নারিকেল দুধের ইলিশ কোরমা।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা কোথায় আছেন, কী করছেন, কেমন আছেন? আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আনন্দে আছি।

কারন আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন যেটাতে অংশগ্রহণ না করলে আনন্দ কাকে বলে বুঝতাম না। যে প্রতিযোগিতাটির নাম শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি। আজ ২৬/১০/২০২১ইং মঙ্গলবার এই দিনটি আমার একটি স্মরণীয় দিন। আমি আজকে বাজার থেকে ইলিশ কেনা থেকে শুরু করে রেসিপি পরিবেশন পর্যন্ত সবকিছু নিজে করেছি যেটাতে অনেক আনন্দ পেয়েছি। যে আনন্দটা কখনো ভোলার মত নয়। মেয়েরা রান্না ঘরে রান্না করবে এটা স্বাভাবিক কিন্তু কোন প্রতিযোগিতায় যখন রেসিপি তৈরি করার জন্য রান্না ঘরে রান্না করা হয় সেটার মজাটা কেমন এটা আগে কখনও বুঝিনি। তাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ আমার বাংলা ব্লগকে।

IMG_20211026_192308.jpg

------------উপকরণ সমূহ -------------------

১। ইলিশ মাছ ---------------------------১টি।

IMG_20211026_165108.jpg

২। নারিকেল -------------------------অর্ধেক।

IMG_20211026_144133.jpg

৩। কাজু বাদাম----------------- পরিমান মত।

IMG_20211026_163441.jpg

৪। পিঁয়াজ -------------------------------১৩টি।

IMG_20211026_153153.jpg

৫। কাঁচা মরিচ ------------------------৭টি।

IMG_20211026_153532.jpg

৬। আদা------------------------পরিমান মত।

IMG_20211026_160523.jpg

৭। রসুন----------------------পরিমান মত।

IMG_20211026_154657.jpg

৮। টক দই----------------------- পরিমান মত।

IMG_20211026_173137.jpg

৯। চিনি------------------- পরিমান মত।

IMG_20211026_183556.jpg

১০। ঘি---------------------- এক চা চামুচ।

IMG_20211026_160549.jpg

১১। সাদা এলাচ-------------------৪পিচ।

IMG_20211026_155043.jpg

১২। দার চিনি-------------------- ২টুকরো।

IMG_20211026_154913.jpg

১৩। মরিচ গুঁড়ো -------------পরিমান মত।

IMG_20211026_154422.jpg

১৪। লবণ----------------------- পরিমান মত।

IMG_20211026_154200.jpg

১৫। গুঁড়ো দুধ---------------------৬চা চামুচ।

IMG_20211026_172216.jpg

১৬। তৈল-------------------- পরিমান মত।

IMG_20211026_222755.jpg

-------নারিকেল দুধের ইলিশ কোরমা তৈরি -----

-------------------প্রথম ধাপ -------------------

IMG_20211026_144906.jpg
নারিকেলের ছাল ছাড়িয়ে ভিতরটা বের করে নিলাম।

------------------দ্বিতীয় ধাপ----------------

IMG_20211026_144516.jpg

IMG_20211026_144444.jpg
নারিকেল টি ফাটিয়ে অর্ধেক করে নিলাম।

----------------তৃতীয় ধাপ--------------------

IMG_20211026_152540.jpg

অর্ধেক নারিকেল কুরানো শুরু করলাম।

-----------------চতুর্থ ধাপ---------------------

IMG_20211026_152916.jpg
নারিকেল কুরানো শেষে একটি বাটিতে রাখলাম।

-----------------পঞ্চম ধাপ--------------------

IMG_20211026_155407.jpg

কুড়ানো নারিকেল থেকে দুধ বের করে নিলাম।

------------------ষষ্ঠ ধাপ -------------------

IMG_20211026_164633.jpg

কাজু বাদাম পাঠাতে পিসে নিলাম।

---------------সপ্তম ধাপ ----------------

IMG_20211026_153919.jpg

পিঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম।

-----------------অষ্টম ধাপ -----------------

IMG_20211026_160137.jpg

কিছু পিঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম।

---------------- নবম ধাপ -----------------

IMG_20211026_171456.jpg

কিছু পিঁয়াজ পাঠাতে পিসে নিলাম।

------------------দশম ধাপ-------------্--------

IMG_20211026_181055.jpg

প্রতিটি কাঁচামরিচ অর্ধেক করে চিড়ে নিলাম।

-------------এগারো তম ধাপ -----------------

IMG_20211026_155128.jpg
আদা ব্লেন্ডারে ব্লাড করে নিয়েছি।

------------বারো তম ধাপ --------------------

IMG_20211026_164646.jpg

রসুনের কোয়া গুলো পাটাতে পিসে নিয়েছি।

--------------তেরো তম ধাপ ---------------

IMG_20211026_222744.jpg
গুঁড়ো দুধ বাটিতে নিয়ে পানির সাথে মিশে নিয়েছি।

--------------চৌদ্দ তম ধাপ -----------------

IMG_20211026_170405.jpg
ইলিশ মাছের আঁশ ছরিয়ে পরিষ্কার করে নিয়েছি।

--------------পনেরো তম ধাপ ----------------

IMG_20211026_170643.jpg
ইলিশ মাছকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি।

-----------------ষোল তম ধাপ ------------------

IMG_20211026_171336.jpg

মাছের পিচ গুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।

------------ সতেরো তম ধাপ -----------------

IMG_20211026_181454.jpg
নারিকেলের অর্ধেক দুধ, টক দই, রসুন বাটা, আধা গুঁড়ো, মরিচ গুঁড়ো,লবণ এবং মাছ এক সঙ্গে মেখে ৫মিনিট রেখে দিলাম।

-------------আঠারো তম ধাপ ---------------

IMG_20211026_172238.jpg

গরম ফ্রাইপেনে তৈল এবং পিঁয়াজ একসঙ্গে ভেজে বেরেস্তা তৈরি করলাম।

---------------উনিশ তম ধাপ -------------------

IMG_20211026_173038.jpg

এইবার বেরেস্তা গুলো একটি বাটিতে রেখে দিলাম।

---------------বিশ তম ধাপ -------------------

IMG_20211026_181554.jpg
নারিকেলের বাকি দুধ, আদা গুঁড়ো,রসুন বাটা, পিঁয়াজ বাটা, পিঁয়াজ কুচি,এলাচ,দারচিনি , লবণ এবং তৈল দিয়ে এক সঙ্গে কষিয়ে নিলাম।

-------------- একুশ তম ধাপ ------------------

IMG_20211026_181918.jpg

এবার কষানো মসলার মধ্যে গুঁড়ো দুধ এবং মাছ দিয়ে হালকা নেড়ে দিলাম।

------------- বাইশ তম ধাপ ------------------

IMG_20211026_181934.jpg
এইবার ফ্রাইপেন ঢেকে দিলাম এবং এ অবস্থায় ৩/৪মিনিট রেখে দিলাম।

------------ তেইশ তম ধাপ -----------------

IMG_20211026_182500.jpg
এবার ফ্রাইপেনটি খুলে মাছগুলো উল্টে দিলাম ।

----------চব্বিশ তম ধাপ ------------------

IMG_20211026_182742.jpg
কাজু বাদাম বাটা, কাঁচা মরিচ , ঘি দিয়ে আর ২/৩মিনিট রান্না করে একটু নেড়ে দিলাম।

--------------শেষ ধাপ----------------

IMG_20211026_190830.jpg

আর এভাবেই হয় গেল আমার নারিকেল দুধের ইলিশ কোরমা রেসিপি।

------------------- পরিবেশনা------------------

IMG_20211026_191733.jpg
এবার আমি নারিকেল দুধের ইলিশ কোরমা রেসিপি পরিবেশনের সময় তোলা আমার একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কথায় আছে ভাতে মাছে বাঙালি। আমি বরাবরই নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আনন্দ উপলব্ধি করি। শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি প্রতিযোগিতায় আমি "নারিকেল দুধের ইলিশ কোরমা" রেসিপি শেয়ার করেছি। আমি চেষ্টা করেছি সর্বোত্তম এটিকে অনেক সুন্দরভাবে তৈরি করার জানিনা কেমন হয়েছে। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আপনার মুল্যবান মতামত শেয়ার করবেন।

---------------সবাইকে ধন্যবাদ ----------------

Sort:  
 3 years ago 

আমি এই প্রথম নারিকেল দুধ দিয়ে ইলিশের কোরমা বানাতে দেখলাম। রেসিপিটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি সত্যিই একদম আলাদা একটি রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছেন। আমার কাছে রেসিপিটি মনে হচ্ছে অনেক স্বাদের হয়েছে, ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহ দানের জন্য।

আপু অনেক সুন্দর করে ইলিশ মাছের নারিকেল দুধের কোরমা রেসিপি তৈরি করেছেন। এর আগে কখনো এরকম রেসিপি দেখিনি। আমার কাছে একবারই নতুন মনে হচ্ছে। ধন্যবাদ সুন্দর একটা ইলিশ মাছের কোরমা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই প্রথম দেখলাম নারিকেল দুধ দিয়ে ইলিশের কোরমা বানানো।নতুন কিছু শিখতে পারলাম আপনার পোস্টটির মাধ্যমে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ইলিশের কোরমাটি দেখতে দারুন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে, নারিকেল দিয়ে যে কোন তরকারিই আমার কাছে ভালো লাগে, আর ইলিশ মাছ তো অনেক বেশি মজা হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

সত্যিই মুগ্ধ হয়ে গেলাম নারকেল দুধের ইলিশ কোরমা এত সুন্দর ভাবে আপনি রান্না করেছেন। প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন সব থেকে ভাল লাগল যে পাত্রে আপনি পরিবেশন করেছেন দেখার মত ছিল। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভাল ছিল

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে আমি মুগ্ধ হলাম আর
মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নারিকেল দুধের ইলিশ কোরমা।খুব সুন্দর ভাবে আপনি পরিবেশন করেছেন। এবং আপনার মাটির থালার যে ব্যবহার সেটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপু শুভ কামনা আপনার জন্য♥♥

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রথমে আপনার এই থালাটা দেখে আমি ভাবছিলাম এটা মনে হয় আস্ত একটা ইলিশ মাছ পরে দেখি না এটার মধ্যে পরিবেশন করা হয়েছে। নারিকেল দুধের ইলিশ কোরমা আমি আগে কখনো খাইনি। আমার জন্য আপনার এই রেসিপিটাও একদম নতুন ছিল। আপনি প্রতিটি ছবি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছেন। রেসিপির উপস্থাপনটা খুব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর কমেন্ট পেলে কার না ভাল লাগে। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

চমৎকার ভাবে আপনি রেসিপি টা তৈরি করেছেন আপু। অনেক সুন্দর লাগলো আপনার রেসিপি টা দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। 😍

 3 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

আমি আসলে আগে কখনো নারকেল দিয়ে ইলিশের কোরমা বানানো দেখিনি, আজকে দেখলাম, আর তাছাড়া শুনেছি অনেক।আপনার পোষ্ট দেখে,ধাপগুলো দেখে আমার মনে হচ্ছে আমিও এভাবেই রান্না করতে পারবো ইনশাল্লাহ। যদি কখনো আমিও রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ আপু শুভকামনা রইলো।

 3 years ago 

মুল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64407.71
ETH 3414.50
USDT 1.00
SBD 2.62