DIY ||| এসো নিজে করি ||| কেটলির ম্যান্ডেলা।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা প্রত্যাশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি ।

received_2188570888147342.jpeg

আজ ভাবছিলাম আমার বাংলা ব্লগে কি পোস্ট নিয়ে হাজির হওয়া যায়। অনেকক্ষণ চিন্তাভাবনা করে দেখলাম মাথায় কাজ করছিল না। তারপর দেখি আমার বাবু কিছু রং পেন্সিল খাতা নিয়ে বসে এমনি আঁকা আঁকি করছে।সেই আঁকা আঁকি দেখে মনে হল তাহলে আমি একটি ম্যান্ডেলা তৈরি করার চেষ্টা করি। যেই ভাবনা সেই কাজ সঙ্গে সঙ্গে বসে গেলাম টেবিল চেয়ারে পেন্সিল কাল সাইন পেন খাতা এগুলো নিয়ে। তবে আমি ম্যান্ডেলা তৈরি করার সময় প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে কালো সাইন পেন দিয়ে আবার এঁকে নিয়েছি। এতে করে আমার আর্ট গুলো আঁকাবাঁকা হওয়ার ভয় থাকে না। তবে ম্যান্ডেলা তৈরি করতে অনেক সময় লেগে যায় এবং ধৈর্য ধরে কাজ করতে হয় এটা ঠিক। তাইতো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নতুন ও ব্যতিক্রম কিছু ম্যান্ডেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।ম্যান্ডেলা অংকন গুলো আমার বরাবরই ভালো লাগতো। মূলত অন্যের অংকন দেখে নিজের শেখা।চেষ্টা করলে সবই সম্ভব। এটা আমি বিশ্বাস করি মনে প্রানে।

আমি আজ আপনাদের মাঝে একটি "কেটলির ম্যান্ডেলা" নিয়ে হাজির হয়েছি। "কেটলির ম্যান্ডেলা" টি আপনাদের মাঝে নিয়ে আসার কারণ বর্তমানে আমাদের দেশ উন্নতির সাথে সাথে হারিয়ে যাচ্ছে।আগের দিনের জিনিসপত্র গুলোর ব্যবহার। আমার কেন জানি হঠাৎ করে কেটলির কথা মনে হলো কারণ একটি সময় প্রত্যেকটা ঘরে ঘরে এই কেটলির ব্যবহার ছিল কিন্তু আজ এর ব্যবহার নেই বললেই চলে তবে হয়তোবা কিছু চায়ের দোকানে এর ব্যবহারের প্রয়োগ চলছে।তাইতো হারিয়ে যাওয়া জিনিসগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হতে আমার অনেক ভালো লাগে।চলুন আর কথা না বাড়িয়ে আমি ম্যান্ডেলাটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।পেন্সিল।
২।রাবার।
৩।কালো প্যান
৪।স্কেল।

received_1035942377673242.jpeg

received_1019049315835659.jpeg

received_7695000800514581.jpeg

received_7714890508525774.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_1336812870355458.jpeg

প্রথমে একটি পাতার সেভ করে এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_900387578350608.jpeg

এবার সেই পাতার সেফটি থেকে নিচের দিকে আরেকটু মোটা করে একইভাবে এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_331276656465222.jpeg

এবার নিচের দিকে আরেকটি চিকন শেপ করে এঁকে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_327074406878726.jpeg

এবার মাঝের দাগটির ভিতরে ভি করে একটি ডিজাইন করে নিয়েছি ।

পঞ্চম ধাপ

received_7551815661513179.jpeg

এবার কেটলির ঢাকনার দুই সাইড থেকে সুন্দর করে পেন্সিল দিয়ে কেটলি সেভ করে এঁকে নিয়েছি এবং ঢাকনা ধরার অংশটিও এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_847146207157718.jpeg

এবার কেটলির সাইডে ধরার জন্য রিং এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ

received_1690740101676299.jpeg

কেটলির যে অংশ দিয়ে চা অথবা পানি বের হবে সেই অংশটি ও এঁকে নিয়েছি।

অষ্টম ধাপ

received_2203519693373329.jpeg

এবার কেটলির মাঝের অংশে মোটা করে দুটি দাগ এঁকে নিয়েছি এবং সেই দাগের মাঝখানে পেন্সিল দিয়ে ছোট ছোট করে এঁকে চেক আকৃতি করে ডিজাইন করেছি।

নবম ধাপ

received_6873430316097222.jpeg

কেটলির মুখের ঢাকনার উপরে যে ভি ডিজাইন করেছি তার ভেতরের লাভ চিহ্ন করে আবারো ডিজাইন করেছি।

দশম ধাপ

received_912931366908316.jpeg

কেটলির মুখে আরেকটি ডিজাইন করে নিয়েছি।

এগারো তম ধাপ

received_827106395771584.jpeg

এবার কেটলির মাঝের ডিজাইনের উপরের দিকে আবারো দাগ কেটে ইউ আকৃতি করে ডিজাইন করে নিয়েছি এবং তার ভিতরে আবারো ছোট ছোট গোল করে এঁকে নিয়েছি ।

বারো তম ধাপ

received_326134750227430.jpeg

ঠিক একই ভাবে মাঝের ডিজাইনের নিচের দিকে আবারো দাগ এঁকে আরেকটি নিখুঁত ডিজাইন করে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "কেটলির ম্যান্ডেলা"।এবার এই "কেটলির ম্যান্ডেলা" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "কেটলির ম্যান্ডেলা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 8 months ago 

প্রতিটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে কেউ সেটা প্রকাশ করে কেউ ভিতরে রেখে দেয়। তবে নিজের ক্রিয়েটিভিটি গুলো প্রকাশ করাটাই উত্তম। আপনি আজকে খুবই চমত একটি কেটলির মেন্ডেলা তৈরি করেছেন। এটা তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 8 months ago 

বাহ্ সুন্দর ভাবে ম্যান্ডেলা টি শেয়ার করেছেন ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে কোনদিন ম্যান্ডেলা আর্ট করিনি। এগুলো আর্ট করতে অনেক সময় লাগে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 8 months ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ম্যান্ডেলা আর্টটি। অনেক সুন্দর করে ও ধাপে ধাপে ম্যান্ডেলা টি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 8 months ago 

আপনার কেটলির ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে সুন্দর এই আর্টটি শেয়ার করলেন। এ ধরনের আর্ট গুলো করতে সময়ের দরকার হয়। আপনি সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর এই আর্টটি শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার ম্যান্ডেলা আটটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 8 months ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে কেটলির ম্যান্ডেলা আর্ট করেছেন। কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ কেটলির ম্যান্ডেলা আর্ট করলে আরও বেশি ভালো হতো। তবে এই আর্ট দেখতেও ভালো লাগছে। এই ধরনের আর্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ আমি নিজেও ম্যান্ডেলা আর্ট প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করি ৷ আপনি কেটলির খুবই সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ অনেক ভালো দেখে ম্যান্ডেলা আর্টটি দেখে ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার ভালো ডাই পোস্টটি শুনে অনেক ভালো লাগলো ভাই।

 8 months ago 

ক্যাটলির দারুন একটি মেন্ডেলা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । খুবই সুন্দর হয়েছে আপনার করা মেন্ডেলা অংকন টা।অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

ম্যান্ডেলা আর্ট করতে ও দেখতে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি৷ আর সেটি যদি খাতার মধ্যে পেন্সিলে আঁকা হয় তাহলে তা অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে৷ আজকে যেভাবে আপনি এখানে খাতার মধ্যে কেটলি এর ম্যান্ডেলা আর্ট তৈরি করে ফেলেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ খুবই ভালোভাবে সবগুলো ছোট ডিজাইন আপনি এখানে ফুটিয়ে তুলেছেন৷

 8 months ago 

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 8 months ago 

আপু আপনার কেটলির ম্যান্ডেলা আর্টটি বেশ ভালো হয়েছে ।আসলে আপনি ঠিকই বলেছেন আগেকার দিনে যে জিনিসগুলো ব্যবহার হতো সেগুলোর ব্যবহার এখন অনেকটাই কমে গিয়েছে। এটি আগেকার দিনে অনেক ব্যবহার হতো। কিন্তু এখন তো মানুষ এটার কথা ভুলেই গিয়েছে। বেশ ভালো লাগলো আপনার আর্টটি দেখে। আবার কেটলির কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

গঠন মুলক মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 8 months ago 

আপনার ছেলের আঁকা-আঁকি দেখে ম্যান্ডেলা আর্ট করার চিন্তা করে ফেলেছিলেন। সেই চিন্তা ভাবনা থেকে অনেক সুন্দর করে একটা কেটলির ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এরকম আর্টগুলো করার সময় প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিলে ভালোই হয়। তাহলে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আপনি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে ভালোই করেছেন। এরকম কেটলি একেবারেই এখন দেখা যায় না। দু একটা দোকানে হয়তো দেখা যায়। সুন্দর ম্যান্ডেলা অঙ্কন করে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি ভালো লাগলো।

 8 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎস দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60777.85
ETH 2609.63
USDT 1.00
SBD 2.65