আমার স্বরচিত কবিতা ||| অমর একুশে ফেব্রুয়ারি ||| লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা।আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20230120_174427.jpg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত একুশে ফেব্রুয়ারির একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার কবিতার নাম "অমর একুশে ফেব্রুয়ারি"। আমরা এই সুন্দর দেশে বাস করছি,বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি।প্রকৃতির সকল সৌন্দর্যই আমরা দু চোখ ভরে দেখে চোখ জুড়িয়ে নিচ্ছি।এসবই সম্ভব হয়েছে আমাদের দেশের,আমাদের শ্রদ্ধেয় ভাইদের রক্তের বিনিময়ে উনারা এ দেশকে করেছে দান। এই সবই আমাদের দেশের শহীদ ভাইদের অবদান।এদেশে আমরা আজ দাঁড়িয়ে গর্ব করে বুক ফুলে শহীদ ভাইদের স্মরণ করতে দ্বিধা নেই। কারণ তাদের জন্যই আমরা দেখছি এ দেশ। একুশে ফেব্রুয়ারি আমরা যেন না ভুলি।এই একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে যেন বারবার আসে।আমাদের শহীদ ভাইদের স্মরণে এই দিনটিকে আমরা যেন মনে রাখি।চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "অমর একুশে ফেব্রুয়ারি" কবিতাটি কিভাবে লিখেছি তা দেখে নেওয়া যাক।

অমর একুশে ফেব্রুয়ারি।

সায়মা আক্তার।

সুন্দর সুবর্ণ অরণ্য লাবণ্য
আমার এদেশ অপূর্ব
অপূর্ব রূপে প্রকৃতি সেজেছে আজ
দু-চোখে বইছে সবার বসন্তের সাজ
প্রবাল হাওয়া দক্ষিনা দোলা
মন মাতানো ফুলের সুবাস
বইছে সবারই মনে।

সে তো আমারি দেশের
আমার ভাইয়ের রক্তের বিনিময়ে ।

কত প্রাণ শহীদ হয়ে
মায়ের বুক খালি হয়ে
রক্তের বিনিময়ে এনেছে
এ চির সবুজ দেশ
আমরা ভুলে কি করে
আমাদের সেই শহীদ ভাইদের
অনেক অনেক সাধনায় ত্যাগের বিনিময়ে
রাত জাগা সেই দিনের মাঝে
খেয়ে না খেয়ে দিন যাপন করে।

প্রিয়জনদের হারানো ব্যথা সহ্য করে
যারা দিয়েছে দেশের জন্য
তাজা প্রাণ।

আমরা ভুলবো কি করে তাদের
শত শত শ্রদ্ধা ও সালাম।

এমন দিনটি আসবে বলে
স্মরণ করি সবাই মিলে
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমরা কি ভুলতে পারি।

শহীদ ভাইদের স্মরণে
অমর একুশে ফেব্রুয়ারি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- কবিতা "অমর একুশে ফেব্রুয়ারি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 2 years ago 

কত প্রাণ শহীদ হয়ে
মায়ের বুক খালি হয়ে
রক্তের বিনিময়ে এনেছে
এ চির সবুজ দেশ
আমরা ভুলে কি করে
আমাদের সেই শহীদ ভাইদের
অনেক অনেক সাধনায় ত্যাগের বিনিময়ে
রাত জাগা সেই দিনের মাঝে
খেয়ে না খেয়ে দিন যাপন করে।

মনটা একেবারে ভরে গেল আপনার আজকের কবিতাটি পড়ে। আপনি আজকে খুবই ভালো একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন। কবিতার এক একটি লাইন একেবারে মনোমুগ্ধকর ছিল। প্রত্যেকটি লাইন আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন। আমি তো পড়ার সময় একেবারে কবিতার মাঝে হারিয়ে গিয়েছিলাম।

 2 years ago 

সব সময় এমন ভাবে মন্তব্য করেন যা পড়ে অনেক ভালো লাগে আপু।

 2 years ago 

অন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মহান দিবসকে কেন্দ্র করে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 2 years ago 

অন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। যাদের জন্য আমরা আজ মাথা উঁচু করে চলতে পারি তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই একটি দিন খুব সুন্দর ভাবে পালন করি। আপু আপনাকেও একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাই।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আজ 21 শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস। এই দিনের ভাষার জন্য অনেক লোক শহীদ হয়েছেন আর এর মধ্যে উল্লেখযোগ্য সালাম বরকত রফিক নাম না জান আরো অনেকে। যাহোক আপনি অমর একুশে ফেব্রুয়ারি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। যাদের জন্য আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি লিখতে পারছি তাদেরকে হৃদয়ের অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করি।তাদেরকে পুনরায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

আসলে একুশে ফেব্রুয়ারিতে এমন একটা দিন যে দিনটা কখনোই ভোলার নয়। আসলে আপনি ঠিকই বলেছেন এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের দেশের, আমাদের শ্রদ্ধেয় ভাইদের রক্তের বিনিময়ে ওনারা এই দেশকে করেছে দান করেছে দান। আপনার উপরের কথাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটি লাইনই ভালো ছিল। এরকম একটি টপিক নিয়ে কবিতা লিখলে কার কাছেই না ভালো লাগবে।

 2 years ago 

আমি আমার ভাবনা তুলে ধরেছি ভাই।

 2 years ago 

মহান অন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ আজ বাঙালির গর্বের দিন ৷ যে দিন ভাষার জন্য ভাষার শত শত মায়ের কোল খালি হয়েছে ৷ যাদের রক্ত দিয়ে হলেও মাতৃভাষা কে ভিরিয়ে এনেছে ৷
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ প্রতিটি লাইন পড়ে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া ভাই

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা অমর একুশে ফেব্রুয়ারি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90928.46
ETH 3207.56
USDT 1.00
SBD 2.81