DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে ডিজিটাল চেয়ার।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের ও বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি ।
আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। রঙ্গিন কাগজ দিয়ে ডাই পোস্টগুলো দেখতে আসলেই অসাধারণ লাগে। কিন্তু এই ডাই পোস্টগুলো করতে অনেক সময় লেগে যায় এবং খুব সাবধানে করতে হয়। রঙিন কাগজ দিয়ে যাই করিনা কেন দেখতে কিন্তু চমৎকার লাগে। আমরা যেখানেই যাই না কেন সব জায়গায় আমাদের একটা বসার স্থান দরকার । একটি মানুষ সব সময় দাঁড়িয়ে কাজ করতে পারেনা একটু হলেও তাঁকে বসে রেস্ট নিতে হয় । প্রতিটি মানুষ যখন কাজ করতে করতে ক্লান্ত হয় তখন প্রয়োজন হয় রেস্টের । কিন্তু এই রেস্ট মানেই যে আমাদের সব জায়গায় শুয়ে পড়তে হবে তা না বসেও রেস্ট নেওয়া যায় । আর বসার জন্য চাই একটি জায়গায়। জায়গা বেশি থাকলে ফার্নিচার অনেক কিছু রাখা যায় কিন্তু জায়গা ছোট থাকলে একটু রেস্ট নেওয়ার জন্য ছোট্ট একটি চেয়ারি যথেষ্ট। আমাদের প্রয়োজনে অনেক কিছুই আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যাদের সামর্থ্য কম এবং অল্প আয়ের মানুষ তারা কিন্তু সবদিক চিন্তাভাবনা করে আয় বুঝে ব্যয় করে। রাস্তায় ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকানগুলো এবং ফুচকার দোকানগুলোতেও অনেক কিছু দিয়ে সাজানো নেই কিছু চেয়ার দিয়ে বসার একটি স্থান করে দিয়েছে এবং সুন্দর করে তারা ব্যবসার আয়োজন করে নিয়েছে। যার যেমন সামর্থ্য তারা ঠিক সেভাবেই চলে। আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে "রঙিন কাগজে ডিজিটাল চেয়ার" এই ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি।আর সেই "রঙিন কাগজে ডিজিটাল চেয়ার" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী নিচে দেওয়া হল।
উপকরণসমূহ
১।রঙিন কাগজ
২।গাম।
৩।কাঁচি।
প্রথমেই একটি রঙিন কাগজের এক মাথা থেকে আরেক মাথা ভাজ করে নিয়েছি।
এবার ভাজ করে নেওয়া রঙ্গিন কাগজের যে অবশিষ্ট অংশ ছিল তা কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়েছি।
কেটে নেওয়া কাগজটি সমান করে ভাঁজ করেছি।
এবার মাঝের সমান অংশ কাগজের সামনে থেকে এবং লাস্ট মাথা থেকে ঠিক মাঝ বরাবর আবার ভাঁজ করে নিয়েছি ।
এবার কাগজটির চারটি ভাজের একটি ভাজ উল্টা দিক করে ভাঁজ করে নিয়েছি ।
এখন তিনটি লম্বা ভাজের দুই সাইডের ভাজ বরাবর মাথাটিকে মোরে দিয়েছি।
দু'সাইডে মুরে নেওয়া ত্রিভুজ আকৃতির ভাজটিকে ভিতর হাত দিয়ে সুন্দর করে বড় ত্রিভুজাকৃতি করে নিয়েছি।
দুই সাইডে বড় ত্রিভুজাকৃতি ভাজ করে নেওয়ার পর পিছনের অংশ থেকে একটি কাগজ সামনের দিকে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
এবার চেয়ারে বসার স্থানটি করে চেয়ারের হাতার এক সাইডে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি ।
ঠিক একইভাবে চেয়ারের ওপর হাতা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার রঙ্গিন কাগজ দিয়ে "রঙিন কাগজে ডিজিটাল চেয়ার"। এবার এই "রঙিন কাগজে ডিজিটাল চেয়ার" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে ডিজিটাল চেয়ার"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
রঙিন কাগজ দিয়ে ডিজিটাল চেয়ার তৈরি দারুন হয়েছে তো। দারুন আইডিয়া কাজে লাগিয়েছেন সত্যিই ভালো লাগলো। যেকোনো জিনিস তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে এত সুন্দর চেয়ার তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।
আপনার আইডিয়াটা কিন্তু খুবই ভালো ছিল। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা ডিজিটাল চেয়ার তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে ভাঁজে ভাঁজে যেকোনো কিছু তৈরি করলে তা দেখতে ভীষণ ভালো লাগে। চেয়ারটিতে যদি আমি বুঝতে পারতাম তাহলে অনেক ভালো হতো আমার জন্য একটা চেয়ার লাগবে। যদি আমি আমার হাতের আঙ্গুল রাখি তাহলে তো চেয়ারটি ভেঙে যাবে বসা তো দূরের কথা। যাইহোক তৈরি করার পদ্ধতিও ভীষণ ভালো ছিল বলতে হচ্ছে।
আমার ডাই পোষ্টটি আপনার ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো।
ঠিকই বলেছেন আমাদের রেস্ট নেয়ার জন্য একটু বসার দরকার হয় আর সেই বসার একটি অন্যতম উপাদান হচ্ছে চেয়ার। আর সেই গুরুত্বপূর্ণ চেয়ারটি আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করে ফেলেছেন ।ডিজিটাল চেয়ার দেখতে কিন্তু ভালই লাগছে আপু।
আমার চেয়ারটি আপনার ভালো লেগেছে এটি আমার বড় পাওয়া।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমিও মাঝে মধ্যে চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করার জন্য। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার তৈরি করা ডিজিটাল চেয়ারটি দেখতে খুব সুন্দর লাগছে আপু। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিক বলেছেন ভাই রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি চেয়ার তৈরি করেছেন।এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে বেশি সময় লাগেনি।আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
না আপু এরকম জিনিস তৈরি করতে সময় লাগে এবং ধৈর্য ধারণ করে কাজ করাও একটি ব্যাপার।
রঙিন কাগজ দিয়ে ইউনিক একটা পোস্ট শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা ডাই পোস্ট শেয়ার করার জন্য।
গুছিয়ে মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আপু আপনি রঙিন কাগজের খুব সুন্দর ডাই প্রজেক্ট বানিয়েছেন। এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো বানাতে ভাঁজ দেওয়ার সময় একটু ঝামেলা হয়। রঙিন কাগজের তৈরি এই চেয়ার আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে মনটা ভরে গেল।