

দশম ধাপ

received_309696361604789.jpeg

received_680110660667690.jpeg

এবার মেখে নেওয়া মসলার উপকরণ এর ভেতরে কদর গুলো দিয়ে আরেকটু মেখে নিয়েছি।

এগারো তম ধাপ

received_1685970358554985.jpegreceived_961999408220322.jpeg
received_687953766720110.jpegreceived_1283339002350989.jpeg

received_1365552110705614.jpeg

মেখে নেওয়া কদরের ভিতরে ছোট মলা মাছগুলো ও সামান্য পরিমাণ পানি দিয়ে ফ্রাইপেনের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করেছি যখন পানি শুকিয়ে গিয়েছে তখন আমার সুস্বাদু "কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি" হয়ে গিয়েছে।এবার এই "কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি" রেসিপির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- রেসিপি পোস্ট "কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

****আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........***

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 11 months ago 

সবজির নাম কদর শুনে প্রথমে আমি চিনতে পারিনি পরে ছবির মধ্যে দেখে চিনেছিলাম। আমরা এই সবজিটি কে চিচিঙ্গা বলে থাকে। যাইহোক ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এভাবে চিচিঙ্গা দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

এক একটি সবজিকে এক এক এলাকায় এক এক নামে চেনে।

 11 months ago 

মলা মাছের এ ধরনের চচ্চড়ি রেসিপি গুলো খাইতে অনেক সুস্বাদু লাগে আপু। কদর নামের এই সবজিটাকে আমাদের দিকে চিচিঙ্গা বলে। কদর দিয়ে আপনার মলা মাছের এই রেসিপিটা অনেক সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

জি ভাই এই রেসিপি অনেক মজার ছিল।

কদর দিয়ে মজাদার মলা মাছের রেসিপি দেখে জিভে প্রায় জল চলে এলো আপু। ছোট মাছের মধ্যে মলা মাছ আমার অনেক পছন্দের। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি রেসিপিটি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

 11 months ago 

আমার রেসিপি আপনার পছন্দের শুনে অনেক ভালো লাগো।

 11 months ago (edited)

কদর দিয়ে মলা মাছের রেসিপিটি চমৎকার হয়েছে ভাইয়া। রেসিপিটি দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। মলা মাছগুলো খেতে যেমন মজাদার তেমনি স্বাস্থ্যের জন্যও ভীষণ ভালো। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

কদর দিয়ে মলা মাছের মজাদার চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন আপু। আপনারা যে সবজিকে কদর বলেন আমাদের এলাকায় এটিকে পল্লা বলে।যাইহোক আপনার তৈরি মলা মাছের চচ্চড়ি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপু এখানে আপনি একটি সবজি ব্যবহার করেছেন এবং এর নাম কদর। কদর সবজির নাম এখন পর্যন্ত আমি শুনি নাই। তবে আপনি মলা মাছ দিয়ে চচ্চড়ি করে রান্না করেছেন খেতে বেশ সুস্বাদু হয়েছে। এভাবে রান্না করে খেতে খুব দারুণ লাগে। রানা ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

মলা মাছ আমার খুবই ফেভারিট ।যেমন খেতে সুস্বাদু তেমন শরীরের জন্য অনেক পুষ্টির চাহিদা মেটায়।
আপনি মলা মাছের অনেক লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই তো লোভ সামলানো মুশকিল।
খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 11 months ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে এটাই আমার জন্য বড় পাওয়া।

 11 months ago 

কদর দিয়ে মলা মাছের চচ্চড়ি তৈরি করেছেন।দেখতে খুবই সুস্বাদু ও মজাদার মনে হচ্ছে। আমার মলা মাছের চচ্চড়ি ভীষণ পছন্দ। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

আমার রেসিপি আপনার অনেক পছন্দের এটি শুনে অনেক ভালো লাগলো।

 11 months ago 

আপনার কদর সবজির ছবি দেখে মনে হচ্ছে এর নাম ধুন্দুল। যাই হোক আপনি খুব সুস্বাদু ভাবে মংলা মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনার টাইটেলে কদর সবজির নাম দেখেই চিন্তা করলাম কদর সবজি আবার কেমন। তারপর ভিতরে গিয়ে দেখি কহি,আমাদের দিকে এই সবজিটাকে কহি বলে। মলা মাছ গুলো দারুন ছিল। কদর আর মলা মাছ গুলোর দারুন সমন্বয় হয়েছে। ধন্যবাদ।

 11 months ago 

এক এক এলাকায় এর নাম বিভিন্ন রকম আছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47