আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৬ || শেয়ার কর তোমার সেরা, ছোট মাছের ঝাল রেসিপি। লাউ পাতায় ভাপা মলা।।

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি।দুদিন আগে হঠাৎ আমি অসুস্থ ছিলাম তবে আপনাদের দোয়ায় এখন মোটামুটি সুস্থ।

received_2010510515971251.jpeg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৬ || শেয়ার কর তোমার সেরা, ছোট মাছের ঝাল রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব বলেই আমি নিজেই গিয়েছিলাম বাজারে। কারণ আমার বাসায় ফ্রিজে ছোট মাছ ছিল না এবং আমার ইচ্ছা ছিল ফ্রেশ টাটকা ছোট মাছ দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।এর আগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি অনেক খারাপ লেগেছে। তাইতো সিয়াম ভাইয়ের পোস্টটি দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবই।মলা মাছ আমাদের চোখের জ্যোতি বাড়ায়। আর মলা মাছে নানান রকমের ভিটামিন রয়েছে।বাজারে গিয়েই মাছ আলার কাছ থেকে মাছ নেওয়া থেকে শুরু করে সবকিছুর ছবি আমি উঠিয়ে নিয়েছি।তারা আমাকে বারবার জিজ্ঞাসা করল আপু ছবি উঠাচ্ছেন কেন কি করবেন। আমি বললাম ভাই ভয়ের কিছু নেই আমার একটা প্রতিযোগিতা আছে সেখানে অংশগ্রহণ করব এবং এজন্যই ছবিগুলো লাগবে। আমি যে রেসিপি নিয়ে আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি সেই রেসিপিটির নাম "লাউ পাতায় ভাপা মলা"।তবে চেষ্টা করেছি আমার সাধ্যমত আপনাদের সামনে ভালো ভাবে উপস্থাপন করার জন্য আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক।চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। মলা মাছ।
২। টমেটো।
৩। লাউ পাতা।
৪। কাঁচা মরিচ।
৫। পেঁয়াজ।
৬। রসুন।
৭। ধনেপাতা।
৮। সরিষার তৈল।
৯। হলুদ গুঁড়ো।
১০।জিরা গুঁড়ো।
১১। লবণ।
১২। তৈল।
১৩। কাঠি।

received_329879259587490.jpegreceived_2287661798087086.jpeg
received_611792554268502.jpegreceived_853152826282390.jpeg
received_1255112035122775.jpegreceived_839598538165957.jpeg
received_263018370065450.jpegreceived_1378810962985263.jpeg
received_359154983214822.jpegreceived_991754795450966.jpeg

received_1036953084321942.jpeg

প্রস্তুত প্রণালি

প্রথম ধাপ

received_3494417897473197.jpeg

প্রথমে মলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_1389993008618772.jpeg

এবার পরিষ্কার করা মলা মাছগুলো লবণ পানি দিয়ে অনেকক্ষণ ধুয়ে নিয়েছি। আবারও ফ্রেস পানি দিয়ে পরিষ্কার করেছি।

তৃতীয় ধাপ

received_298352629813178.jpeg

এবার টমেটো গুলো পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

লাউ শাকের ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_222361987334287.jpeg

শাকগুলো ডুবো পানিতে ভালো করে ধুয়ে ঝাজির ভেতর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_236589462728952.jpeg

কাঁচা মরিচ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

received_338746122042541.jpeg

received_1522552561910993.jpeg

পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_987210272367106.jpeg

received_703877608380054.jpeg

রসুনের খোসা ছাড়িয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

নবম ধাপ

received_1857829444710930.jpeg

ধনিয়া পাতা পরিষ্কার করে রান্নার উপযোগী করে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি ।

দশম ধাপ

received_6420378734757454.jpeg

received_882043643556706.jpeg

এবার সকল উপকরণ একত্রে একটি প্লেটে নিয়েছি।
এবং সব মসলার উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি।

এগারো তম ধাপ

received_6646616372124496.jpeg

received_975617520404566.jpeg

সে মাখানো মসলার ভিতরে টমেটো,ধনেপাতা এবং মলা মাছ দিয়ে সুন্দর করে আবারো মেখে নিয়েছি।

বারো তম ধাপ

received_307147645396530.jpeg

received_1681734138982099.jpeg

received_161297307055742.jpeg

মলা মাছের রেসিপিটিতে সরিষার তেল এড করেছি
একটু ফ্লেভার ভালো হওয়ার জন্য এবং রান্নার তৈলও
অ্যাড করেছি।

তেরো তম ধাপ

received_239149459144809.jpeg

এবার রাইস কুকারে পানি গরম করে সেই পানি ফুটন্ত করে নিয়েছি। এবং তার উপরে রাইস কুকারের জ্বালি দিয়ে দিয়েছি।

চৌদ্দ তম ধাপ

received_646656617615521.jpeg

received_334312192309769.jpeg

received_1380288812872913.jpeg

মলা মাছের মিশ্রণটি লাউ পাতার ভিতরে দিয়ে সব সাইডে কাঠি দিয়ে লাগিয়ে দিয়েছি দেখতে পানের মত যেন লাগে।

পনের তম ধাপ

received_239149459144809.jpegreceived_291692213788691.jpeg
received_345976737833352.jpegreceived_3517599241847650.jpeg

received_330923912956631.jpeg

লাউ পাতা দিয়ে পান বানিয়ে সেই পান ভাবে সিদ্ধ হওয়ার জন্য রাইস কুকারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি। আর এভাবেই হয়ে গেল আমার "লাউ পাতায় ভাপা মলা" রেসিপি। এবার এই "লাউ পাতায় ভাপা মলা" রেসিপির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- রেসিপি পোস্ট "লাউ পাতায় ভাপা মলা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 10 months ago 

প্রথমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লাউ পাতা দিয়ে মলা মাছের রেসিপি করেছেন। তবে মলা মাছ খেতে এমনিতে অনেক মজা লাগে। মলা মাছের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তবে আজকে আপনার রেসিপিটি একদম ভিন্ন রকম হয়েছে। লাউ পাতার মধ্যে মলা মাছ দিয়ে এত চমৎকার রেসিপি করেছেন দেখে খেতে মন চাইতেছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক মজা হয়েছে।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 10 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

প্রথমেই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য খুবই ইউনিক ও মজাদার রেসিপি তৈরি করেছেন। মলা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এভাবে লাউ পাতা দিয়ে মলা মাছের ভাপা খাওয়া হয়নি। মলা মাছ আমাদের জন্য খুবই উপকারী। ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 10 months ago 

খেয়ে দেখেন অনেক মজা লাগবে।

 10 months ago 

আপনি লাউ পাতায় ভাপা মলা রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এবারে কিন্তু অনেক সুন্দর একটা প্রতিযোগিতা আর আয়োজন করা হয়েছে। যার কারণে ছোট মাছের মজার মজার ঝাল রেসিপি দেখতে পারছি। এখন আপনার মাধ্যমেও অনেক মজাদার রেসিপি দেখতে পেরে খুব ভালো লেগেছে।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণটা দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। লাউ পাতায় ভাপা মলা রেসিপি তৈরি করেছেন দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আপনার এই রেসিপিটা অনেক ইউনিক ছিল। এটা কিন্তু সত্যি মলা আমার আমাদের চোখের জন্য অনেক বেশি উপকারী।

 10 months ago 

সব সময় সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

আপু আপনিও তো দেখছি সবার মত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ফেললেন। আর তাও একটি ঝাল ঝাল রেসিপি নিয়ে। ছোট মাছের এমন ঝাল ঝাল রেসিপি কিন্তু খেতে বেশ দারুন লাগে। আর আপনার রেসিপির কালার দেখেই কিন্তু বুঝা যাচেছ যে কি স্বাদ হয়েছিল আপনার রেসিপিটি। শুভ কামনা রইল আপনার জন্য।

 10 months ago 

জি আপু খেতে অনেক মজাদার ছিল।

 10 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। এবারের রেসিপি প্রতিযোগিতায় সবাই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে । আপু আপনি আজ লাউ পাতার দারুন ছোট মাছের ঝাল রেসিপি তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার রেসিপি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 10 months ago 

বাহ! এত সুন্দর একটি রেসিপি দেখতে পাবো কল্পনাও করতে পারি নাই। ছোট মাছের রেসিপি শেয়ার করলেন আপু। তাও আবার লাউ পাতা দিয়ে মলা মাছের ভাপা।এমন মজাদার রেসিপিটি খেতে অনেক ভালো লাগবে। সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।

 10 months ago 

আমার রেসিপি পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 10 months ago 

ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর করে লাউ পাতায় ভাপা মলা মাছের এর রেসিপি করেছেন। তবে ছোট মাছের রেসিপি খেতে মজাই আলাদা। তবে আজকে আপনার রেসিপিটি একদম ভিন্ন রকম হয়েছে। তবে মলা মাছের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। লাউ পাতার মধ্যে খুব সুন্দর করে মলা মাছের রেসিপি করেছেন। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 10 months ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে ভাই।

 10 months ago 

প্রথমত এইভাবে হাতে মাখা মাছ খেতে ভীষণ মজার হয়। তারউপর লাউপাতায় মুড়িয়ে ভাপে রান্না করা রেসিপি। এবারের বিচারকদের দারুণ কষ্ট হবে বিজয়ী নির্বাচন করতে যা মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

চেষ্টা করেছি দিদি ভালো কিছু করার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60460.59
ETH 2624.41
USDT 1.00
SBD 2.55