ঝাল রোস্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? সবার মনে আছে তো আজকে কিন্তু বৃহস্পতিবার সবচেয়ে আনন্দের দিন, উৎসবের দিন, মাস্তির দিন।

received_1276639766160861.jpeg

আপনারা সবাই এই শীতের মধ্যে নিজেদের যত্ন নিবেন, পরিবারের যত্ন নিবেন, বিশেষ করে বাচ্চাদের যত্ন নিবেন।আর এই শীতের মধ্যে আমাদের খাবারের প্রতি একটু বেশি নজর দেওয়া দরকার কারণ গতানুগতিক খাবার খেতে খেতে নিজেদের এবং পরিবারের সবার খাবারের প্রতি একটি অনীহা চলে আসে।তাই মাঝে মধ্যেই বাচ্চাদের জন্য আমাদের একটু ব্যতিক্রম কিছু রেসিপি এবং মুখরোচক কিছু রেসিপি তৈরি করা প্রয়োজন।তাই আজকে আমি আপনাদের মাঝে "ঝাল রোস্ট"রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি। কারণ বাচ্চারা এমনিতে কোন ধরনের খাবার খাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করে না। তাই যদি তাদের পছন্দমতো কোন ধরনের রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে সেটা খুব স্বাচ্ছন্দে খায়।আজকের এই "ঝাল রোস্ট" রেসিপিটি আমার মনে হয় বড়দের চেয়ে ছোটদের বেশি পছন্দের একটি রেসিপি।তাই আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার পুরো ধরনাটি আপনাদের দেওয়ার চেষ্টা করি।

প্রয়োজনীয় উপকরনসমুহঃ-

১। মুরগী।
২। পিঁয়াজ।
৩। মরিচ গুঁড়ো।
৪। জিরা গুঁড়ো।
৫। আদা বাটা।
৬। রসুন বাটা।
৭। হলুদ গুঁড়ো।
৮। টক দই।
৯। ঘি।
১০। এলাচ।
১১। দারচিনি।
১২। লবঙ্গ।
১৩। লেবু।
১৪। লবণ।
১৫। তৈল।
১৬। রোস্ট মসলা।

received_898248204391634.jpegreceived_1130776011001041.jpeg
received_582371362862502.jpegreceived_629678831487903.jpeg
received_474898510657218.jpegreceived_4435571836552210.jpeg
received_1023371358522859.jpegreceived_473391514177903.jpeg
received_302082085272416.jpegreceived_697228218351990.jpeg

received_291851532967816.jpeg

-----------প্রস্তুত প্রণালী-----------

--------------প্রথম ধাপ--------------

মুরগিটি সুন্দর করে রোস্টের সাইজ টুকরা করে কেটে নিয়েছি।আবার এই টুকরোগুলোকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি।

--------------দ্বিতীয় ধাপ----------------

received_607492107179269.jpegreceived_234672828706812.jpeg

পিঁয়াজের খোসা ছাড়িয়ে পিঁয়াজগুলো কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।

-------------তৃতীয় ধাপ---------------

received_482283230082998.jpeg

আদাগুলো সুন্দর করে ছিলে নিয়ে পাঠাতে বেটে নিয়েছি।

-------------চতুর্থ ধাপ---------------

received_1604253936635327.jpegreceived_651212596250132.jpeg

রসুন গুলোর কোয়া ছাড়িয়ে এগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি।

-------------পঞ্চম ধাপ-------------

IMG_20211207_195928.jpg

রোস্ট তৈরি করার জন্য মসলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি যেটাকে বলা হয় রোস্ট মসলা।

--------------ষষ্ঠ ধাপ------------------

received_1343495006123808.jpegreceived_669248284435228.jpeg

received_501352271265726.jpeg

এইবার রোস্ট এর জন্য মুরগির টুকরোগুলো মসলা দিয়ে সুন্দর করে মেখে নিলাম এবং কড়াইয়ে টুকরা গুলো ভেঁজে নিয়েছি।

------------সপ্তম ধাপ----------------

received_4780669628646474.jpegreceived_633391804447840.jpeg

এবার কড়াইয়ে তৈল দিয়ে তৈলের মধ্যে পিঁয়াজ কুঁচিগুলোকে দিয়ে বেরেস্তা তৈরি করে নিয়ে উঠিয়ে রাখলাম।

--------------অষ্টম ধাপ---------------

received_660326651767614.jpegreceived_294282469330667.jpeg
received_767364347999546.jpegIMG_20220101_130504.jpg

received_611099303330073.jpeg

এবার কড়াইয়ে পিঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, লবণ, তৈল, লেবু রস এবং হালকা হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পরে। এই মুরগির টুকরোগুলো এর ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন টুকরোগুলো রোস্টের উপযোগী হয়ে এলো তখন হালকা করে বেরেস্তা গুলো উপরে দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম আর এভাবে হয়ে গেল আমার আর "ঝাল রোস্ট"রেসিপি।এইবার পরিবেশনের জন্য একটি বাটিতে নিয়ে তার একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।আমি একজন বাংলাদেশী এবং বাঙালি তাই বাংলা ভাষাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।আমার বাংলা ব্লগ কমিউনিটি বাংলা ভাষাকে ভালোবাসা, শ্রদ্ধা করে, সম্মান করে, সহযোগিতা করে। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।আজকে আমি আপনাদের সামনে " ঝাল রোস্ট" রেসিপি উপস্থাপন করেছি।জানি না আমার এই রেসিপিটি আপনাদের ভাল লাগবে কিনা। তবে আপনাদের সুচিন্তিত মতামত একান্ত ভাবে আশা করছি।

২০২২ইং সাল সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি,ভালোবাসা,মর্যাদা,সহানুভূতি এবং অর্থ।আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আবার কোন গল্প, কবিতা এবং রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

----------খোদা হাফেজ-----------

Sort:  
 3 years ago 

আপু আপনার ঝাল রোস্ট দেখেই খিদে লেগে গেলো। আপনি খুব সুন্দর ভাবে পরিবেশন করেছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও জানি আরো ভালো লাগবে। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি স্টেপ শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

জি ভাই রোস্টটি অনেক মজাদার ও টেস্টি ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আহহ আপু অনেক লোভনীয় একটি রেসিপু উপস্থাপন করেছেন আমার তো জিভে জল এসে গেছে। খুব সুন্দর হয়েছে প্রতিটা ধাপ।শুভ কামনা রইল।

 3 years ago 

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু,ঝাল রোস্ট খেতে সত্যিই খুব মজার হয়। আমার আম্মু মাঝেমধ্যেই এটি তৈরি করে থাকে।অবশ্য বিভিন্ন রকম রান্না খাওয়ার বায়না আমার ছোট ভাইবোন থেকে আমিই বেশি করি। তাই আম্মুও করে ফেলে।আপনার রান্না দেখে আম্মুর হাতের রান্নার কথা মনে পড়ে গেল। ধধন্যবাদ আপু সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো যে আমার রান্না দেখি আপনার মায়ের হাতের রান্নার কথা মনে পড়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 3 years ago 
  • মুরগির ঝাল রোস্ট দেখেই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে রোস্ট খেতে আমার খুবই পছন্দ। আমি খুবই ভালোবাসি, আপনার এই রোস্ট দেখে সত্যিই খুবই খেতে ইচ্ছা করছে। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনার জন্য রইল শুভকামনা
 3 years ago 

আমার রেসিপি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার রোস্ট এর রেসিপি টি খুবই সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ।দেখেই তো খেতে মন চাইছে ।খুবই চমৎকার ভাবে আপনি রান্নাটি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করলাম আপনি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন যেটি আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি রেসিপিটি অনেক মজাদার ছিল আর আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন গতানুগতিক খাবারে শিশুদের বা বড়দের অনীহা চলে আসে। মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনা খুবই দরকার।চিকেনের ঝাল রোস্ট আপনি দারুন ভাবে রান্না করেছেন।রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে খেতেও যে খুব সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এতো গুছিয়ে সুন্দর করে মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 3 years ago 

আপু রেসিপির কালারটা অনেক লোভনীয় লাগছে। খেতে মজা লাগবে খুব। আর মুরগীর রোস্ট তো খেতে আরও মজা। সুন্দর করে রান্নার প্রক্রিয়াটা দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

Loading...
 3 years ago 

রোস্ট আমার পছন্দের একটি খাবার দেখে তো লোভ সামলাতে পারলাম না আপু খেতে অনেক ইচ্ছা করছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আমার রেসিপিটি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 
রোস্ট এর কথা শুনলেই জিভে জল এসে যায়। আর এই রোস্ট এর কথা শুনলে বিয়ে বাড়ি কিংবা রাজকীয় কিছু ধারনা মাথায় ঘোরে। আপনার তৈরি আজকের জাল রোস্ট এর এই রেসিপিটি দারুন লাগছে দেখতে। রোস্টের কালার দেখেই বেশি লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে রোস্ট এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।
 3 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69