কুমড়া দিয়ে রুই মাছের ঝোল।

in আমার বাংলা ব্লগ3 years ago


IMG_20211004_204946.jpg

আমাদের দৈনন্দিন জীবনে খাবারের মেনুতে একই রকম খাবার খেতে অনিহা এসে যায়। তাই খাওয়ার মেনুটা যদি একেক দিন একেক রকম হয় তাহলে খাওয়ায় রুচি চলে আসে। প্রতিদিন যদি আমরা ভাজি, ভুনা খাই তাহলে স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তাহলে আমরা যদি মাঝেমধ্যে ঝোল তরকারি মেনুতে রাখি তাহলে স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাই স্বাস্থ্যের কথা ভেবেই আমি আজকে আপনাদের সামনে "কুমড়া দিয়ে রুই মাছের ঝোল" রেসিপি উপস্থাপন করলাম।

প্রস্তুত প্রণালীঃ-

১। চাল কুমড়া-------------------------১টি।

received_238239864823169.jpeg

২। রুই মাছ----------------------------৪পিচ।

IMG_20211004_193018.jpg

৩। পেঁয়াজ ---------------------------৪টি।

৪। কাঁচা মরিচ------------------------৮টি।

৫। হলুদ গুড়ো -------------------পরিমান মত।

IMG_20211004_195733.jpg

৬। মরিচ গুঁড়ো -------------------পরিমান মত।

৭। জিরা গুড়ো --------------------পরিমান মত।

৮। লবন ------------------------------স্বাদ মত।

৯। রসুন --------------------------পরিমান মত।

১০। তৈল-----------------------------স্বাদ মত।

IMG_20211004_193040.jpg

------------------প্রথম ধাপ ---------------------
‌প্রথমে কুমড়ো টি ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই কুমড়ো টুকরো গুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম।এরপর কুমড়ো টুকরোগুলো ২/৩মিনিট ভাব দিলাম।ভাব দেওয়ার পর কুমড়ো টুকরোগুলো সাজিতে রেখে পানি ঝরালাম।

IMG_20211004_194322.jpg

IMG_20211004_193020.jpg

--------------------দ্বিতীয় ধাপ-------------------

‌রুই মাছ টি সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে মাছগুলো সুন্দর করে পানিতে পরিষ্কার করলাম এবং একটু লবণ দিয়ে মাছগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর লবণ, মরিচ গুঁড়া, মসলার গুঁড়া, হলুদ গুড়ো এবং লবণ দিয়ে মাছটাকে ভাল করে মেখে নিলাম। এরপর ফ্রাই পেনে হালকা করে মাছগুলো ভেজে নিলাম।

received_931522804100196.jpeg

---------------------তৃতীয় ধাপ-------------------

‌কম সময়ে রান্না সম্পন্ন করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে রান্নাটি করেছি।প্রেসার কুকারে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো,রসুন কুচি এবং তৈল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে কুমড়ো টুকরোগুলো দিয়ে আবার কষিয়ে নিয়েছি কিছুক্ষণ।

IMG_20211004_204935.jpg

------------------শেষ ধাপ ----------------------

‌কুমড়োর টুকরোগুলো প্রেসার কুকারে কষিয়ে নিয়ে। দুই কাপ পরিমাণ পানি এই প্রেসার কুকারে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পরে যখন পানি কমে আসবে। তখন রুই মাছের টুকরোগুলো এই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপর কিছু সময় রান্না করার পরে প্রেসার কুকার টি নামিয়ে খাবারের জন্য পরিবেশন করা হয়।

‌আমি মোছাঃ সায়মা আক্তার।অনেক অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগকে কারণ এই বাংলা ব্লগে এসে অনেক লেখার সুযোগ পেয়েছি। রেসিপি, কবিতা এং গল্প অন্য কোথাও লেখার বা উপস্থাপনের সুযোগ কখনো পায় নাই। তাই চির কৃতজ্ঞ বাংলা ব্লগের কাছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

-------------------ধন্যবাদ ----------------------

Sort:  
 3 years ago 

কুমড়া দিয়ে রুই মাছের ঝোল এর রেসিপি টা খুবই সুন্দর হয়েছে। রুই মাছ পছন্দ করেনা এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রুইমাছ আমারও পছন্দের একটা মানুষ। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনি একটি কথা সত্য বলেছেন প্রতিদিন একই খাবারের মেনু রাখা যায় না। একটু চেঞ্জ করে নিলে একেকদিন একেকটা খাবার তৈরি করলে অটোমেটিকলি রুচি চলে আসে। একটা সুন্দর রেসিপি উপহার দেয়ার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। তরকারির কালার টিও বেশ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

ধন্যবাদ আপু। আপনার কথা গুলো খুব সুন্দর আপু।

 3 years ago 

কুমড়া দিয়ে রুই মাছের ঝোল সত্যিই অসাধারণ ছিল। এদিকে অত্যন্ত ভাল লাগে আপনার জন্য শুভকামনা রইল। এত সুন্দর হবে পরিবেশন করার জন্য।

 3 years ago 

আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল আসলেই অনেক সুন্দর রেসিপি। মেস এ থাকলে এই রেসিপিটি প্রায় প্রতিদিনেই খাবারের তালিকায় থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

এই কুমড়া সবজি হিসেবে অনেক চমৎকার এবং খুব মজা করে রান্না করেছেন। ভাল লাগল এবং ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। আমার ভিশন পছন্দের আর আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43