DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে নকশা তৈরি ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20230131_204930.jpg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের সবার শত ব্যস্ততার মাঝেও নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হয়। আমি মনে করি আমার বাংলা ব্লগের কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ দিন শেষে কাজ শেষ করে প্রতিটি মানুষের আশা থাকে কিছু না কিছু উপার্জন আসার। কথাটি একদম চিরসত্য কারণ একটি রিক্সাওয়ালা সারা দিন রিক্সা চালায় তার উপার্জনের আশায়।সারা দিন ব্যস্ততা ও বাচ্চাকে পড়ানোর পর কিছুক্ষণ চিন্তা করলাম আজ আমার বাংলা ব্লগে কি পোস্ট নিয়ে সবার সামনে হাজির হব কিছুতেই মিলাতে পারছিলাম না। তখন পড়ার টেবিলে আমার সামনে কিছু রঙিন কাগজ ছিল তাই ভাবলাম রঙ্গিন কাগজ দিয়ে নতুন কিছু করি। সবগুলো রঙ্গিন কাগজ থেকে আকাশী কালার রঙিন কাগজটা বেছে নিলাম কারণ আকাশী কালার টা আমার অনেক ফেভারেট।এই আকাশী কালার "রঙ্গিন কাগজ দিয়ে নকশা তৈরি" করে হাজির হলাম আপনাদের সামনে।চলুন আর কথা না বাড়িয়ে "রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি" করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ

১।রঙিন কাগজ।
২।কাঁচি।
৩।স্কেল ।

received_923686278636065.jpegIMG_20230131_225848.jpg

IMG_20230131_225834.jpg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_754712332669600.jpeg

প্রথমে রঙিন কাগজটিকে মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_1354066582049750.jpeg

এবার সেই রঙিন কাগজটিকে চার ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_1392167238221031.jpeg

চার ভাঁজ করা কাগজটিকে আবারো উল্টা দিক করে ভাঁজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_1171668233526567.jpeg

এবার সম্পূর্ণ ভাঁজ করা রঙ্গিন কাগজটিকে নিচের দিকে গোল করে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_714740373458072.jpeg

গোল করে নেওয়া রঙিন কাগজটিকে ঠিক মাঝখান বরাবর ভি আকৃতি করে কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_884665875918575.jpeg

এবার ভাঁজ করে নেওয়া কাগজের এক প্রান্তে বড় করে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

received_1509832529514078.jpeg

বড় করে কেটে নেওয়ার পাশে একটু দূরত্ব রেখে আবারো ছোট করে একটু কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_572015324815425.jpeg

received_919753375717265.jpeg

রঙ্গিন কাগজের এক সাইডে কেটে নেওয়ার পর অপর সাইডে ঠিক একই ভাবে কেটে নিয়েছি ।

নবম ধাপ

IMG_20230131_204932.jpg

এবার কাগজের চোখার দিকে হার্ড আকৃতি করে কেটে নিয়েছি।যাতে নকশাটি দেখতে ভালো লাগে। আর এভাবেই হয়ে গেল আমার "রঙ্গিন কাগজে নকশা তৈরি"।এবার এই "রঙ্গিন কাগজে নকশা তৈরি"র একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে নকশা তৈরি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

আপনার তৈরি করার রঙিন কাগজের নকশাটি দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এটা নিল কাগজে হাওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজে সুন্দর একটি নকাশা তৈরি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজের নকশা দেখতে ৷ সুন্দর ভাবে নকশা তৈরির প্রক্রিয়া গুলো ও শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে দারুণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনি ভালো লাগে। আর এই ফুলগুলোর ভাঁজ দিয়ে অনেক সাবধানে কাটতে হয়। একটু এদিক ওদিক হয়ে গেলে ফুলটি নষ্ট হয়ে যায়। আর আমরা সবাই এই প্লাটফর্মে কাজ করি দিনশেষে পোস্ট এবং কমান্ড ঠিকমতো করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। আর যেকোনো কাজ ঠিকমতো করলে তার সফলতা আসবে। অনেক সুন্দর করে রঙিন কাগজের ফুলটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ ভালই নকশা বানিয়েছেন আপু এবং যা অনেকটাই দৃষ্টিনন্দন ছিল। আপনার প্রতিভার তারিফ করতে হয়।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47