রেসিপি ||| মুরগির মাংস ও আলু ঝুরি ভাজি |||১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বাংলা ব্লগ।আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।

IMG_20230119_205428.jpg

আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।সব সময় খাবার যদি একই রকম হয় তাহলে সেই খাবারটা খেতে অতটা ভালো লাগে না। একই খাবার ভিন্নভাবে বিভিন্ন আইটেমে আমরা তৈরি করতে পারি। যদি আমাদের ইচ্ছাশক্তি থাকে এবং পরিবারের প্রতি খেয়াল রেখে নতুন নতুন মেনুর তালিকা তৈরি করতে পারি। মাছ মাংস ভুনা সবাই একি রকম করে খাবারটি তৈরি করে থাকে। কিন্তু এই মাংসটিকে যদি একটু অন্যভাবে তৈরি করি তাহলে মন্দ হয় না। আমি আজ আপনাদের মাঝে "মুরগির মাংস ও আলু ঝুরি ভাজি" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে এই "মুরগির মাংস ও আলু ঝুরি ভাজি" রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ-

১. মুরগির মাংস।
২. আলু।
৩. জিরা।
৪. এলাচ।
৫. দারচিনি।
৬. পেঁয়াজ।
৭. আদা।
৮. রসুন।
৯. হলুদ।
১০. লবন।
১১. তৈল।

received_678688814047994.jpegreceived_885877642718275.jpeg
received_1406563286824546.jpegreceived_1106885530709652.jpeg
received_554763446670381.jpegreceived_5771640269557356.jpeg
received_629841555573002.jpegreceived_835529680852472.jpeg
received_751771529685992.jpegreceived_2908905565907313.jpeg

received_853964862346505.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_730571441923482.jpeg

প্রথমে মুরগির মাংসর টুকরাগুলোকে সিদ্ধ করে একটি বাটিতে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_901287137966250.jpeg

এবার সিদ্ধ করা মাংসগুলোকে শিল দিয়ে থেতলে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_727408775488171.jpegreceived_562489199269709.jpeg

পেঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে রসুন শিলপাটায় বেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_721292729376184.jpeg

আলু পরিষ্কার করে ধুয়ে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_571194794869967.jpeg

এবার একটি ফ্রাই পেনে পেঁয়াজ কুঁচি , রসুন বাটা, আদা বাটা,জিরা গুড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এলাচ,দারচিনি, সকল মসলা তৈলে ভেজে নিয়েছি।

সপ্তম ধাপ

received_1921691694840111.jpeg

এবার মসলার সকল উপকরণের ভিতরে থেঁতলে নেওয়া মুরগির মাংস গুলো দিয়ে একটু ভেজে নিয়েছি।

অষ্টম ধাপ

received_893914515183875.jpegreceived_721520433014562.jpeg

received_1189289175042860.jpeg

মুরগির মাংস ঝুড়ি করার ভেতরে কুঁচি কুঁচি করা আলু গুলো দিয়ে দিয়েছি ।

নবম ধাপ

received_6603720292978372.jpeg

কুঁচি করা আলু দিয়ে মুরগির মাংসের ঝুড়ি গুলো একত্রে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

দশম ধাপ

IMG_20230119_205430.jpg

কিছুক্ষণ রান্নার জন্য চুলার উপর রেখে দিয়েছি এবং যখন বুঝতে পারলাম আমার রান্না হয়ে গিয়েছে তখন "মুরগির মাংস ও আলু ঝুরি ভাজি" চুলা থেকে নামিয়ে নিয়েছি ।এবার এই "মুরগির মাংস ও আলু ঝুরি ভাজি" র একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- রেসিপি "মুরগির মাংস ও আলু ঝুরি ভাজি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

মুরগির মাংস ও আলু ঝুরি ভাজি বাহ্ চমৎকার একটি রেসিপি উপহার দিয়েছেন। এভাবে কখনো খাইনি। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি আপু একই খাবার প্রতিদিন খেতে ভাল লাগে না। তবে ইচ্ছে শক্তি লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে এর সাথে লাগে সময়ও। কিন্তু আমার মনে হচ্ছে আপনি আপনার ইচ্ছে শক্তি দিয়ে খুব সুন্দর আর নতুন একটি রেসিপি আমাদের কে উপহার দিলেন। এমন রেসিপি আমি তো আগে দেখিওনি। এটা আসলেই একটি ইউনিক রেসিপি।

 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন আপু।

 2 years ago 

আসলেই একই রকম খাবার মোটেও ভালো লাগে না ৷ একটু অন্য ভাবে চেষ্টা করলে নতুন কিছু করা সম্ভব ৷ যেটা আজ আপনি করে দেখিয়েছেন ৷ সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করেছে ৷ আশা করি খেতে মজার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এটা আমার দেখা একটা ইউনিক রেসিপি। তবে মাংসগুলো ছোট ছোট করে নেওয়ার পরে আলুর সাথে ভাজি করায় আমার মনে হয় অনেক মজা লাগবে। একটু গরম ভাতের সাথে টেস্ট করতে পারলে তৃপ্তি হত। অনেক লোভনীয় ছিল আপু।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

মুরগির মাংসের অনেক রেসিপি খেয়েছি। কিন্তু আলু দিয়ে মুরগির মাংস দিয়ে ঝুরি ভাজা রেসিপি টা কখনো খাইনি।আমারতো দেখেই ব্যাপারটা বেশ ভালো লেগেছে,খেতে খুবই ইচ্ছে করছে।একবার ট্রাই করবো লোভনীয় এই রেসিপি টি।

 2 years ago 

আপনার কাছে ভালো লাগছে শুনে অনেক ভালো লাগছে আপু।

 2 years ago 

খুবই ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। মুরগির মাংস ও আলু ঝুড়ি ভাজি কখনো খাইনি। তবে আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটি বাসায় একদিন ট্রাই করে দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এভাবে আমি আগে কখনো রান্না করে খাইনি। আপনার রেসিপিটি দেখে আমার খেতে ইচ্ছে করছে। আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে আপু।

 2 years ago 

মুরগির মাংস ও আলু ঝুরি ভাজির রেসিপিটা চমৎকার হয়েছে আপু। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগবে। রেসিপির কালারটাও খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে এমন ভিন্নধর্মী রেসিপি তৈরি করে খেতে খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে এমন ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59531.52
ETH 2678.46
USDT 1.00
SBD 2.43