স্বরচিত কবিতা ||| মা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
হ্যালো,
আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করছি আপনারা সুস্থ ভাবে দিনযাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
আজ আমি আপনাদের জন্য আরেকটি আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। আমি সব সময় যখনই কোন নতুন কবিতা লিখি তখনি আপনাদের মাঝে সেটা নিয়ে হাজির হতে আমার অনেক ভালো লাগে। আজও তার ব্যতিক্রম নয়।আমার লেখা কবিতাটির নাম হচ্ছে "মা"।মা-কে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে। সবার কলিজার টুকরো মা।মা না থাকলে মনে হয় পৃথিবীটাই অচল।শুনেছি মাকে ভালোবাসলে বিধাতাও তাকে অনেক ভালো বাসে।মায়ের ভালোবাসার মত পবিত্র ভালোবাসা পৃথিবীতে আর কিছু নেই। তাকে নিয়ে যে কোন ভাষায় কবিতা লিখে শেষ করা যায় না। সে এতটাই মমতাময়ী এতটা স্নেহময়ী যে তার কথা বলে লিখে শেষ করা যায় না। আসলে মা শব্দটির অর্থের ভিতরে যে কি লুকিয়ে আছে তা আমরা মা-কে ভালোবাসলে নিজেরাই বুঝতে পারি। আমি এর আগে আরেকটি মা-কে নিয়ে কবিতা লিখেছিলাম তবে আজ কেন জানি হঠাৎ মাকে নিয়ে আবারও কবিতা লিখতে ইচ্ছে করল। তাই আপনাদের জন্য আরেকটি কবিতা আমি লিখে ফেললাম। জানিনা কবিতাটি কেমন হয়েছে। তবে আমি আমার দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি।চলুন আর কথা না বাড়িয়ে "মা" কবিতার ভিতর কি অনুভূতি আবেগ ফুটিয়ে তুলেছি তা নিচে দেখে নেওয়া যাক।
মাগো তুমি আমার
জনম জনমের সাথী
আমার আঁধার ঘরের বাতি।
মাগো তোমায় আমি ছেড়ে
থাকবো এ ভুবনে কেমনে
তুমি আমার দিন রাত্রির
চলার পথ প্রেরণা
আমায় ভুলে তুমি থেকো না।
যখনই মনে পড়ে তোমায়
শৈশবের যত স্মৃতি গুলো
অতি আদরে রেখেছিলে আমায়
তুমি তোমার হাতের ছোঁয়ায়।
তুমি মাগো আমার
জীবনের প্রথম ছোঁয়া
অতিবাহিত করার দিনগুলো
তোমার সুখে দুঃখে থাকব চিরদিন
জীবনে বাচবো যেকটি দিন।
আজ যখন তোমায় দেখি
এই তুমি তো নেই আগেরি মতন
চলতে ফিরতে তোমার কষ্ট
তবুও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ।
তুমি জননী তুমি মমতাময়ী
তুমি আমার স্নেহময়ী
কি নামে তোমায় ডাকি।
এত মায়া মমতা কোথায় রাখি
তুলনা নেই তোমার সাথে
ভালোবাসার অধিকার
মা ছাড়া এই ভুবনে
আর কে আছে আমার।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি সহযোগিতা মুলক এবং নিরপেক্ষ একটি কমিউনিটি।তাই এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
বিষয়ঃ- কবিতা "মা"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আমার বাংলা ব্লগ পরিবারের সকল মা-কে জানায় আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা.......
মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভালবাসার শেষ আশ্রয়স্থল। আপনার মা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।মাকে নিয়ে খুব চমৎকার অনুভূতি শেয়ার করেছেন । আসলে মায়ের ভালোবাসা কখনো শেষ হবার নয়।
এই লাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।এত সুন্দর দুর্দান্ত কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ ভাই।
মায়ের মমতার কোন তুলনা হয় না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা কিন্তু ঠিক বলেছেন মাকে ভালোবাসি না এমন কোন মানুষ নেই পৃথিবীতে। মাকে নিয়ে আপনার কবিতাটি সত্যি খুবই অসাধারণ হয়েছে। আপনার কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা লাইন মনের মাধুরী মিশিয়ে লিখেছেন আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনি ঠিকই বলেছেন আপু মা কে ভালোবাসে না এমন লোক পৃথিবীতে নেই। মাকে নিয়ে খুব দারুণ একটি কবিতা লিখেছেন কবিতার ছন্দ তালে কবিতাটি আমি আবৃত্তি ছলে পড়েছি বেশ ভালই লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই যে আপনি আমার কবিতা আবৃতি করে পড়েছেন।
আসলেই মা তো মা, যে মাত্র একজন। যার কোন তুলনা হয় না। যার প্রতি আগাধ ভালবাসা সর্বদা। মাথা নিয়ে বেশি দারুন একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এত সুন্দর কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে।
আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া ভাই।
এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি ভালবাসতে পারে আমাদের মা। তার ভালোবাসার কোন কমতি নেই। তার কোনো তুলনা হয় না। আপনি মা কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। প্রতিটি লাইন পড়ে অনেক ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।