ফটোগ্রাফি পোস্ট |||| গ্রামীণ ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।আমার প্রাণের কমিউনিটির সকল ভাই ও বোনেরা কেমন আছেন? আশা রাখি সকলেই পরিবার নিয়ে সুস্থ আছেন এবং সুন্দরভাবে জীবন যাপন করছেন?আমিও আল্লাহর অশেষ কৃপায় ও রহমতে অনেক ভালো আছি এবং অনেক সুন্দর সময় অতিবাহিত করছি।

আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হতে চলেছি। এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে সেটা জানিনা, তবে আশা রাখি ফটোগ্রাফি গুলো দেখে সবার খারাপ লাগবে না এই আশা রেখেই শুরু করছি।

IMG_20230712_074932.jpg

পোটল ক্ষেত।

আমরা সব সময় বাজার থেকে সবজি হিসেবে পোটল কিনে থাকি।কিন্তু পোটলের গাছ কি রকম সেটা কি আমরা কেউ কখনো দেখেছি।এই গাছগুলো পোটলের গাছ এবং পোটলের গাছগুলো এভাবে ডিজাইন করে দিয়ে রাখে কৃষকেরা যাতে পোটলগুলো ঝুলে ঝুলে থাকে।

IMG_20230712_074946.jpg

গ্রামের সোজা রাস্তা।

আমি যখন গ্রামের এই পথ দিয়ে যাচ্ছিলাম রাস্তার দুই সাইড দিয়ে সবুজের সমরহ দেখে আর নিজেকে আবদ্ধ রাখতে পারলাম না।তাই একটি মুঠোফোনে ছবি উঠিয়ে রাখলাম আপনাদের জন্য আর সেই ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

IMG_20230710_075034.jpg

ঝিঙ্গা ক্ষেত।

এটি ঝিঙ্গা গাছের টাল।কৃষকেরা টালে এত পরিমান সময় ব্যয় করে। যে গাছগুলোর সঙ্গে মনে হয় তারা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এবং গাছগুলোকে এত সুন্দর ভাবে যত্ন করে যেন গাছগুলো কোন ভাবে কষ্ট না পায় এবং সুন্দরভাবে থাকে।

IMG_20230712_074851.jpg

তাল গাছ।

এটি একটি তালগাছ।তাল গাছের বীজ রাস্তার সাইডে গ্রামের এলাকায় রোপন করে রাখে আর সেখান থেকে তালগাছ আস্তে আস্তে বড় হয়ে ওঠে।তাই সবাইকে দেখানোর উদ্দেশ্যে এই ছোট্ট একটি তাল গাছের ছবি মুঠোফোনে ধারণ করে নিয়েছিলাম।

IMG_20230712_075101.jpg

গ্রামের আঁকাবাঁকা রাস্তা।

গ্রামের রাস্তাগুলোর একটি বৈশিষ্ট্য হলো রাস্তার দুই সাইডে গাছে ভরপুর থাকে। এটিকেই ধারণ করে শহরের রাস্তা গুলোরও দুই সাইড দিয়ে গাছ লাগানোর একটি চেষ্টা চলছে কিন্তু শহরের রাস্তার চেয়ে গ্রামের রাস্তাগুলো আমার অনেক বেশি ভালো লাগে।

IMG_20230710_074508.jpg

করলা ক্ষেত।

করলা গাছের টাল। করলা গাছগুলো কৃষকেরা এত সুন্দর ভাবে যত্ন করে রাখে।এই গাছগুলো জাংলার উপরে উঠছে এবং বিস্তার লাভ করছে।ঠিক সেই মুহূর্তের একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

IMG_20230710_074834.jpg

প্রকৃতির ছবি।

প্রকৃতি কার না ভালো লাগে।আমার অনেক ভালো লাগে তাই প্রকৃতির একটি সুন্দর মুহূর্ত ধারণ করে ফেলেছি আর সেই ধারণকৃত ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "গ্রামীন ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Sort:  
 last year 

আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গ্রাম অঞ্চলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশি ভালো লাগে কারণ গ্রাম অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে মুখরিত হয়ে থাকে। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুবই চমৎকার লাগছে। এত সুন্দর ফটো দেখে বল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 last year 

আপু আপনার গ্রামীণ ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার ছিল । গ্রামের এ ধরনের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে । তবে আমি এই প্রথম পটল গাছ দেখলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে ।সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 last year 

বাহ খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার গ্ৰামীণ প্রকৃতির এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবজি ক্ষেতগুলোর ফটোগ্রাফি দেখতে বেশি ভালো লেগেছে। এছাড়া গ্ৰামের মেঠো পথ দেখে নিজের গ্ৰামের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

গ্রামীন পরিবেশে বাস করতে এবং গ্রামীণ পরিবেশের সুন্দর সবুজে মোড়ানো দৃশ্য গুলো দেখতে আমার খুবই ভালো লাগে।
গ্রামের অলিগলি মেঠো পথ সত্যি অসাধারণ।
আপনি গ্রামীণ সৌন্দর্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো।

 last year 

আপনার ভালো লেগেছে ভাই অনেক ভালো লাগলো ভাই।

 last year 

পটলের এর আগে কখনো দেখা হয়নি তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখার সৌভাগ্য হলো।

তবে ঝিঙা গাছের মাচা অনেক চমৎকার করে তৈরি করা হয়েছে এবং একটি বেশ চমৎকার।

তাল গাছ এবং গ্রামের চমৎকার রাস্তা নিয়ে বেশ ভালো ফটোগ্রাফি সাজিয়েছেন। অবশ্যই ভালো লেগেছে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ঠিক বলেছেন আপু পটলতো প্রচুর খাওয়া হয়। কিন্তু পটলের গাছ কখনো দেখিনি। আজকেই প্রথম দেখলাম। ঝিঙ্গা এবং করল্লা গাছ অবশ্য আগে দেখেছি। যাই হোক গ্রাম বাংলার বিভিন্ন ফটোগ্রাফি খুব চমৎকার ভাবে করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

আপু চেষ্টা করছি ব্যতিক্রম কিছু উপস্থাপন করার জন্য।

 last year 

বাহ আপু আপনি তো গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । পটলের ক্ষেত ঝিঙে ক্ষেত এগুলো আগে কখনোই দেখা হয়নি । সব সময় তো বাজার থেকে কিনে খেয়েছি আর আপনি তো একেবারে খেতেই চলে গিয়েছেন । আর পটল সুন্দরভাবে ঝুলে রাখার জন্য গাছগুলো খুব সুন্দর করে লাগিয়েছে দেখতে খুব ভালো লাগছে ।

 last year 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

নামের আঁকাবাঁকা পথগুলো ফটোগ্রাফির মাধ্যমে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ঝিঙ্গা ক্ষেতের ফটোগ্রাফিটি অনেক চমৎকার হয়েছে। তাছাড়া সবগুলো গ্রামীণ ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা সহ তুলে ধরেছেন ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।তবে লেখার পরে লেখাটি একবার চেক করে নিবেন।

 last year 

এরকম গ্রামীণ ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে খুব সুন্দর করে আপনি কিছু গ্রামীণ ফটোগ্রাফি করেছেন। তবে আমি কখনো সামনে থেকে পটল চাষ দেখি নাই। বিশেষ করে গ্রামীণ এইরকম পরিবেশ গুলো দেখতে অনেক ভালই লাগে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গ্রামীণ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফির কারণে যে আপনি গাছটি দেখতে পেলেন এ জন্য ধন্যবাদ ।

 last year 

আপু আপনার করা গ্রামীন ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।গ্রামের পথ,বিভিন্ন সবজির ক্ষেতের ফটোগ্রাফি,তালগাছ সবকিছুই অসাধারণ লেগেছে আপু।গ্রামের এমন দৃশ্যগুলো মনকে কেড়ে নেয়।ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28