উদ্দিপ্ত তারুণ্য আলোর প্রত্যাশা
উদ্দিপ্ত তারুণ্য আলোর প্রত্যাশা
আমার জীবনে আর নেই কোন আশা, নেই অশ্রু, নেই ভালোবাসা। একটাই হৃদয় আর কত ব্যাথা সয়, একটাই ভুল ভেঙেছে দুকুল। ফুটবেনা আর জীবনে ফুল। আমার জীবনে এক সময় ছিল অনেক আশা অনেক ভালোবাসা। সময়ের আবির্ভাবে ভেঙেছে দুকুল হতাশ গ্রস্ত আনমনা হৃদয় নিয়ে এইতো পথ চলা। জীবনে চলার পথে আছে অনেক কাঁটার আঘাত এই আঘাত ঢাকতে ঢাকতে অনেক সময় পেরিয়ে গেল। জীবনে দীর্ঘ সময় কিভাবে যে চলে গেল তা বুঝতেই পারলাম না তবুও জীবন তো থেমে থাকে না তাকে সময়ের দিকে ধাবিত হতে হয়। আজ যখন আমার মন আমাকে কিছু প্রশ্নের সামনে তুলছে তখন বুঝলাম পিছনে না গিয়ে পিছনের স্মৃতি নিয়ে না থেকে আমাকে আমার জায়গায় যেতে হবে আমাকে আমার মত করে দেখতে হবে। আজকের এমন অনেক তরুণ সমাজ আছে তারা একটু আঘাতগ্রস্থ হলেই জীবনকে বিষিয়ে দেয় কিন্তু জীবনটা তো অনেক বড় এই জীবনে থাকবে হার জিৎ তাই বলে ভেঙে পড়া যাবে না। জিততে জিততে ঠকবে আবার হারতে হারতেই জিতবে তবে কখনও কারও ক্ষতি করে কেউ বড় হতে পারে না।মানুষ তো মানুষের জন্য যদি আমি একটু উপকৃত মন নিয়ে আগায় তাহলে সেই ফল নিজ থেকেই চলে আসবে।
এটা কি কোন কবিতা? নাকি অন্য কিছু? বিষয়টি বুঝতে পারলাম না।
উপস্থাপনা আরো একটু সুন্দর করতে হবে এবং প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। ফটোগ্রাফি ব্যবহার করলে সেটা নিশ্চিত করতে হবে সংগৃহীত নাকি নিজের। ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া। ছবিটি আমার নিজের ফোনে উঠানো। এটি একটি জলন্ত লাইটের ছবি আর এটা কবিতা না একটি গল্প বাস্তবতার বিষয়ে।
ছবিটি যদি আপনার নিজের তোলা হয় তাহলে ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন যুক্ত করুন ।আর যদি আপনার নিজের ছবি না হয় তাহলে কঁপিরাইট ফ্রী ফটো টির সোর্স লিংক যুক্ত করুন । আর যদি কপিরাইট ফ্রি ছবি না হয়ে থাকে তবে এটি রিমুভ করুন।
অনেক ধন্যবাদ ভাইয়া।এটা একটি জলন্ত লাইটের ছবি আমার ফোনে উঠানো।
যেকোন পোস্ট করার সময় অবশ্যই আপনি যে দেশের নাগরিক সে দেশের ট্যাগ ব্যবহার করবেন। উদাহরণ 'bangladesh'.
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন যাতে ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
ভালো লিখেছেন। শুভ কামনা।
মল্যবান মন্তব্য করে সহযোগিতা করায় ধন্যবাদ আপু।